আর্থিক সংকটের জেরে পদত্যাগ শ্রীলঙ্কার মন্ত্রিসভার, পদে আসীন প্রধানমন্ত্রী https://ift.tt/nk0fP8S - MAS News bengali

আর্থিক সংকটের জেরে পদত্যাগ শ্রীলঙ্কার মন্ত্রিসভার, পদে আসীন প্রধানমন্ত্রী https://ift.tt/nk0fP8S

আর্থিক সংকটে ধুঁকছে শ্রীলঙ্কা। খাদ্য থেকে জ্বালানি সবই ফুরিয়েছে। প্রতিবাদে রাজপথে নেমেছে সাধারণ মানুষ। জারি হয়েছে জরুরি ব্যবস্থা। সূত্রের খবর, রবিবার রাতে প্রবল অরাজকতার মাঝেই মন্ত্রীত্ব ছাড়লেন ওই দেশের প্রধানমন্ত্রী -র ক্যাবিনেটের সব মন্ত্রীরা। যদিও এখনও পর্যন্ত ইস্তফা দেননি ওই দেশের প্রধানমন্ত্রী। এদিন বিকেলে তাঁর পদত্যাগের গুঞ্জন শোনা গিয়েছিল। তবে রাতেই -র PMO -র তরফে জানিয়ে দেওয়া হয় যে ওই বিষয়টি সত্য নয়। প্রধানমন্ত্রীর দফতরের তরফ থেকে একটি বিবৃতি দিয়ে বলা হয়, "প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষর পদত্যাগের খবর ভুয়ো। এরকম কোনও ঘটনা ঘটেনি। ইস্তফা দেওয়ার কোনও পরিকল্পনাও করেননি প্রধানমন্ত্রী।" মূল্যবৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় জিনিসের অভাব এবং মুহুর্মুহু পাওয়ার কাটের দরুন রাজপথে নেমে আসে গোটা শ্রীলঙ্কা। গণ আন্দোলনের জেরে বিপর্যস্ত হয়ে পড়ে প্রশাসন। ঘিরে ফেলা হয় প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষর বাসভবন। এরপরেই প্রেসিডেন্ট এমার্জেন্সির ঘোষণা করেন। যদিও এরপরেও থামেনি আন্দোলন। ওই দেশের চরম আর্থিক সংকটের জন্য রাজাপক্ষর প্রশাসনকে দায়ী করছে জনসাধারণ। প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে সরব তাঁরা। পড়ুয়া থেকে সাধারণ মানুষ সকলেই রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন। বিরোধী রাজনৈতিক দলগুলিও সামিল হয়েছে ওই আন্দোলনে। রবিবারও সেই প্রতিবাদ জারি ছিল। এমনকী আন্দোলনরত পড়ুয়াদের উপর এদিন জলকামান ছোড়া হয়। ফলত উত্তেজনা চরমে পৌঁছয়। ক্ষোভে ফুঁসতে থাকা মানুষের সরকারের প্রতি রাগ আরও বেড়ে যায় এদিন। আর এরই মাঝে মন্ত্রিসভার প্রতিটি সদস্য পদ থেকে সরে আসার সিদ্ধান্ত নেন। যদিও এখনও পর্যন্ত জেদে অনড় প্রধানমন্ত্রী। তিনি কুর্সি ছাড়তে নারাজ তা সাফ জানিয়ে দিয়েছে রাজাপক্ষর দফতর। এদিনই সোশ্যাল মিডিয়াকে ব্লক করার সিদ্ধান্ত নিয়েছিল রাজাপক্ষর প্রশাসন। কিন্তু, মন্ত্রিসভার একাংশ সেই সিদ্ধান্ত মানতে নারাজ ছিল। শ্রীলঙ্কার যুব ও ক্রীড়া মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত Namal Rajapaksha -র টুইট, "সোশ্যাল মিডিয়া ব্লক করার সিদ্ধান্তকে আমি কিছুতেই ক্ষমতা করতে পারব না। যাঁদের কাছে আমার মতো VPN রয়েছে, তাঁদের ক্ষেত্রে এই পদক্ষেপ একেবারেই অকেজো। কর্তৃপক্ষের কাছে আমার আবেদন, আরও প্রগতিশীল হয়ে গোটা বিষয়টি ভেবে দেখুন। এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুন।" নমলও এদিন ইস্তফা দিয়েছেন। শ্রীলঙ্কার পরিস্থিতি সহ দুনিয়ার আরও খবর পেতে । প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন ।


from এই সময়: Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা খবর - Ei Samay https://ift.tt/JcIY0mn
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads