''মেরেই ফেলব আজ!'' তরোয়াল উঁচিয়ে মাছের বাজারে তাণ্ডব ব্যক্তির https://ift.tt/gqRaXl1 - MAS News bengali

''মেরেই ফেলব আজ!'' তরোয়াল উঁচিয়ে মাছের বাজারে তাণ্ডব ব্যক্তির https://ift.tt/gqRaXl1

হাতে তরোয়াল, মুখে হুংকার- ‘সবাইকে মেরেই ফেলব আজ’৷ সাতসকালে আচমকা হুলুস্থূল উত্তর দিনাজপুর জেলার () থানার রামগঞ্জের ভরা মাছ বাজারে। ঝোলা থেকে বের করা তরোয়াল উঁচিয়ে হঠাৎ হাজির এক ব্যক্তি৷ মাছ কেনা মাথায় থাক, তখন প্রাণ বাঁচাতেই এদিক-ওদিক দুদ্দাড় দৌড় আমজনতার৷ মাছ ব্যবসায়ীদেরও তখন ত্রাহি মধুসূদন দশা৷ কিন্তু, কেন এহেন প্রলয় নাচন? কারও উপর রাগ মেটাতেই তরোয়াল নিয়ে এমন আস্ফালন? নাকি ওই ব্যক্তি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে? উত্তর এখনও স্পষ্ট নয়। তবে ওই ব্যক্তির তরোয়ালের আঘাতে গুরুতর জখম হয়েছেন এক মাছ ব্যবসায়ী। প্রাথমিক বিহ্বলতা কাটিয়ে অবশ্য ওই ব্যক্তিকে ধরে ফেলে গণধোলাই দেয় উত্তেজিত জনতা। তার পর তাকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তি এলাকারই বাসিন্দা। সে এমন কীর্তি কেন ঘটাল, তার হদিশ পেতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এদিন সকালে হঠাৎ ওই ব্যক্তির হাতে তরোয়াল দেখে প্রথমটায় খানিক হতবাকই হয়ে যান বাজারে উপস্থিত সাধারণ মানুষ। কিন্তু অভিযুক্ত যখন তরোয়াল হাতে নাগাড়ে শাসানি দিয়েই চলেছে সবাইকে নিকেশ করার, তখন আর ঝুঁকি নিতে চাননি কেউই। প্রাণরক্ষায় এদিক-ওদিক ছুটতে শুরু করেন বাজারে আসা ক্রেতা-বিক্রেতারা। এরই মধ্যে আচমকা মহম্মদ কাদির নামে এক মাছ ব্যবসায়ীর মাথায় ওই তরোয়াল দিয়ে কোপ বসিয়ে দেয় অভিযুক্ত। সঙ্গে সঙ্গেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন আক্রান্ত মাছ ব্যবসায়ী। স্থানীয়রা গুরুতর আহত ওই মাছ ব্যবসায়ীকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। ততক্ষণে অভিযুক্তকে ধরে ফেলেছেন স্থানীয়রা। জনরোষ আছড়ে পড়তেও বেশি সময় নেয়নি। শুরু হয়ে যায় গণধোলাই। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় ইসলামপুর থানার অন্তর্গত রামগঞ্জ ফাঁড়ির পুলিশ। গণধোলাইয়ের জেরে গুরুতর আহত অভিযুক্তকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠায় পুলিশ। গোটা ঘটনায় স্বাভাবিক ভাবেই এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। ঘটনার বিবরণ দিতে গিয়ে স্থানীয় বাসিন্দা তথা ঘটনার প্রত্যক্ষদর্শী মহম্মদ কশিবুর জানান, আচমকাই মাছ বাজারে হামলা চালায় ওই ব্যক্তি। ঝোলা থেকে বার করা তরোয়াল দু’হাতে ধরে মাছ ব্যবসায়ী কাদিরের মাথায় কোপ বসিয়ে দেয় অভিযুক্ত। সে কেন এমন বেপরোয়া হামলা চালাল, তা আঁচ করতে পারছেন না আতঙ্কিত কশিবুররাও।


from এই সময়: Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা খবর - Ei Samay https://ift.tt/KuWpiwZ
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads