কেন্দ্রের পর এবার DA বাড়াল বাসবরাজ বোম্মাইয়ের কর্ণাটক সরকার! https://ift.tt/tJWn8Nh - MAS News bengali

কেন্দ্রের পর এবার DA বাড়াল বাসবরাজ বোম্মাইয়ের কর্ণাটক সরকার! https://ift.tt/tJWn8Nh

সরকারি কর্মচারী, তা কেন্দ্র হোক কিংবা রাজ্য, বেশ ভালো একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিয়ারনেস অ্যালাওয়েন্স ( Dearness Allowance) বা বৃদ্ধি পেয়েছে দিন কয়েক আগে। দীর্ঘ অপেক্ষার পর 3% DA বৃদ্ধি পেয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিয়ারনেস অ্যালাওয়েন্স ( Dearness Allowance) বা DA। এই সিদ্ধান্তের ফলে প্রায় 65 লাখ কেন্দ্রীয় কর্মচারী এবং প্রাক্তন কর্মচারী উপকৃত হবেন। স্বাভাবিকভাবেই এই খবরে তাই খুশি অনেকেই। তবে খুশির রেশ এখানেই শেষ হওয়ার কোনও কারণ নেই। কেন্দ্রীয় সরকারের পর, দেশের আরেক সরকার বাড়াল DA। বাসবরাজ বোম্মাইয়ের ( Basavaraj Bommai) কর্ণাটক সরকার ওই রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘভাতা ( Dearness Allowance) বা DA বৃদ্ধি করেছে। বর্ধিত এই DA এর পরিমাণ 2.75%। এতদিন পর্যন্ত সরকারি কর্মচারীরা DA পেতেন 24.5%। সেই DA বেড়ে দাঁড়াল 27.75%। এই ঘোষণার ফলে বিপুল খুশি হবেন ওই রাজ্যের রাজ্য সরকারি কর্মচারীরা। Read More: বর্তমানে কেন্দ্রীয় কর্মচারীরা DA পাবেন 34%। এর আগে তাঁরা DA পেতেন 31% হারে। 3% হারে বেড়েছে DA। জানুয়ারি মাসের কিস্তির DA বৃদ্ধি পেয়েছে তাঁদের। বিগত বছরটা কেন্দ্রীয় কর্মচারীদের মোট প্রাপ্ত DA এর পরিমাণ ছিল 31। কোভিড অতিমারির কারণে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের প্রায় তিনটি কিস্তির মহার্ঘভাতা বা Dearness Allowance ( DA) বাকি ছিল। সেই তিন কিস্তির DA মিলিয়ে একেবারে 11% হারে DA বাড়ায় কেন্দ্রীয় সরকার। তার আগে কেন্দ্রীয় কর্মচারীরা 17% হারে DA পেতেন। এই DA বাড়ার ফলে মোট DA- এর পরিমাণ হয় 28%। এরপর জুলাই মাসে কেন্দ্রীয় সরকার যে DA বাড়ায়, তার ফলে DA এর পরিমাণ দাঁড়ায় 31%। এরপর চলতি কিস্তির DA বাড়ানোর ফলে তা দাঁড়ায় 34%। কর্ণাটক ছাড়াও, চলতি সময়ে আরও একাধিক রাজ্য Dearness Allowance বা DA বৃদ্ধি করেছে। সেই রাজ্যগুলোর মধ্যে মধ্যপ্রদেশ থেকে শুরু করে হিমাচল সবই রয়েছে। Read More : আপনি কি এই DA বাড়ার খবরে খুশি? কমেন্টে জানান আমাদের।


from এই সময়: Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা খবর - Ei Samay https://ift.tt/sPMnb4O
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads