ভারতের ব্যাটিং বিস্ফোরণে উড়ল পাকিস্তান, জয়ের অপেক্ষায় মিতালিরা https://ift.tt/XJzSvxr - MAS News bengali

ভারতের ব্যাটিং বিস্ফোরণে উড়ল পাকিস্তান, জয়ের অপেক্ষায় মিতালিরা https://ift.tt/XJzSvxr

এই সময় ডিজিটাল ডেস্ক: মহিলাদের ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমেছে ভারতীয় ক্রিকেট দল। নির্ধারিত ৫০ ওভারে টিম ইন্ডিয়া ৭ উইকেট হারিয়ে ২৪৪ রান করেছে। ভারতীয় ক্রিকেট দলের তারকা ওপেনার স্মৃতি মান্ধানা রবিবাসরীয় এই হাইভোল্টেজ ম্যাচে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করলেন। মিতালি রাজের নেতৃত্বে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমেছে টিম ইন্ডিয়া। এই ম্যাচের শুরু থেকেই বিধ্বংসী মেজাজে দেখতে পাওয়া গিয়েছে স্মৃতিকে। বিসমা মারুফের দলের বিরুদ্ধে কচুকাটা করতে শুরু করেন। মাউন্ট ম্যাঙ্গানুইয়ের বে ওভালে প্রথমে ব্যাট করতে নামে ভারতীয় ক্রিকেট দল। আর চলতি বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচেই হাফসেঞ্চুরি করলেন তিনি। শুরুতেই শেফালি বর্মার উইকেট হারিয়ে কিছুটা বেকায়দায় পড়ে গিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। ৬ বল খেললেও তিনি কোনও রান করতে পারেননি। তৃতীয় ওভারে ডায়না বেইগের ডেলিভারিতে তিনি প্যাভিলিয়নে ফেরত চলে যান। এরপর দীপ্তি শর্মার সঙ্গে জুটি বেঁধে স্মৃতি ভারতের ইনিংসকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। এশিয়ার দুই সেরা মহিলা ক্রিকেট দল যে এই ম্যাচে খেলতে নেমেছে, তা আর আলাদা করে বলে দেওয়ার দরকার নেই। ম্যাচের ২১ ওভারে স্মৃতি নিজের হাফসেঞ্চুরি পূরণ করেন। ভারতীয় ক্রিকেট দলের এই তারকা ওপেনার পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করার পাশাপাশি এক অনন্য ইতিহাসও রচনা করলেন। ভারতীয় ক্রিকেট দলের হয়ে স্মৃতি ৫০ ওভারের ফরম্যাটে ২,৫০০ রান পূরণ করলেন। এশিয়ার ক্রিকেট খেলিয়ে দেশগুলোর মধ্যে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে চতুর্থ সর্বাধিক রান সংগ্রহকারী হিসেবে তিনি নিজের নাম লেখালেন। তাঁর আগে রয়েছেন হরমনপ্রীত কাউর (২,৬৬৪), অঞ্জুম চোপড়া (২,৮৫৬) এবং ভারতের ব্যাটিং আইকন মিতালি রাজ (৭,৬২৩)। (বিস্তারিত আসছে...)


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/AIWji1g
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads