আরও মহার্ঘ জ্বালানি! শুক্রবার থেকে বাড়ছে পেট্রল-ডিজেলের দাম https://ift.tt/WnN5f3M - MAS News bengali

আরও মহার্ঘ জ্বালানি! শুক্রবার থেকে বাড়ছে পেট্রল-ডিজেলের দাম https://ift.tt/WnN5f3M

Petrol Diesel Price ( পড়ুন ) আগামীকাল থেকে ফের একবার বাড়বে। মধ্যবিত্তের কপালে ফের চিন্তার ভাঁজ! বহুমূল্য হচ্ছে জ্বালানি। আগামীকাল সকাল থেকেই বাড়বে দাম। সকাল ছটার পর থেকে বর্ধিত দামে বিক্রয় হবে পেট্রল-ডিজেল। ঠিক কত টাকা দাম বাড়ছে পেট্রল-ডিজেলের? শুক্রবার সকাল থেকেই গোটা দেশজুড়েই পেট্রলের দাম 84 পয়সা এবং ডিজেলের দাম 80 পয়সা বাড়তে চলেছে। নয়া রেট জারি হবে আগামীকাল সকাল ছটা থেকে। এই নিয়ে এক সপ্তাহে তিনবার দাম বাড়ল পেট্রল-ডিজেলের। জ্বালানির এই ক্রমশ ঊর্ধ্বমুখী দর, গোটা দেশজুড়ে বর্ধিত মুদ্রাস্ফীতির দিকেই আঙুল তুলছে। প্রসঙ্গত চলতি বছরের কেন্দ্রীয় বাজেটের আগে বিরোধী থেকে, আর্থিক বিশেষজ্ঞ সকলেই বর্ধিত মুদ্রাস্ফীতি নিয়ে নানা আশঙ্কা করেছিলেন। বাস্তবিকই দেখা যাচ্ছে-- মুদ্রাস্ফীতির হাওয়া প্রকটতর হচ্ছে। শুধু তাই নয়, পেট্রল-ডিজেলের দাম বাড়ায় এবার পাল্লা দিয়ে বাড়তে অয়ারে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম এমনটাও মনে করা হচ্ছে৷ Read More : একনজরে দেখে নেওয়া যাক, আগামীকাল কোন শহরে পেট্রল-ডিজেলের দাম ঠিক কত হতে চলেছে? কলকাতা শহরে পেট্রল-ডিজেলের দাম ( In Kolkata) আজকের এই নয়া ঘোষণার পরে, কলকাতা শহরে আগামীকাল থেকে পেট্রল-ডিজেলের নতুন রেট ঘোষণা হতে চলেছে। সূত্র অনুযায়ী পাওয়া খবরে, কলকাতায় পেট্রলের দর হতে চলেছে 107 টাকা 27 পয়সা। ডিজেলের নতুন দর হতে চলেছে 92 টাকা 22 পয়সা। দিল্লিতে পেট্রল-ডিজেলের দাম ( Petrol-Diesel Price In Delhi) দেশের রাজধানী দিল্লি শহরেও বাড়তে চলেছে পেট্রল-ডিজেলের দাম। লিটার প্রতি পেট্রলের দর হচ্ছে 97.81 টাকা। লিটার প্রতি ডিজেলের দর হচ্ছে 89.07 টাকা। মুম্বাইয়ে পেট্রল-ডিজেলের দাম ( Petrol-Diesel Price in Mumbai) দেশের বাণিজ্যনগরী মুম্বাই শহরেই সবথেকে বেশি দামে বিক্রি হচ্ছিল পেট্রল-ডিজেল। আজকের ঘোষণার পর তা আরও বাড়বে। আগামীকাল থেকে বর্ধিত দামের জন্য দেশের বাণিজ্যনগরীতে পেট্রলের দাম দাঁড়াতে চলেছে 112.47 টাকা। ডিজেলের দাম দাঁড়াতে চলেছে 96.55 টাকা। চেন্নাইয়ে পেট্রল-ডিজেলের দাম ( Petrol-Diesel Price In Chennai) মহার্ঘ জ্বালানির মারণ কামড় পড়তে চলেছে দাক্ষিণাত্যেও। লিটার প্রতি পেট্রলের দাম আগামীকাল হতে চলেছে 103.71 টাকা। ডিজেল 93.75 টাকা। বর্ধিত দামের ফলে আপনার জীবনে কী প্রভাব পড়বে? কমেন্টে জানান আমাদের কমেন্টবাক্সে।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/BhIyJta
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads