Bangla News
Bengali News
News in Bengali
কলকাতা বাংলা খবর - Ei Samay
বাংলা নিউজ
বাংলা সংবাদ
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/OWS2yZk
বরফ গলার ইঙ্গিত, ঝটিতি সফরে নয়াদিল্লিতে চিনের বিদেশমন্ত্রী https://ift.tt/F59M1of
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে (Russia Ukraine War) কি জন্ম নিল নয়া সমীকরণ? বৃহস্পতিবার ভারতে এলেন চিনা বিদেশমন্ত্রী ওয়াং ই ()। ২০২০ সালের এপ্রিল মাসে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘনে রাজনৈতিক সম্পর্কের অবনতি হওয়ার পর এই প্রথম ভারতে কোনও চিনা প্রতিনিধি। রিপোর্ট অনুসারে, আগামীকাল অর্থাৎ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দেখা করবেন চিনের বিদেশমন্ত্রী ওয়াং লি। উল্লেখ্য, ভারত সফরের আগেই পাক সেনপ্রধান কামার জাভেদ বাজওয়ার সঙ্গে সাক্ষাৎ করলেন চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই। এরপরই কাশ্মীর নিয়ে তাঁর মন্তব্যের জেরে ক্ষুব্ধ নর্থ ব্লক। পাকিস্তানে সদ্য শেষ হওয়া ইসলামিক দেশগুলির সংগঠন OIC বা ‘অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন’-এর (Organisation of Islamic Cooperation) বক্তব্য রাখতে গিয়ে কাশ্মীর প্রসঙ্গ তুলে আনেন ওয়াং ই। তাতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এদেশে। বুধবার ভারতের বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়েছে, ‘(অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশনের) ভাষণে চিনের বিদেশমন্ত্রী ভারতকে নিয়ে যে অযাচিত প্রসঙ্গের অবতারণা করেছে, তা খারিজ করছে ভারত। অন্যদিকে, চিনে ভয়াবহ আকার ধারণ করেছে কোভিড ১৯। Shanghai-তেও থাবা বসিয়েছে করোনাভাইরাস। জিলিন প্রদেশের পর এবার সাংহাই, চিনে ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে করোনা। জল্পনা চলছিল 'জিরো টলারেন্স' নীতির আওতায় হয়ত এবার সাংহাইতেও লকডাউন ঘোষণা করতে পারে শি জিনপিং সরকার। কিন্তু, সেই যাবতীয় জল্পনায় জল ঢেলেছে চিন প্রশাসন। জানা গিয়েছে, মঙ্গলবার চিনের সাংহাইতে করোনায় আক্রান্ত হয়েছেন হাজার জন। কিন্তু, এই ব্যস্ত শহরে এখনও লকডাউন ঘোষণা করতে নারাজ চিনের প্রশাসন। পরিবর্তে এলাকাবাসীর করোনা পরীক্ষা করা হচ্ছে এবং যাঁরা করোনায় আক্রান্ত তাঁদের আইসোলেশনে রেখে চিকিৎসা করা হচ্ছে, জানা গিয়েছে এমনটাই। উল্লেখ্য, চিনের জিলিন প্রদেশে হু হু করে ছড়িয়ে পড়ছে করোনা সংক্রমণ। উল্লেখ্য, গত সোমবার চিনা এয়ারলাইনের একটি যাত্রীবাহী বিমান ভেঙে পড়ে। এই দুর্ঘটনায় বিমানে সওয়ার অধিকাংশেরই প্রাণ গিয়েছে বলে জানা গিয়েছে। চিনের ইতিহাসে এই দুর্ঘটনা অন্যতম বড় ও ভয়াবহ দুর্ঘটনা। দুর্ঘটনার সময় ওই বিমানে মোট ১৩২ জন সওয়ার ছিলেন। অসমর্থিত সূত্রের দাবি, এঁদের কেউই আর বেঁচে নেই। কিন্তু, সরকারিভাবে তা এখনও স্বীকার করা হয়নি।
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/OWS2yZk
Previous article
Next article
Leave Comments
Post a Comment