Bangla News
Bengali News
News in Bengali
কলকাতা বাংলা খবর - Ei Samay
বাংলা নিউজ
বাংলা সংবাদ
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/URhvBqF
সেবকের করোনেশন সেতুতে বিস্ফোরণের পর্দাফাঁস, আটক ১ https://ift.tt/RnJ4XV9
Sevoke-এর করোনেশন সেতুতে বিস্ফোরণ! একটি ট্রাকেও আগুন লেগে গেল। ওয়েব সিরিজের এমনই একটি দৃশ্যের শ্যুটিং ঘিরে বৃহস্পতিবার সকালে রীতিমতো হুলস্থূল কাণ্ড বাধল কালিম্পঙের সেবকে। এমনকি ঘটনাস্থলে ছুটতে হল পুলিশ থেকে প্রশাসনিক কর্তাদেরও। ব্রিটিশ আমলের করোনেশন ব্রিজে এমন শ্যুটিং করা নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে। প্রশাসনের বিরুদ্ধেও গাফিলতির অভিযোগ উঠছে। জানা গিয়েছে, এদিন একেবারে কাকভোর সকলের অলক্ষ্যে সেবকের করোনেশন সেতুতে হিন্দি ওয়েব সিরিজের একটি দৃশ্যের শ্যুটিং হয়। দৃশ্যটি ছিল এরকম- করোনেশন সেতুর উপর দিয়ে জঙ্গিরা পালাচ্ছে। সেই সময় করোনেশন সেতুর উপর বিস্ফোরণ ঘটে এবং বিস্ফোরণের পর ওই সেতু দিয়ে যাওয়া একটি সেনা ট্রাকে আগুন লাগিয়ে দেয় জঙ্গিরা। অত্যন্ত গোপনে শ্যুটিংটি করা হলেও শেষরক্ষা হয়নি। ওই দৃশ্যের ভিডিও বর্তমানে ভাইরাল। আর সেটা নিয়েই আলোড়ন পড়ে যায় সমগ্র উত্তরবঙ্গে। প্রশ্ন উঠছে, কালিম্পং জেলার মধ্যে পড়া দীর্ঘদিনের পুরোনো ও দুর্বল অবস্থায় থাকা করোনেশন সেতুতে এমন শুটিং কেন? ঘটনার প্রতিবাদ জানিয়েছে ডুয়ার্স ফোরামও। যদিও এই শ্যুটিংয়ের কোনও অনুমতি ছিল না বলে জানিয়েছেন কালিম্পঙের পুলিশ সুপারিটেন্ডেন্ট অপরাজিতা রাই। তিনি বলেন, “এই ঘটনায় ‘মুভি ক্রাফ্ট মিডিয়া’র বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ওরা শ্যুটিংয়ের অনুমতি চেয়েছিল। কিন্তু অনুমতি দেওয়া হয়নি। তারপরে লুকিয়ে ভোর চারটে থেকে ছয়টার মধ্যে শ্যুটিং করা হয়েছে। ট্রাকের মধ্যে দাহ্য পদার্থ দিয়েই বিস্ফোরণটি ঘটানো হয়েছে। পুলিশের অনুমতি ছাড়া কীভাবে এই শ্যুটিং করা হল সে ব্যাপারে আমরা তদন্ত করছি।” IG উত্তরবঙ্গ ডিপি সিং বলেন, “বিপজ্জনক সিনটির শ্যুটিংয়েরও কোনও অনুমতি ছিল না। এই ঘটনায় আমরা একজনকে আটক করেছি। কালিম্পং থানায় একটি মামলাও দায়ের হয়েছে।” এদিকে, বিকালেই সেতু পরিদর্শনে যান কালিম্পং জেলা পুলিশের কর্তা থেকে প্রশাসনিক আধিকারিকেরা। অত্যন্ত গুরুত্বপূর্ণ সেতুর কোনও ক্ষতি হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হয়েছে বলে IG জানিয়েছেন। এদিকে, ব্রিটিশ আমলের করোনেশন সেতুতে বিস্ফোরণ ঘটানো, ট্রাকে আগুন লাগা সহ বিপজ্জনক দৃশ্যের শ্যুটিং করার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে ডুয়ার্স ফোরামের তরফে। ডুয়ার্স ফোরামের সম্পাদক চন্দন রায় বলেন, করোনেশন ব্রিজ বহু বছর পুরোনো। ব্রিটিশ আমলে তৈরি। এই সেতুর অবস্থা এখন খুবই দুর্বল। ফলে কেমন করে এখানে এমন শ্যুটিং হল! প্রশাসনিক গাফিলতি ছিল।
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/URhvBqF
Previous article
Next article
Leave Comments
Post a Comment