বলিউডে এবার বীর সাভারকরের বায়োপিক, নাম ভূমিকায় রণদীপ হুডা https://ift.tt/DeYrady - MAS News bengali

বলিউডে এবার বীর সাভারকরের বায়োপিক, নাম ভূমিকায় রণদীপ হুডা https://ift.tt/DeYrady

Shaheed Diwas-এর দিন Randeep Hooda-র বড় চমক। নিজের পরবর্তী ছবির কথা ঘোষণা করলেন অভিনেতা। স্বাধীনতা সংগ্রামী Veer Savarkar-এর বায়োপিকে নাম ভূমিকায় অভিনয় করতে চলেছেন তিনি। ছবিটির পরিচালনা করতে চলেছেন Mahesh Manjrekar। ছবিটির নাম দেওয়া হয়েছে, Swatantra Veer Savarkar। জানা গিয়েছে, ছবিটির প্রযোজনা করছেন Anand Pandit এবং Sandeep Singh। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই খবর জানান অভিনেতা নিজে। তিনি একটি ছবি পোস্ট করে লেখেন, "কিছু কাহিনী বলা হয়, আর কিছু কাহিনী মানুষ নিজে বেঁচে উপলব্ধি করে। স্বতন্ত্র ছবির অংশ হতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে, গর্ব অনুভব করছি। এই ছবিতে কাজ করার জন্য আমি অত্যন্ত উৎসাহী।" উল্লেখ্য, Vinayak Damodar Savarkar ১৮৮৩ সালে ২৮ মে জন্মগ্রহণ করেছিলেন। তিনি একজন স্বাধীনতাসংগ্রামী, রাজনীতিবিদ, আইনজীবী, লেখক এবং সমাজ সংস্কারক ছিলেন। যদিও তাঁকে কেন্দ্র করে একাধিক বিতর্ক রয়েছে। সিনেমার গল্প প্রসঙ্গে Randeep বলেন, "দেশের স্বাধীনতা অর্জনে একাধিক নায়ক কাজ করেছেন। তাঁদের সকলেই যে প্রাপ্য মূল্য পেয়েছেন তা কিন্তু নয়। বীর সাভারকর সেই অজ্ঞাত নায়কদের মধ্যে একজন যাঁকে অনেক বেশি ভুল বোঝাা হয়েছে। যাঁকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। তাঁর গল্প অবশ্যই বলা উচিত। আমি সবরজিতের পর ফের একবার সন্দীপের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে অত্যন্ত আনন্দিত। এই চরিত্র করা অত্যন্ত চ্যালেঞ্জিং হতে চলেছে।" জানা গিয়েছে, এই ছবির জন্য প্রায় এক বছর ধরে কাজ করছিলেন মহেশ। ছবিটির শ্যুটিং হবে লন্ডন, আন্দামান ও নিকোবর দীপপুঞ্জে। এই নিয়ে দ্বিতীয়বার সন্দীপ সিংয়ের সঙ্গে কাজ করতে চলেছেন রণদীপ। এর আগে রণদীপ ও ঐশ্বর্য অভিনীত 'সর্জজিত' ছবিটিকে নিয়ে বিস্তর চর্চা হয়েছিল। ছবিটিকে রণদীপ হুডার অভিনয় বিশেষ ছাপ ফেলেছিল। তাঁর অভিনয় নিয়ে সেই সময় বিস্তর চর্চা হয়েছিল। তিনি ছবির জন্য বিস্তর ওজন কমিয়ে ফেলেছিলেন। এই ছবির জন্যও একগুচ্ছ পদক্ষেপ করছেন এই অভিনেতা, জানা গিয়েছে এমনটাই। প্রসঙ্গত, ছবির শ্যুটিং শুরুর আগেই তা টক অফ দ্য টাউন। ছবির পর সাভারকরের প্রতি মানুষের অনেক জিজ্ঞাসার উত্তর পাবেন আম জনতা, দাবি নির্মাতাদের। বিনোদনের আরও খবরের জন্য । প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন ।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/LKz9rqu
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads