"AC চালাননি কেন?" ক্যাব চালককে লাথি-ঘুষি যাত্রীদের! https://ift.tt/eiMvdWh - MAS News bengali

"AC চালাননি কেন?" ক্যাব চালককে লাথি-ঘুষি যাত্রীদের! https://ift.tt/eiMvdWh

-কে মারধরের অভিযোগ যাত্রীর বিরুদ্ধে। খাস কলকাতার ওই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে থানায়। চালকের অভিযোগ, বুধবার সন্ধ্যায় মোহিত ভান্ডারী নামে এক ব্যক্তি ক্যাব বুক করেন। গাড়িতে উঠেই তিনি এবং তাঁর বন্ধুরা AC চালাতে বলেন। কিন্তু, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির কারণে চালক গাড়ির AC চালাতে অস্বীকার করেন। অভিযোগ, ওই কারণে মোহিত এবং তার দুই বন্ধু এরপরেই চালক অঙ্কিতকে ফেলে এলোপাথাড়ি মারধর করেন। এরপরেই প্রহৃত ক্যাব চালক তাঁদের সংগঠনের সদস্যদের খবর দেন। সতীর্থরা এসে অঙ্কিতকে উদ্ধার করেন। এরপরেই অভিযুক্ত মোহিতের বাড়ির সামনে গিয়ে ধরনায় বসেন। পরে নিউ আলিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় অভিযুক্ত মোহিতের নামে। আন্দোলনরত এক ক্যাব ড্রাইভারের কথায়, "বর্তমানে পেট্রলের দাম মারাত্মক হারে বাড়ছে। কিন্তু, ওলা-উবেরের কমিশন অনেক কম। সেই কারণেই আমাদের বন্ধু বলেন AC Service Provide করা হচ্ছে না। এরপরেই যাত্রীরা তাঁর উপর চড়াও হয়। তাঁকে খুব খারাপভাবে মারধর করেন ওঁরা। মাটিতে ফেলে ঘুষি মারতে থাকেন।" তাঁর সংযোজন, "পাড়ার লোকজন না থাকলে হয়ত আরও খারাপ কিছু ঘটতে পারত। কাস্টমার যেভাবে ড্রাইভারকে মেরেছে, তাতে আর একটু হলে হয়ত ওর জীবনটাই চলে যেত। ভাগ্যের জোরে এ যাত্রায় বেঁচে গিয়েছে ও।" কিন্তু, App Cab -এর নিয়ম মোতাবেক, AC Service তো পাওয়া উচিত? সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে ওই চালক বলেন, "৩০-৪০ শতাংশ কমিশন কেটে নিচ্ছে। অ্যাপ ক্যাবের বেতনের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের যে নিয়ম রয়েছে তা-ও লাগু হয়নি এখনও। আমরা চিঠি দিয়েছি। ধরনায় বসেছি। আন্দোলন করেছি। এতে কোনও লাভই হয়নি। এই পরিস্থিতিতে আমাদের পক্ষে কী ভাবে AC পরিষেবা দেওয়া সম্ভব? আমাদেরও তো পরিবার রয়েছে। গাড়ির EMI দিতে হয়। কোম্পানিগুলি আমাদের সঙ্গে বসছে না। আর কিছু যাত্রী এভাবে মারধর করছে। এটাই আমাদের অবস্থা।" পশ্চিমবঙ্গের আরও খবর পাওয়ার জন্য . প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন ।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/aEdVH6C
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads