Bangla News
Bengali News
News in Bengali
কলকাতা বাংলা খবর - Ei Samay
বাংলা নিউজ
বাংলা সংবাদ
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/vJsGlbq
কলকাতায় বাড়বে ভ্যাপসা গরম, বৃষ্টির দেখা নেই https://ift.tt/paiTEJL
Weather Update ক্রমশ বাড়ছে তাপমাত্রার পারদ। বৃষ্টির দেখা নেই। বুধবার কিছু জেলার আকাশ হালকা মেঘলা ছিল। স্বাভাবিকভাবেই আশায় বুক বেঁধেছিল সাধারণ মানুষ। কিন্তু, আলিপুর আবহাওয়া দফতরের তরফে স্পষ্ট জানানো হয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। বরং আরও বাড়বে তাপমাত্রার পারদ। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। আজ কেমন থাকবে কলকাতার তাপমাত্রা? শহরে দিন প্রতিদিন তাপমাত্রার পারদ চড়ছে। বাড়ছে গরম। কবে হবে বৃষ্টিপাত? উঠছে প্রশ্ন। কিন্তু, সাধারণ মানুষের জন্য এখনই কোনও সুখবর শোনাতে পারছে না আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের তরফে জানানো হচ্ছে, কলকাতাতে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। ফলে এখনই ভ্যাপসা গরমের হাত থেকে মুক্তি পাওয়া যাবে না। বরং তাপমাত্রার সঙ্গে সঙ্গে অস্বস্তি বাড়াবে আপেক্ষিক আর্দ্রতা। কেমন থাকতে পারে রাজ্যের আবহাওয়া? দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই, এমনটাই স্পষ্ট জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে। হাওয়া অফিস সূত্রে খবর, জেলাগুলিতে বাড়বে তাপমাত্রা। বুধবার রাজ্যের কিছু জেলায় আকাশ ছিল মেঘলা। ফলে বৃষ্টিপাত হতে পারে, এই আশায় বুক বাঁধছিল সাধারণ মানুষ। যদিও সেই আশায় কার্যত জল ঢেলেছে আবহাওয়ার মতিগতি। আপাতত গরমের হাত থেকে রেহাই পাওয়া যাবে না। রাজ্যে আর্দ্রতা জনিত অস্বস্তিও বাড়বে। মার্চেই কাঠফাটা রোদ্দুরের জেরে অস্বস্তি চরমে। এপ্রিলের প্রথম সপ্তাহেই কলকাতার তাপমাত্রা ৪০ ডিগ্রি হতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদদের একাংশ। কেমন থাকতে পারে উত্তরবঙ্গের আবহাওয়া?আজ উত্তরবঙ্গে হতে পারে বৃষ্টিপাত, আবহাওয়া দফতর সূত্রে খবর এমনটাই। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বৃহস্পতিবার। আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা জি কে দাস বলেন, ''আগামী দু'তিন দিনে কলকাতার তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা। এক থেকে দু'ডিগ্রি পর্যন্ত বাড়বে। এখনও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বৃষ্টির পরিস্থিতি তৈরি হওয়ার জন্য যা যা প্রয়োজনীয় তা তৈরি হচ্ছে না। বঙ্গোপসাগরেও কোনওরকম নিম্নচাপের পরিস্থিতি নেই।'' উল্লেখ্য,অশনি সাইক্লোনটি বর্তমানে দুর্বল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে এবং তা পোর্ট ব্লেয়ার হয়ে মায়ানমারের দিকে চলে গিয়েছে। এর কোনও প্রত্যক্ষ প্রভাব রাজ্যে পড়েনি। তাৎপর্যপূর্ণভাবে, গতকাল মালদাতে আচমকাই ঝড় হয়। একাধিক বাড়ির চাল উড়ে গিয়েছে এই ঝড়ে, জানা গিয়েছে এমনটাই। পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য । প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন ।
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/vJsGlbq
Previous article
Next article
Leave Comments
Post a Comment