বগটুইকাণ্ড এবার সুপ্রিম কোর্টে, পিটিশন হিন্দু সেনার https://ift.tt/5DReqVZ - MAS News bengali

বগটুইকাণ্ড এবার সুপ্রিম কোর্টে, পিটিশন হিন্দু সেনার https://ift.tt/5DReqVZ

Birbhum Rampurhat বগটুইয়ে একের পর এক বাড়িতে অগ্নিসংযোগ ও আট জনের মৃত্যুর ঘটনা এবার গড়াল সুপ্রিম কোর্টের দরজায়। হিন্দু সেনা বৃহস্পতিবার বীরভূমের রামপুরহাটের ঘটনা নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়। ন্যায় ও নিরপেক্ষ তদন্তের দাবিতে তারা সুপ্রিম কোর্টের নজরদারিতে পুরো ঘটনার তদন্ত চায়। এদিন কোর্টে হিন্দু সেনা একটি পিটিশন দায়ের করে জানায়," রাজ্য সরকার আইন-শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ। রাজ্যের মানুষকে সুরক্ষা দিতে ব্যর্থ। এমনকী এত বড় ঘটনার পরও দোষীদের ধরতেও অসফল। উলটে সন্ত্রাসের ভয়ে নিজের ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ। এতে মানুষের মৌলিক অধিকার বিঘ্নিত হচ্ছে। " এই দাবিতেই তারা চায় সুপ্রিম কোর্টের নজরদারিতেই বগটুইয়ের ঘটনার তদন্ত হোক। রামপুরহাটের বগটুই গ্রামে সোমবার মধ্যরাতে এলাকার একাধিক বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। ঘটনাস্থল থেকে ৮ জনের অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। তৃণমূলের উপপ্রধান খুনের বদলা নিতেই এই ঘটনা বলে অভিযোগ তোলা হচ্ছে। প্রসঙ্গত, সোমবারই রামপুরহাটের বকটুই গ্রামে বোমা হামলায় তৃণমূল নেতা ভাদু শেখের মৃত্যু হয়। তিনি রামপুরহাট এক নম্বর ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ছিলেন। অভিযোগ, অনুব্রতর গড়ে বোমা মেরে খুন করা হয় তাঁকে। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় ভাদুকে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। কিন্তু, শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক ভাদু শেখকে মৃত ঘোষণা করেন। তারপর থেকেই অগ্নিগর্ভ হয়ে ওঠে ওই গ্রাম। এই ঘটনা তারই পরিপ্রেক্ষিতে ষড়যন্ত্র বলে মনে করছেন স্থানীয়রা। অন্যদিকে, এদিন বগটুইতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলেন নিহতদের পরিবারের সঙ্গে। এই ঘটনার সঙ্গে যুক্ত কাউকেই রেয়াত করা হবে না সাফ জানিয়ে দেন মমতা।তিনি বলেন, "আনারুল আমাদের ব্লক প্রেসিডেন্ট। কিন্তু, ওঁরা (পরিজনরা) তার কাছে অভিযোগ করেছিল। কেন তা সত্ত্বেও পুলিশ পাঠায়নি তা জানা দরকার। ওকে গ্রেফতার করা হবে। তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে।" উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর নির্দেশের ঘণ্টাখানেকের মধ্যেই গ্রেফতার হয় আনারুল হোসেন। এখানেই শেষ নয়, মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “এখানকার যিনি SDPO ছিলেন তিনি যখন দেখলেন একজনের মৃত্যু হয়েছে তখন কেন তিনি উপযুক্ত পদক্ষেপ করলেন না যাতে আর কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে! এই গ্রামে আগেও অনেক খুন-খারাপি হয়েছে। SDPO তাঁর দায়িত্ব পালন করেননি। IC-ও তাঁর দায়িত্ব পালন করেনি। সুতরাং যাঁরা যাঁরা দায়িত্ব পালন করেনি এবং ঘটনার প্রেক্ষিতে যাঁরা পুলিশকে ঠিকমতো কাজে লাগাননি আমি তাঁদের কঠোর শাস্তি চাই।"


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/aqtOXl0
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads