আজ বৃষ্টি কলকাতায়? অবশেষে সুখবর শোনাল আবহাওয়া দফতর https://ift.tt/bZrYGF8 - MAS News bengali

আজ বৃষ্টি কলকাতায়? অবশেষে সুখবর শোনাল আবহাওয়া দফতর https://ift.tt/bZrYGF8

ভ্যাপসা গরমের হাত থেকে মুক্তি! আজ কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। গত কয়েক দিন ধরেই রাজ্যে চড়ছে তাপমাত্রার পারদ। একইসঙ্গে অস্বস্তি বাড়াচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। এই পরিস্থিতিতে সাধারণ মানুষ চাতক পাখির মতো অপেক্ষা করছিল বৃষ্টিপাতের জন্য। এরই মধ্যে আশার কথা শোনাল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস সূত্রে খবর, শুক্রবার রাজ্যের একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ কেমন থাকবে রাজ্যের আবহাওয়া? গত কয়েকদিন ধরেই চড়ছিল তাপমাত্রার পারদ। মালদায় বুধবার আচমকা ঝড় উঠলেও গুমোট আবহাওয়া রাজ্যজুড়ে অস্বস্তি বাড়াচ্ছে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে কবে হবে বৃষ্টিপাত? জানা যাচ্ছে, আজ বিভিন্ন জেলার আকাশ সকাল থেকেই মেঘলা থাকতে পারে। কলকাতার পার্শ্ববর্তী জেলাগুলিতে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে আগামীকাল থেকে ফের ভোগান্তি পোহাতে হবে সাধারণ মানুষকে। অস্বস্তি বাড়াবে আপেক্ষিক আর্দ্রতাও। আজ কলকাতায় বৃষ্টিপাতের সম্ভাবনা! শুক্রবার সকাল থেকেই মুখভার আকাশের। কলকাতার আকাশ দিনভর আংশিক মেঘলা থাকবে। আজ হতে পারে এবং কিছু কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯১ শতাংশ। আজ কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া (Weather)? জানা গিয়েছে, উত্তরবঙ্গে আজ বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। সেখানে জেলাগুলিতে তাপমাত্রা বাড়ছে। গত দু'দিন উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাত হয়। ফলে সামান্য ফিরেছিল স্বস্তি। উল্লেখ্য, এই বছর রেকর্ড গরম পড়তে পারে, জানিয়েছিলেন বিশেষজ্ঞ সুজীব কর। তিনি বলেন, " ১৫ মার্চ থেকে ১৫ মে এই সময়ে এর মধ্যে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। পশ্চিমবঙ্গের পশ্চিমপ্রান্তের জেলাগুলোর তাপমাত্রা ৪৫-৪৬ ডিগ্রি সেলসিয়াস হতে পারে।” গত কয়েকদিন ধরেই বাড়ছিল তাপমাত্রার পারদ। এই পরিস্থিতিতে বৃষ্টি স্বস্তি বাড়াবে বলে মনে করা হচ্ছে। পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য । প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন ।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/GHWSg0v
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads