যুদ্ধ থামাতে মানতেই হবে রাশিয়ার শর্ত! https://ift.tt/RqagLpl - MAS News bengali

যুদ্ধ থামাতে মানতেই হবে রাশিয়ার শর্ত! https://ift.tt/RqagLpl

সঞ্জয় পাণ্ডে, অধ্যাপক, JNU: ইউক্রেনে যুদ্ধ () শুরু হতেই ঘুম ছুটে গিয়েছে গোটা দুনিয়ার। কোথায়, কীভাবে শেষ হবে এই সংঘাত, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। কিন্তু, এর মধ্যেই সবথেকে বড় প্রশ্ন হল, কেন শুরু হল এই যুদ্ধ? এক কথায় এর উত্তর দেওয়া কঠিন। কারণ, আজকের এই ঘটনার পিছনে রয়েছে দীর্ঘ ইতিহাস। তবে, সংক্ষেপে বলতে গেলে বলতে হয়, বর্তমান পরিস্থিতির জন্য একা রাশিয়াকে দোষ দিয়ে লাভ নেই। এর জন্য আমেরিকা-সহ বিশ্বের অন্যান্যও দেশও তার দায় এড়াতে পারে না। তবে, বর্তমান সংঘাতের অন্যতম প্রধান কারণ, বাহিনীতে ইউক্রেনের অন্তর্ভুক্তির দাবি। NATO-র নেতা আমেরিকার সঙ্গে বরাবরই মস্কোর সাপে-নেউলে সম্পর্ক। ইতিহাস সাক্ষী, অতীতে বহুবার রাশিয়ার বন্ধুদের উপর হামলা চালাতে কুণ্ঠা করেনি আমেরিকার নেতৃত্বাধীন পশ্চিমী মিত্রশক্তি। এই বিষয়ে রাশিয়ার ওজর-আপত্তি কোনও দিনই গ্রাহ্য করা হয়নি। এদিকে, ইউক্রেনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে মেনে নিতে আজও বোধ হয় কিছুটা 'কষ্ট'ই হয় পুতিন প্রশাসনের। তাই অনায়াসেই সেই দেশের একাংশকে 'স্বাধীন' ঘোষণা করে দিতে পারেন রুশ প্রেসিডেন্ট। ইউক্রেনের সঙ্গে রাশিয়ার সম্পর্ক ঠিক কেমন, এর থেকেই স্পষ্ট। এই অবস্থায় ইউক্রেনকে NATO-র অন্তর্ভুক্ত করা হলে রাশিয়া 'ঘুম নষ্ট' হবে। অন্যদিকে, রাশিয়ার মতো শক্তিশালী প্রতিবেশীর হাত থেকে সুরক্ষিত থাকতে ইউক্রেনও পশ্চিমী মিত্রশক্তির সঙ্গ ছাড়তে নারাজ। এই অবস্থায় যুদ্ধ থামাতে হলে আলোচনাই একমাত্র পথ। তবে সেই পথ এই মুহূর্তে আরও কঠিন। কারণ, যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। এখন রাশিয়ার উপর বিধিনিষেধ কঠোর করলে তাতে হিতে বিপরীত হতে পারে। বরং, বাকি বিশ্বকে রাশিয়ার উদ্বেগের কারণ বুঝতে হবে। হয়তো ইউক্রেনের NATO-য় অন্তর্ভুক্তি নিয়ে পুতিনের শর্ত বাকিদের মেনেও নিতে হতে পারে। একইসঙ্গে নিশ্চিত করতে হবে ইউক্রেনের স্বাধীনতা, নিরাপত্তা এবং সার্বভৌমত্ব। এই দুইয়ের মধ্যে সামঞ্জস্য রক্ষা করা কঠিন হলেও বিকল্প উপায় আপাতত চোখে পড়ছে না। তবে, ইউক্রেনে যুদ্ধ শুরু হলেও এখনই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে, তেমনটা ভাবার সময় আসেনি। কারণ, ইউক্রেনের প্রতি NATO-র সহানুভূতি থাকলেও তারা এই মুহূর্তে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে নামতে নারাজ। বিশেষ করে যুদ্ধে আপত্তি রয়েছে জার্মানির। এশিয়ার অন্যতম বৃহৎ শক্তি ভারতও যুদ্ধের পথে হাঁটবে না। তাই ইউক্রেনের ঘটনা তৃতীয় বিশ্বযুদ্ধের কারণ হয়ে দাঁড়াবে, আজকের তারিখে দাঁড়িয়ে এমন ভবিষ্যৎবাণী করা অনুচিত হবে। তবে এটাও ঠিক যে, যুদ্ধের আশঙ্কা থাকলেও তা যে এত দ্রুত ঘটে যাবে, এটা অনেকেই আঁচ করতে পারেনি। একমাত্র আমেরিকাই যুদ্ধ অবশ্যম্ভাবী বলে দাবি করেছিল। এবং তাদের সেই দাবি একেবারেই সঠিক। তবে, বাকিরা তেমনটা মনে করেনি। যেমন, যুদ্ধ নিয়ে নিশ্চিত হলে ভারত অনেক আগেই নাগরিকদের ইউক্রেন থেকে ফিরিয়ে আনত। কিন্তু, তেমনটা হয়নি। আসলে রাশিয়ার পদক্ষেপ কিছুটা হলে বহির্বিশ্বকে হতবাক করে দিয়েছে!


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/VlDTkfm
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads