কনকনে ঠান্ডায় ইউক্রেনে দূতাবাসের বাইরে ভারতীয়দের ভিড়! ভাইরাল ভিডিয়ো https://ift.tt/H1xo9pF - MAS News bengali

কনকনে ঠান্ডায় ইউক্রেনে দূতাবাসের বাইরে ভারতীয়দের ভিড়! ভাইরাল ভিডিয়ো https://ift.tt/H1xo9pF

এই সময় ডিজিটাল ডেস্ক: ঘুম ভেঙেছিল বোমার শব্দে। তারপরই জানা গিয়েছিল, যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে ইউক্রেনের উপর হামলা চালিয়েছে রাশিয়া ()! আর তারপরই প্রাণ বাঁচাতে ইউক্রেনের রাজধানী কিইভের দূতাবাসের উদ্দেশ্যে রওনা দেন ভারতীয় ছাত্রছাত্রীরা। বিপদে পড়ার আশঙ্কায় দূতাবাসের বাইরেই ঠায় অপেক্ষা করতে থাকেন তাঁরা। কনকনে ঠান্ডা উপেক্ষা করেই নিারাপদ আশ্রয়ের খোঁজে এই অপেক্ষা দীর্ঘ থেকে দীর্ঘতর হয়। পরে সেই ছবি ও ভিডিয়ো ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায়। ভারতীয় পড়ুয়াদের সাহায্যের দাবিতে সরব হন বিশিষ্টরা। পাশাপাশি, কেন্দ্রীয় সরকারের সমালোচনা শুরু করেন বিরোধী রাজনৈতিক দলের নেতানেত্রীরা। পরে ইউক্রেনের ভারতীয় দূতাবাসের পক্ষে থেকে এক আধিকারিক সংবাদমাধ্যমকে জানান, "প্রয়োজন বুঝেই দূতাবাসের পক্ষে থেকে ভারতীয় নাগরিকদের জন্য নিরাপদ আশ্রয় গড়ে তোলা হচ্ছে। দূতাবাসের বাইরে অপেক্ষারত পড়ুয়াদের সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছে। তবে সকলকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যেতে কিছুটা সময় তো লাগবেই। এই মুহূর্তে দূতাবাসের বাইরে কোনও ভারতীয় নাগরিকই দাঁড়িয়ে নেই। যাঁরাই দূতাবাসে সাহায্যের জন্য আসছেন, তাঁদের সঙ্গে সঙ্গে নিরাপদ আশ্রয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে। ইউক্রেনে থাকা ভারতীয়দের সবরকমভাবে সাহায্য করা হচ্ছে।" তবে ভারতীয় দূতাবাসের আশ্বাসেও নিশ্চিন্ত হতে পারছেন না সহনাগিকরা। ইউক্রেনের ভারতীয় দূতাবাসের বাইরের ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই সেখানে অপেক্ষারত ভারতীয়দের অবিলম্বে দেশে ফিরিয়ে আনার দাবি জোরদার হচ্ছে। কংগ্রেস নেতা মণীশ তিওয়ারি সংশ্লিষ্ট ভিডিয়োটি রিটুইট করেছেন। বিদেশ মন্ত্রকের দৃষ্টি আকর্ষণ করে তিনি লিখেছেন, অবিলম্বে ভারতের এই তরুণ নাগরিকদের সহযোগিতা করা হোক। অন্তত তাঁদের দূতাবাসের ভিতরে ঢোকার অনুমতি দেওয়া হোক। এই দাবি অনেকেই তুলেছেন। কারণ, হাড় হিম করা ঠান্ডায় খোলা আকাশের নীচে অপেক্ষা করা কষ্টকর। তবে এটাও ঠিক যে একসঙ্গে এতজনকে দূতাবাসের ভিতর জায়গা দেওয়াও সম্ভব নয়। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) দৃষ্টি আকর্ষণ করেছেন কংগ্রেস নেতা শশী থারুরও (Shashi Tharoor)। তিনি লিখেছেন, "ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের আত্মীয়দের কাছ থেকে অসংখ্য বার্তা পেয়েছি। সেখানে থাকা ভারতীয়দের অবিলম্বে ইউক্রেন থেকে বের করে আনা দরকার। প্রধানমন্ত্রীজি, এটা নির্বাচনী রণকৌশল স্থির করার সময় নয়। আমাদের হাজার হাজার পড়ুয়া ইউক্রেনে আটকে রয়েছে। দয়া করে কোনটা আগে করা দরকার, সেটা ঠিক করুন।" বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শিবসেনার নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদীও (Priyanka Chaturvedi)।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3Yu1PrI
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads