অনন্য রেকর্ড রোহিতের মুকুটে, পিছনে ফেললেন মরগ্যান, উইলিয়ামসনকে https://ift.tt/Ke9XwBc - MAS News bengali

অনন্য রেকর্ড রোহিতের মুকুটে, পিছনে ফেললেন মরগ্যান, উইলিয়ামসনকে https://ift.tt/Ke9XwBc

এই সময় ডিজিটাল ডেস্ক: শ্রীলঙ্কাকে ইতিমধ্যেই টি-২০ সিরিজে ৩-০ ব্যবধানে হারিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট দল। আর সেইসঙ্গে অধিনায়ক হিসেবে এক নয়া কৃতিত্ব অর্জন করলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক Rohit Sharma। সাদা বলের ক্রিকেটে ভারতের নেতৃত্ব গ্রহণ করার পরে একটিও ম্যাচে পরাস্ত হননি। টানা একডজন ম্যাচে জয়লাভ করেছেন তিনি। এরমধ্যে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ ক্রিকেটে ৩-০ ব্যবধানে জয়, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ODI এবং T-20 ক্রিকেটে যথাক্রমে ৩-০ ব্যবধানে জয়, আর অবশেষে শ্রীলঙ্কার বিরুদ্ধে জয়। অর্থাৎ টানা ১২টি ম্য়াচে জয়লাভ করে ইতিমধ্যেই হিটম্যান সীমিত ওভারের ক্রিকেটে নজির গড়ে ফেলেছেন। বর্তমানে সাফল্য ও রোহিত শর্মা সমার্থক শব্দ। ব্যাটের পাশাপাশি অধিনায়ক হিসেবেও তিনি একের পর এক সাফল্য পাচ্ছেন। সাফল্যের সংখ্যাটা আরও বেড়েছে যখন তিনি পূর্ণ সময়ের অধিনায়ক হয়েছেন। ঘরের মাঠে রোহিতকে হারানো এখন বাকিদের কাছে কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। এবার শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচ জিতে তিনি স্পর্শ করলেন বিশ্বজয়ী অধিনায়কদের। তৃতীয় টি-২০ ম্যাচের পরে যা পরিসংখ্যান দাঁড়াল, তাতে ঘরের মাটিতে রোহিত শর্মা ভারতকে টি-২০ ফরম্য়াটে টিম ইন্ডিয়াকে ১৮টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। যার মধ্যে জয় এসেছে ১৭টিতে। ১৫টা জয় আছে ইংল্যান্ডের ইয়ন মরগ্যান ও নিউ জিল্যান্ডের কেন উইলিয়ামসনের। ধর্মশালায় তৃতীয় ম্যাচটা জিতে রোহিত অধিনায়ক হিসেবে দেশের মাটিতে ১৭ ম্যাচে জয়লাভের নজির গড়ে ফেলেন। আর সেইসঙ্গে তালিকার শীর্ষস্থানটা ধরে রাখলেন। ভারতের বাকি অধিনায়কদের থেকে রোহিত শর্মার টি-২০ ফরম্য়াটে জয়ের হার অনেকটাই বেশি। ভারতীয় দলকে দেশ ও বিদেশে মিলিয়ে রোহিত ২৫টা টি-২০ ম্য়াচে নেতৃত্ব দিয়েছেন। যারমধ্যে ২৩টাতে জিতেছেন। রবিবার ম্যাচ জিতে ১২টি ম্য়াচ টানা জেতার রেকর্ড গড়েছেন তিনি। এর পাশাপাশি পূর্ণ সময়ের অধিনায়ক হওয়ার পরে পরপর তিনটে টি-২০ সিরিজ জয়ের নজির তৈরি করেছেন। তবে আরও একটা রেকর্ড তাঁর বাকি রয়েছে। টি-২০ অধিনায়ক হিসেবে ১০০০ রান করার থেকে আর মাত্র ১৩ রান দূরে আছেন রোহিত। আশা করা হয়েছিল, তৃতীয় ম্যাচে আর ১৮ করতে পারলেই রোহিত বাবর আজমকে স্পর্শ করবেন। কিন্তু ম্যাচ সংখ্যার দিক থেকে বিচার করলে তিনি দ্বিতীয় স্থানে থাকবেন। তবে ভারত অধিনায়কদের মধ্যে সবাইকে টপকে যেতে পারবেন রোহিত। কিন্তু, তৃতীয় টি-২০ ম্যাচে মাত্র ৫ রান করে প্যাভিলিয়নে ফিরে যেতে হয় রোহিতকে। কোহলি টি-২০ অধিনায়ক হিসেবে ১০০০ রান করতে নিয়েছিলেন ৩০টা ম্যাচ। ধোনি নিয়েছিলেন ৫৭টা ম্যাচ। রোহিত সেখানে ২৮টা ম্যাচ খেলে ফেলেছেন। পরের আন্তর্জাতিক টি-২০ ম্যাচে তিনি বাকি রানটুকু করতে পারেন কি না, এখন সেটাই দেখার। রবিবার শ্রীলঙ্কাকে কার্যত দুরমুশ করে ৬ উইকেটে জয়লাভ করল ভারতীয় ক্রিকেট দল। ১৯ বল বাকি থাকতেই ভারত কাঙ্খিত রানের লক্ষ্যে পৌঁছে যায়। ম্যাচের সেরা হন শ্রেয়স আইয়ার। তিনি পরপর তিনটে ম্যাচেই হাফসেঞ্চুরি করলেন।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/GzcImiC
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads