মেঘাচ্ছন্ন শহরের আকাশ, পুরভোটের দিন বৃষ্টির সম্ভাবনা https://ift.tt/IHNM3uk - MAS News bengali

মেঘাচ্ছন্ন শহরের আকাশ, পুরভোটের দিন বৃষ্টির সম্ভাবনা https://ift.tt/IHNM3uk

এই সময় ডিজিটাল ডেস্ক: কুয়াশার চাদরে ঢাকা শহর কলকাতা। শীতের আমেজও বজায় রয়েছে। শনিবার সারাদিনই আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, এদিন আংশিক মেঘাচ্ছন্ন থাকবে কলকাতার আকাশ। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকছি। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। জানা গিয়েছে, রবিবার অর্থাৎ পুরভোটের দিনও শহরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুর দফতরের এক আধিকারিকের কথায়, "দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই আগামী ২৪ ঘণ্টা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। আজ (শনিবার) ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বাকি জেলাগুলিতে আকাশ মেঘলা থাকবে।" তাঁর সংযোজন, "২৭ ফেব্রুয়ারি মূলত সবকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। পশ্চিমের জেলাগুলিতে প্রভাব বেশি থাকবে। পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া ও বীরভূমে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পাশাপাশি ঝোড়ো হাওয়া বইবে।" জানা গিয়েছে, ১ মার্চ থেকে আবারও রৌদ্রজ্জ্বল থাকবে আকাশ। ৪ মার্চ পর্যন্ত আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, শুক্রবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ২৪.৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। স্বাভাবিকের তুলনায় সাত ডিগ্রি কমে গিয়েছিল তাপমাত্রা। ওইদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৫ ডিগ্রি সেলসিয়াসের কাছকাছি। যা স্বাভাবিক। আলিপুর জানিয়েছে, ওইদিন শহরে ০.৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল। গ্রীষ্ম আসবে কবে? ভূতত্ত্ববিদ সুজীব করের কথায়, "আগামী কয়েকদিনে তাপমাত্রার পরিমাণ ধীরে ধীরে বৃদ্ধি পাবে। সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যাবে। সর্বনিম্ন তাপমাত্রা ২০-২২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘুরপাক খাবে। এই মুহূর্তে উত্তর ও উত্তর পশ্চিম দিকের বায়ু সক্রিয় হলেও, বঙ্গোপসাগরের উত্তর অংশে একটি নিম্নচাপ রয়েছে। সেই কারণেই শীতের প্রভাব ধীরে ধীরে কেটে যাচ্ছে।" তাঁর সংযোজন, "এই সপ্তাহের পর থেকেই তাপমাত্রা দ্রুত গতিতে বাড়তে শুরু করবে। আগামী ১৫ মার্চ থেকে তীব্র গরম পড়বে। এবার কিন্তু অত্যন্ত অস্বস্তিকর গরম পড়বে। দিনের বেলা প্রচন্ড গরম পড়বে। অথচ ঘাম হবে না। আবার রাতের বেলা তাপমাত্রা অনেকটাই কমবে। অর্থাৎ কিছুদিনের মধ্যেই ড্রাই সামার আসতে চলেছে আমাদের রাজ্যে। বিষয়টি অনেকটা রাজস্থানের মতো হবে। একে আমরা মহাদেশীয় তাপমাত্রা বলে থাকি। মার্চ এবং এপ্রিল পর্যন্ত আবহাওয়া ওইরকম থাকবে।"


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/hV4YfkG
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads