যুদ্ধবিরোধীদের ভয়! রাশিয়ায় ফেসবুক আংশিক 'নিষিদ্ধ' করার জল্পনা https://ift.tt/EF8eqyd - MAS News bengali

যুদ্ধবিরোধীদের ভয়! রাশিয়ায় ফেসবুক আংশিক 'নিষিদ্ধ' করার জল্পনা https://ift.tt/EF8eqyd

এই সময় ডিজিটাল ডেস্ক: দেশে () ব্যবহারের উপর আংশিক বিধিনিষেধ কার্যকর করতে চলেছে ! সূত্রের খবর, ইউক্রেনের উপর হামলার ঘটনায় () বিশ্বের অধিকাংশ দেশই ভ্লাদিমির পুতিনের () সিদ্ধান্তের বিরোধিতায় সরব হয়েছে। এমনকী, রুশ নাগরিকদের একটা বড় অংশও পুতিন প্রশাসনের এই সিদ্ধান্তে খুশি নন। ফেসবুকে এই বিষয়ে নানা আলোচনা চলছে। একদিকে যেমন ইউক্রেনের প্রতি নেট নাগরিকদের সমবেদনা বাড়ছে, অন্যদিকে রাশিয়ার বিরুদ্ধে জনমত পোক্ত হচ্ছে। এই অবস্থায় বিরুদ্ধ স্বর রুখতেই ফেসবুকের উপর নিয়ন্ত্রণ জারি করতে চলেছে রাশিয়ার সরকার। ওয়াকিবহাল মহল অন্তত এমনটাই মনে করছে। তবে বিধিনিষেধ বলতে ঠিক কী বলা হচ্ছে, এখনই সেটা স্পষ্ট নয়। প্রাথমিকভাবে সংবাদমাধ্যমের কাছে যে খবর এসেছে, তাতে ফেসবুকের নিয়ন্ত্রণ সংক্রান্ত নির্দেশের কথা বলা হলেও বিস্তারিত কোনও তথ্য মেলেনি। অনেকেই আশঙ্কা করছেন, প্রতিবাদীদের কণ্ঠ রোধ করতে হয়তো রাশিয়ায় ফেসবুক সম্পূর্ণ নিষিদ্ধ করে দেওয়া হতে পারে। তবে এখনই এই বিষয়ে নির্দিষ্টভাবে কিছু বলা সম্ভব নয়। যদিও রাশিয়ার যোগাযোগ সংক্রান্ত নিয়ন্ত্রক সংংস্থা রসকোমনাডজর (Roskomnadzor)-এর তরফ থেকে জানানো হয়েছে, সম্প্রতি ফেসবুকের প্রধান সংস্থা মেটা (Meta), তাদের সোশাল নেটওয়ার্কিং সাইটে বেশ কিছু রদবদল ঘটিয়েছে। খুব সম্ভবত, সেই পরিবর্তনের উপরেই বিধিনিষেধ আরোপ করতে চলেছে রাশিয়া। রাশিয়ার অভিযোগ, ফেসবুক কর্তৃপক্ষ রুশ নাগরিকদের মানবাধিকার লঙ্ঘন করেছে। অন্যদিকে মেটা-র বক্তব্য, যুদ্ধ পরিস্থিতিতে রাশিয়াই বাক স্বধীনতার অধিকার খর্ব করতে চাইছে। এর জন্য রাশিয়ার মালিকানায় থাকা একাধিক সংবাদমাধ্যমকেও কাঠগড়ায় তুলেছে তারা। রাশিয়ায় যাঁরা ফেসবুক ব্যবহার করেন, তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতেই বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে বলে দাবি মেটা কর্তৃপক্ষ। যদিও মস্কো এই তত্ত্ব মানতে নারাজ। ইতিমধ্যে ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়, তাদের প্ল্যাটফর্ম ব্যবহার করে কেউ যাতে ভুল তথ্য এবং আপত্তিজনক বিষয়বস্তু ছড়াতে না পারে, তা নিশ্চিত করতেই বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। ফেসবুক পোস্টের উপর নজরদারি চালাতে Special Operations Center তৈরি করেছে তারা। কিন্তু, এই ব্যবস্থাপনায় রুশ নিয়ন্ত্রক সংস্থাগুলি সমস্যায় পড়তে পারে বলে মনে করা হচ্ছে। তার জেরেই রাশিয়ায় ফেসবুকের উপর বিধিনিষেধ আরোপ করা হতে পারে বলে ইতিমধ্যেই আভাস পাওয়া যাচ্ছিল। সেই আশঙ্কাই এবার সত্যি হচ্ছে বলে দাবি সংশ্লিষ্ট সূত্রের। এই প্রেক্ষাপটে ফেসবুকের তরফে জানানো হয়েছে, বিভিন্ন ক্ষেত্রে রাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকা সংবাদমাধ্যমগুলি সোশাল মিডিয়ায় অপপ্রয়োগ করে। এমন প্রচেষ্টা রুখতে এবার থেকে আরও কঠোর হবে তারা। অর্থাৎ সেক্ষেত্রে কোনও দেশের সরকারকে খুশি করতে অনুগত সংস্থাগুলি নিজেদের ইচ্ছা মতো আর কোনও পোস্ট করতে পারবে না। আর সেই কারণেই ফেসবুককে পুতিন প্রশাসনের কোপে পড়তে হচ্ছে বলে মত ওয়াকিবহাল মহলের।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/wUuChPk
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads