বাড়িতে বসেই জন্ম-মৃত্যুর শংসাপত্রের আবেদন? পোর্টাল চালুর পথে রাজ্য https://ift.tt/4Umwpcd - MAS News bengali

বাড়িতে বসেই জন্ম-মৃত্যুর শংসাপত্রের আবেদন? পোর্টাল চালুর পথে রাজ্য https://ift.tt/4Umwpcd

এই সময় ডিজিটাল ডেস্ক: এবার বার্থ এবং ডেথ সার্টিফিকেট সংক্রান্ত নিজস্ব পোর্টাল (Birth And Death Portal) চালু করতে চলেছে রাজ্য সরকার। রাজ্যজুড়ে জন্ম-মৃত্যু শংসাপত্রের আবেদন এবার করা যাবে অনলাইনেই, সূত্রের খবর এমনটাই। সেই মতো প্রস্তুতি শুরু করেছে রাজ্য সরকারও। এই পোর্টালে থাকবে যাবতীয় তথ্য। এই সংক্রান্ত বিষয়ে রাজ্য ও জেলা স্বাস্থ্য কর্তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই মর্মে রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফে সমস্ত জেলার স্বাস্থ্য কর্তাদের দেওয়া হয়েছে চিঠি। জারি হয়েছে নির্দেশিকাও। এতদিন পর্যন্ত রাজ্যে বার্থ এবং ডেথ সার্টিফিকেট সংক্রান্ত সমস্ত তথ্য জমা হত স্বাস্থ্যমন্ত্রকের পোর্টালে। কিন্তু, এবার থেকে রাজ্যে স্বাস্থ্য ভবনের পোর্টাল থেকে কেন্দ্রীয় পোর্টালে যাবে যাবতীয় তথ্য। এছাড়াও হাসপাতাল থেকেই সদ্যজাতকে দেওয়া হবে বার্থ সার্টিফিকেটও, সূত্রের খবর এমনটাই। পরে যদি ওই শিশুর পরিবার চায় নাম বা অন্যান্য তথ্য বদল করতে সেক্ষেত্রে স্বশরীরে কোনও দফতরে উপস্থিত হতে হবে না। অনলাইনেই করা যাবে আবেদন। এরপর অনুমোদন পাওয়ার পর অনলাইনেই পাওয়া যাবে সংশোধিত সার্টিফিকেটও। মোটের উপর পুরো বিষয়টি সম্পন্ন হবে অনলাইনেই। এদিকে, এই পোর্টালে লগ ইন করে হাসপাতাল ডেথ সার্টিফিকেট দেবে। সেই সময় এই আপলোড করা ডেথ সার্টিফিকেটের ভিত্তিতে ওই ব্যক্তির নাম খাদ্যস্বাথী, স্বাস্থ্যসাথীর মতো কর্মসূচি থেকে বাদ দেওয়া হবে। এই বার্থ এবং ডেথ সার্টিফিকেট সংক্রান্ত পোর্টাল ইতিমধ্যেই বেশ কিছু জেলায় চালু হয়েছে। হাওড়া এবং মালদা জেলার নির্দিষ্ট কিছু ব্লক, পুরসভাতে এই পোর্টাল কাজ করছে। রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে বলা হয়েছে, সাধারণ মানুষের জন্য এই পোর্টাল অত্যন্ত কার্যকরী হতে চলেছে। উল্লেখ্য, কয়েক সপ্তাহ আগে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছিলেন, "জন্ম এবং মৃত্যু শংসাপত্র যাতে আগামীদিনে অনলাইনে পাওয়া যায় সেই পরিকল্পনার কথা ভাবছে পুরসভা।” পাশাপাশি অনলাইনে আবেদনের পর যাতে নির্দিষ্ট ঠিকানায় সার্টিফিকেট পৌঁছে দেওয়া যায়, সেই বিষয়েও চিন্তাভাবনা করা হবে। প্রসঙ্গত, ‘টক টু মেয়র’ অনুষ্ঠানের মাঝেই একটি ফোন পেয়েছিলেন ফিরহাদ। যেখানে অভিযোগ উঠেছিল অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পরেও তিনি সংশাপত্র পাননি। যদিও কোভিডের কারণেই এই সমস্যা হচ্ছে বলে জানান মেয়র। এই পুরো বিষয়টি অনলাইন হলে বহু মানুষ উপকৃত হবেন বলেও সাফ দাবি করেছিলেন ফিরহাদ।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/tNxCSrj
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads