সমকামীদের জন্যও জীবনসঙ্গী খুঁজবে Shaadi.com https://ift.tt/3ecIiWy - MAS News bengali

সমকামীদের জন্যও জীবনসঙ্গী খুঁজবে Shaadi.com https://ift.tt/3ecIiWy

এই সময় ডিজিটাল ডেস্ক: যুগ বদলেছে। বদলেছে প্রেমের সংজ্ঞা। সমকামীদেরও মন আছে। তাঁদেরও পছন্দমতো জীবনসঙ্গী খুঁজে নেওয়ার অধিকার আছে। তাই এবার সমকামীদের জন্য নয়া দ্বার উন্মোচন করতে চলেছে ভারতের অন্যতম বৈবাহিক প্ল্যাটফর্ম ‘Shaadi.com’। এবার প্ল্যাটফর্মের মাধ্যমেই পছন্দমতো সমকামী জীবনসঙ্গী খুঁজে নিতে পারবেন LGBTQ+-সম্প্রদায়ের মানুষেরা। বর্তমানে প্রেম বা প্রেমের বিয়ে সাধারণ ব্যাপার হলেও এখনও ভারতের প্রত্যন্ত এলাকায় সেটি ব্রাত্য। দেখাশোনা করেই ছেলে-মেয়ের বিয়ে দেওয়ার উপরই প্রাধান্য দেয় বহু পরিবার। তাই পছন্দমতো জীবনসঙ্গী বা জীবনসঙ্গীনী খুঁজে দেওয়ার অন্যতম জনপ্রিয় বৈবাহিক প্ল্যাটফর্ম হল Shaadi.com। তবে এবার সমস্ত ধরনের মানুষের কথা ভেবে LGBTQ+-সম্প্রদায়ের মানুষদেরও পরিষেবা দেওয়ার উদ্যোগ নিয়েছে এই প্ল্যাটফর্ম। সাধারণ পাত্র-পাত্রী বিভাগের মতো সমকামী বিভাগও থাকবে। সেই বিভাগের মাধ্যমে মনের মতো জীবনসঙ্গী খুঁজে নিতে পারবেন LGBTQ+-সম্প্রদায়ের মানুষেরা। সম্প্রতি সংস্থার তরফে এমনটাই ঘোষণা করা হয়েছে। শুধু তাই নয়, বিদেশে বসবাসকারীদের জন্যও পছন্দমতো জীবনসঙ্গী বা জীবনসঙ্গীনী খুঁজে দিতে বিশেষ পরিষেবা চালু করছে Shaadi.com। যদিও ভারতে এখনও পর্যন্ত বৈধ নয়। এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে Shaadi.com-এর প্রতিষ্ঠাতা তথা মুখ্য কার্যনির্বাহী অনুপম মিত্তল বলেন, ‘আমরা নিজেদের সাহচর্যের এবং ম্যাচমেকিংয়ের (ঘটকালি) একটি প্ল্যাটফর্ম হিসাবে দেখি। এর অর্থ বিভিন্ন বাজার, বিভিন্ন অঞ্চল, বিভিন্ন দেশ, বিভিন্ন লিঙ্গের জন্য হতে পারে। এটা নিয়ে আমাদের কোনও সমস্যা নেই। তবে এই ধরনের পদক্ষেপের মাধ্যমে আমরা ম্যাচমেকিংয়ের ধারণা তাৎপর্যপূর্ণভাবে আরও প্রসারিত করব।’ উল্লেখ্য, বৈবাহিক প্ল্যাটফর্মটিকে আরও জনপ্রিয় করে তুলতে এবং সাধারণ মানুষের সুবিধার জন্য গত বছরই দুটি নয়া ফিচার এনেছিল Shaadi.com। একটি ‘Weeding From Home’ এবং ‘ShaadiMeet’ ভিডিয়োকলিং। মূলত করোনাকালে ঘরবন্দি দশার মধ্যেও সহজে জীবনসঙ্গী খুঁজে দিতেই এই দুটি নয়া দ্বার উন্মোচন করেছিল। এবছর Shaadi.com-এর আরও দুটি নতুন বৈশিষ্ট্যর সংযোজন এই প্ল্যাটফর্মকে যে উল্লেখযোগ্যভাবে আরও প্রসারিত করবে তা বলা বাহুল্য। প্রসঙ্গত, সমকামী বিবাহ বৈধ না হলেও ইদানিংকালে LGBTQ+-সম্প্রদায়ের অনেকেই পছন্দমতো জীবনসঙ্গীর সঙ্গে বৈবাহিক জীবন কাটাচ্ছেন। সম্প্রতি তেলেঙ্গানায় এক পঞ্জাবি যুবকের গলায় মালা দিয়ে বিবাহ-বন্ধনে আবদ্ধ হওয়ার কথা ঘোষণা করেছেন বাঙালি যুবক। এবার দেশের অন্যতম জনপ্রিয় বৈবাহিক প্ল্যাটফর্ম Shaadi.com LGBTQ+-দের পরিষেবা চালু একটা নতুন সূচনা বলে মনে করা হচ্ছে। ওয়াকিবহালের মতে, এটি একটি প্রশংসনীয় পদক্ষেপ। এবার সমাজে প্রচলিত ঘটকালি এবং দেখাশোনা করে বিবাহের পশ্চাদগামী, জাতিবাদী, শ্রেণীবাদী এবং কুসংস্কারগুলি শীঘ্রই বিস্মৃতিতে ম্লান হবে বলে আশা করা হচ্ছে।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3yW6aav
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads