Bangla News
Bengali News
News in Bengali
কলকাতা বাংলা খবর - Ei Samay
বাংলা নিউজ
বাংলা সংবাদ
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/32jqGGf
'মনে হয়েছিল চলন্ত বাস থেকে ফেলে দিল', শাস্ত্রীর কথা আজও ভোলেননি অশ্বিন https://ift.tt/33RnoKL
এই সময় ডিজিটাল ডেস্ক: ভারতের ক্রিকেট ইতিহাসে সেরা স্পিন বোলারদের তালিকায় উপরের দিকে থাকবেন রবিচন্দ্রন অশ্বিন। তিন ফরম্য়াটেই তিনি নিজের সেরাটা দিয়েছেন। ম্যাচের পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, তিনি স্পিনের জোরে পরিস্থিতি নিজের দিকে ঘুরিয়ে নিতে পারেন। শুধুমাত্র বল হাতেই নয়, ব্যাট হাতেও নিজের জাত চিনিয়েছেন দক্ষিণ ভারতের এই ক্রিকেটার। কিন্তু, দূর্ভাগ্যের বিষয় এটাই যে দলের অন্যতম ভরসাযোগ্য স্পিনার হলেও একাধিকবার তাঁকে বাদ পড়তে হয়েছিল। কোনওটা কারণে ছিল, আবার কোনওটা ছিল অকারণে। যা নিয়ে বিতর্ক কম হয়নি। ক্রিকেট কেরিয়ারে একাধিকবার একাধিক বিষয়ে আঘাত পেয়েছেন অশ্বিন। যা নিয়ে কমবেশি বিভিন্ন সাক্ষাৎকারে মুখও খুলেছেন। তবে সবথেকে বেশি আঘাত পেয়েছিলেন কীসে? এবার সেকথাই জানালেন অশ্বিন। ২০১৯ সালে সিডনি টেস্টের সময় ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রীর একটি কথায় আঘাত পেয়েছিলেন তিনি। বৃষ্টিবিঘ্নিত সিডনি টেস্টে কুলদীপ যাদব পাঁচ উইকেট শিকার করেছিলেন। ঘটনার পরে বলেছিলেন, কুলদীপ বর্তমানে ভারতের অন্যতম সেরা স্পিনার। অশ্বিনকে উদ্দেশ্য করে বলেছিলেন, সবারই সময় থাকে। এই ঘটনার পরে ভেঙে পড়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। তিনি বলেন, ‘আমরা সবাই রবি ভাইকে খুব শ্রদ্ধা করি। আমরা অনেক কিছু বলতেই পারি। কিন্তু পরে সেটা প্রত্যাহার করে নেওয়া যায়। ওই কথাটা শোনার পর আমি নিজেই নিজের মধ্যে ধ্বংস হতে শুরু করেছিলাম। মনে হচ্ছিল আমাকে কেউ যেন চলন্ত বাস থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে। আমরা সবাই আলোচনা করছিলাম, দলের সতীর্থর সাফল্য কতটা গুরুত্বপূর্ণ। আমি কুলদীপের জন্য খুশি ছিলাম। আমি কোনওদিন পাঁচটা উইকেট পাইনি অস্ট্রেলিয়ায়।’ সঙ্গে তিনি আরও যোগ করেন, দলে কেউ সাফল্য পেলে বা কেউ ব্যর্থ হলে তাঁকে দলেরই অংশ মনে করা উচিত। তবে তাঁর ব্যর্থতার সময় তিনি নিজেকে দলের অংশ বলে মনে করেননি। তবে দলের জয়ের সময় আনন্দ করেছিলেন তিনি। বলেন, ‘আমাকে কুলদীপের সাফল্যে ও দলের সাফল্যে সামিল হতেই হত কারণ তাতে আমি বুঝতে পারতাম যে আমি দলেরই একজন। আমি যদি নিজেকে গুটিয়ে নিতাম তাহলে কী করে সাফল্য ভাগ করে নিতাম। আমি ঘরে যাই ও স্ত্রী সন্তানদের সঙ্গে কথা বলি।’ দীর্ঘদিন পরে টি-২০ ক্রিকেটে আবারও সুযোগ পেয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। বিশ্বকাপের জার্সি পরেই তিনি নিজেকে প্রমাণ করেছেন। এরপর নিউ জিল্যান্ড সিরিজেও তিনি দারুণ ফল করেছেন। দক্ষিণ আফ্রিকা সফরেও তিনি গুরুত্বপূর্ণ সদস্য হতে পারেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি ভারতের সাদা বলের অধিনায়ক রোহিত শর্মা বলেন, ‘অশ্বিন খুব চালাক বোলার। ওর হাতে বল দিলে অধিনায়ক হিসেবে নিশিন্তে থাকা যায়।’
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/32jqGGf
Previous article
Next article
Leave Comments
Post a Comment