Bangla News
Bengali News
News in Bengali
কলকাতা বাংলা খবর - Ei Samay
বাংলা নিউজ
বাংলা সংবাদ
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/30U2pWA
‘কুমারী মা’ হওয়া অভিশাপ! সমাজে টিকে থাকতে পুলিশের দ্বারস্থ অসহায় পরিবার https://ift.tt/3qhyZu4
এই সময় ডিজিটাল ডেস্ক: সিঙ্গেল মাদার! শব্দটি বর্তমানে বহুল প্রচলিত। এদেশের বহু সেলিব্রিটি ‘সিঙ্গেল মাদার’ হিসাবে তাঁদের সন্তানকে প্রতিপালনও করছেন। কিন্তু, প্রত্যন্ত এলাকায় এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া অতি সাধারণ মহিলাদের ক্ষেত্রে যে ‘সিঙ্গেল মাদার’ শব্দটি সমাজের কাছে অপরাধ-সম, তা শহরে এক তরুণীর কুমারী মা হওয়ার ঘটনাতেই আবারও প্রমাণিত হল। সদ্যোজাত সন্তানকে স্বীকৃতি দিতে অস্বীকার করছে প্রেমিক। অথচ শিশুর পিতৃপরিচয় দিতে না পারলে এলাকায় ঢুকতে না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে প্রতিবেশীরা। ফলে এখন কী করবেন ভেবে পারছেন না ওই কুমারী মা ও তাঁর দিন-আনা, দিন-খাওয়া পরিবার। উপায় খুঁজে পেতে পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই কুমারী মায়ের অসহায় পরিবার। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরে ঘটনাটি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, রায়গঞ্জ শহরের রবীন্দ্র পল্লির বাসিন্দা এক তরুণীর সঙ্গে শহরের মহারাজা এলাকার এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। তার পরিণতিতে গত সোমবার ওই তরুণী এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। কিন্তু ওই যুবক তরুণীর সন্তানকে পিতৃপরিচয় দিতে নারাজ। অথচ রবীন্দ্র পল্লির বাসিন্দারা পিতৃপরিচয়হীন সন্তান ও কুমারী মা-কে এলাকায় ঢুকতে দেবে না, ঘর জ্বালিয়ে দেবে বলে হুমকি দিয়েছে। ওই তরুণীর অসহায় মা রায়গঞ্জ মহিলা থানায় প্রতিবেশীদের বিরুদ্ধে এমনই অভিযোগ জানিয়েছেন। মেয়ের প্রেমিকের বিরুদ্ধেও সহবাস করে বিয়ে না করার অভিযোগ দায়ের করেছেন তিনি। যদিও বর্তমানে অভিযুক্ত যুবক পলাতক। তার খোঁজ শুরু করেছে পুলিশ। অন্যদিকে, রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রসূতি বিভাগে ভর্তি ওই তরুণী ও তাঁর সদ্যজাত। জানা গিয়েছে, ওই তরুণীর মা গৃহ পরিচারিকার কাজ করেই সংসার চালান। তাঁর বাবা ভিন রাজ্যের শ্রমিক। কুমারী মেয়ে গর্ভবতী হলেও তাঁর পাশেই ছিলেন মা। কিন্তু এখন তাঁদের এলাকায় থাকার ক্ষেত্রে সমাজ-প্রতিবেশী বাধা হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ। একদিকে অর্থনৈতিক সমস্যা, তার উপর সামাজিক প্রতিকূলতার জেরে বিপাকে দুঃস্থ পরিবারটি। যদিও ঘটনাটি জানতে পেরে ওই কুমারী মা ও তাঁর পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন সমাজকর্মী থেকে স্থানীয় কাউন্সিলার। স্থানীয় কাউন্সিলর অরুণ চন্দ্র চন্দ বলেন, ‘কুমারী মা ও তাঁর পরিবারকে পাড়ায় ঢুকতে দেবে না বলে যদি কেউ হুমকি দিয়ে থাকে, সেটা আইন-বিরুদ্ধ কাজ। এই ধরনের ঘটনা ঘটলে প্রশাসনকে দেখতে বলব। কেউ হুমকি দিলে তার বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেবে।’ অন্যদিকে, রায়গঞ্জের সমাজকর্মীরা ওই কুমারীর মায়ের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন। সমাজকর্মী মৃণাল কান্তি সিংহ বলেন, ‘ওই কুমারী মা চাইলে সিঙ্গেল মাদার হিসাবে তাঁর সন্তানকে লালন-পালন করবেন এবং সে বিষয়ে আমরা পাশে থাকব।’ কিন্তু দিন-আনা, দিন-খাওয়া পরিবারের পক্ষে সমাজের বিরুদ্ধে লড়াই করে সিঙ্গেল মাদার হিসাবে লড়াই চালানো কি এত সহজ! অসহায় ওই কুমারী মা ও তাঁর পরিবার এখন কী করবেন তা বুঝে উঠতে পারছেন না। তাঁদের সমাজে স্থান দিতে আধুনিক-মনস্ক প্রশাসন ত্রাতার কী ভূমিকা পালন করে, এখন সেটাই দেখার!
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/30U2pWA
Previous article
Next article
Leave Comments
Post a Comment