LPG Price Hike: মাসের প্রথম দিনেই ₹266 বাড়ল গ্যাসের দাম https://ift.tt/3GAZ52J - MAS News bengali

LPG Price Hike: মাসের প্রথম দিনেই ₹266 বাড়ল গ্যাসের দাম https://ift.tt/3GAZ52J

এই সময় ডিজিটাল ডেস্ক: নভেম্বরের প্রথম দিনেই আরও মহার্ঘ হল সিলিন্ডার। একলাফে 266 টাকা বাড়ল বাণিজ্যিক গ্য়াসের দাম। যার ফলে সোমবার থেকেই 19 কেজির বাণিজ্যিক হল 2000.50 টাকা। আগে এই দাম ছিল 1734 টাকা। তবে বাণিজ্যিক গ্যাসের দাম বাড়লেও স্বস্তির খবর, গার্হস্থ্য সিলিন্ডারের দাম বাড়ানোর কোনও ঘোষণা করা হয়নি। বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধির পর বাণিজ্যিক LPG সিলিন্ডারের দাম দিল্লিতে গিয়ে ঠেকেছে 2000.50 টাকা। আগে এই দাম ছিল 1734 টাকা। মুম্বইতে 19 কেজি গ্যাস সিলিন্ডারের দাম সোমবার থেকে 1950 টাকা। অন্যদিকে কলকাতায় এই 19 কেজি গ্যাসের দাম বেড়ে হল 2073 টাকা। চেন্নাইতে দাম সর্বাধিক। 19কেজি সিলিন্ডারের দাম রয়েছে 2133 টাকা। দাম বৃদ্ধির জেরে গার্হস্থ্য সিলিন্ডারে কোনও প্রভাব না পড়লেও পরোক্ষ ভাবে পকেটে চাপ বাড়তে চলেছে মধ্যবিত্তেরই। কারণ, বাণিজ্যিক গ্য়াসগুলি মূলত হোটেল-রেস্তোরাগুলিতেই ব্যবহৃত হয়। ফলে স্বাভাবিক ভাবে এই সিলিন্ডারের দাম বৃদ্ধি হলে হোটেল রেস্তোরাতে খাবার খরচ বাড়বে, যা আখেরে গুনতে হবে ক্রেতাকেই। কোভিডের জেরে দীর্ঘদিন ধরে বন্ধ ছিল হোটেল ও রেস্তোরাগুলি। লকডাউনের রাশ আলগা হলেও ভীতি ছিল। এরমধ্যেই ঘুরে দাঁড়ানোর লড়াই চালাচ্ছিল হোটেল ও রেস্তোরাগুলি। কিন্তু কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে বারেবারে দাম বাড়ছে বাণিজ্যিক গ্য়াসের। ফলে ঘুরে দাঁড়ানো কঠিন হচ্ছে বলে মনে করছেন ব্যবসায়ীরা। উল্লেখ্য গার্হস্থ্য সিলিন্ডারে ভর্তুকি দেয় কেন্দ্র। বছরে 12টি সিলিন্ডারে ভর্তুকি দেওয়া হয়। কিন্তু দিনে দিনে ভর্তুকির মাত্রা নামছে। LPG-এর মূল উপাদান বুটেন ও প্রোপোনের দাম ক্রমেই বাড়ছে। এমতাবস্থায় গ্য়াস সিলিন্ডারের দাম বৃদ্ধি ছিল অবশ্যম্ভাবী। তবে দাম বৃদ্ধি না করে কেন্দ্র ভর্তুকির রাস্তায় হাঁটে কিনা তা দেখার অপেক্ষায় ছিলেন বাজার বিশেষজ্ঞরা। কিন্তু সে রাস্তায় না হেঁটে ঘুরিয়ে সাধারণ মানুষের উপরই বাড়ল চাপ। একবারে গার্হস্থ্য সিলিন্ডারের দাম বৃদ্ধি হল না ঠিকই। কিন্তু দাম বাড়ল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের। যা ঘুরিয়ে পকেট কাটবে মধ্যবিত্তেরই। তবে শুধুমাত্র LPG না, অন্য জ্বালানির খরচও ক্রমেই বাড়ছে। পেট্রল-ডিজেলের মতো জ্বালানির দাম বৃদ্ধি হচ্ছে প্রায়ই। যার ফলে পকেটে চাপ পড়ছে মধ্যবিত্তের। ডিজেলের দাম বৃদ্ধি হওয়ায় বাড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামও।


from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3pSpKC7
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads