২৩ মিনিটে কেন মাঠ ছেড়েছিলেন অরিন্দম? জানা গেল আসল কারণ https://ift.tt/3o1ob3t - MAS News bengali

২৩ মিনিটে কেন মাঠ ছেড়েছিলেন অরিন্দম? জানা গেল আসল কারণ https://ift.tt/3o1ob3t

এই সময় ডিজিটাল ডেস্ক: কলকাতা ডার্বিতে এটিকে মোহনবাগানের কাছে ৩-০ গোলে পরাস্ত হয়েছে এসসি ইস্টবেঙ্গল। কিন্তু এই ম্যাচ চলাকালীন ঘটে যায় একটি অপ্রীতিকর ঘটনা। বাগানের তৃতীয় গোলের সময় চোট পেয়েছিলেন লাল-হলুদ দূর্গের অতন্দ্র প্রহরী অরিন্দম ভট্টাচার্য। সেকারণে ২৩ মিনিটের মাথায় তিনি মাঠ ছাড়তে বাধ্যও হন। কিন্তু, আপাতত কেমন আছেন অরিন্দম? আগামী ম্যাচে ওড়িশার বিরুদ্ধে আদৌ কি তিনি খেলতে পারবেন? জানা গিয়েছে, ইতিমধ্যেই চোটের জায়গায় স্ক্যান করা হল ইস্টবেঙ্গল গোলকিপার অরিন্দম ভট্টাচার্যের। ডার্বিতে ম্যাচ চলাকালীন চোট পান। তারপর ম্যাচের প্রথম অর্ধেই তাঁকে তুলে নেন কোচ। অরিন্দমের চোট কতটা গুরুত্বপূর্ণ, তা জানা গেলেও এটা যে ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য খারাপ খবর তা বলার অপেক্ষা রাখে না। ক্লাবের তরফ থেকে জানানো হয়েছে, ম্যাচের পর অরিন্দমকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর MRI স্ক্যান করা হয়। তবে চোট কতটা গুরুত্বপূর্ণ তা এখনই বলা যাবে না। রিপোর্ট আসলে তবেই বোঝা যাবে। ডার্বিতে প্রথম ২৩ মিনিটের মাথায় তিনটে গোল খায় ইস্টবেঙ্গল। যারমধ্যে দুটো গোল হয় অরিন্দমের ভুলে। তৃতীয় গোলের সময় তাঁর ভুল আউটিংয়ের সুযোগ নিয়ে গোল করে যান লিস্টন কোলাসো। গতবারের গোল্ডেন গ্লাভস জয়ীর কাছ থেকে এই ধরনের পারফরমেন্স আশা করেননি সমর্থকরা। অরিন্দমের পারফরমেন্স দেখে তাঁর উপর ক্ষোভে ফেটে পড়েন লাল হলুদ জনতা। সোশ্য়াল মিডিয়ায় অরিন্দমের ব্যাপারে বিষেদাগার চলতে থাকে। রানা বিশ্বাস নামে এক ইস্টবেঙ্গল সমর্থক বলেন, ‘শুভম সেনের থেকে গোলকিপিং শেখা উচিত অরিন্দমের।’ অরিন্দমের বদলে শুভম সেনকে না নামালে ১৯৭৫ সালের ৫-০ গোলের রেকর্ড ভেঙে যেতে পারত। তবে অতীত ঘাঁটলে অরিন্দম এর আগে অনেক ম্যাচে বিপক্ষকে আটকে দিয়েছেন। গত মরশুমে তিনি ATK মোহনবাগানের হয়ে সবথেকে বেশি সেভ করে গোল্ডেন গ্লাভস পেয়েছিলেন। এই প্রসঙ্গে এক লাল হলুদ সমর্থক জানান, গত মরশুমে অরিন্দমের গোল্ডেন গ্লাভস পাওয়ার কারণ ওদের কাছে ভালো ডিফেন্ডার ছিল। এবার ইস্টবেঙ্গলের কাছে ভালো ডিফেন্ডার কই। ডার্বির মত ম্যাচে তিন ডিফেন্ডারে খেলানো যে ভুল। তবে অনেক সমর্থক অরিন্দমের পাশে দাঁড়িয়ে বলেছে, খারাপ দিন যেতেই পারে একটা। তবে সেখান থেকে ফিরে আসতে হবে। ম্যাচ চলাকালীন ধারাভাষ্য করার সময় প্রাক্তন ইস্টবেঙ্গল তারকা দেবজিৎ ঘোষ বলেন, ‘অরিন্দমের চোট আছে কি না জানি না। তবে ডার্বির মত ম্যাচে কোনও অজুহাত চলে না। ভুলটা ভুলই।’ ৩-০ ডার্বি হারের পর লাল হলুদ সমর্থকদের একটা পাওনা গোলকিপার শুভম সেন। তিনি বেশ কয়েকটা ভালো গোলের সুযোগ আটকে দেন। আগামী ম্যাচে কোচ কাকে নামান সেইদিকে তাকিয়ে সমর্থকরা।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3187x9p
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads