আন্তর্জাতিক বাজারে তো সস্তা অপরিশোধিত তেল! কলকাতায় কত? https://ift.tt/318wKkg - MAS News bengali

আন্তর্জাতিক বাজারে তো সস্তা অপরিশোধিত তেল! কলকাতায় কত? https://ift.tt/318wKkg

এই সময় ডিজিটাল ডেস্ক: আবারও অপরিবর্তিত রইল পেট্রল-ডিজেলের দাম। এই নিয়ে টানা 25 দিন একই দরে কলকাতা, দিল্লি, মুম্বইতে বিকোচ্ছে জ্বালানি। দীর্ঘদিন জ্বালানির দাম একই থাকা সত্ত্বেও বেশ কিছু প্রশ্নও রয়েছে। তার আগে একনজরে দেখে নেওয়া যাক আজকের পেট্রল-ডিজেলের দর কলকাতায় পেট্রল-ডিজেলের দাম ( in Kolkata) দেশের অন্য বড় শহরগুলির মতো কলকাতাতেও পেট্রল-ডিজেলের দাম গত 25 দিনে পুরোপুরি স্থির রয়েছে। আজ কলকাতাতে লিটার প্রতি পেট্রল বিকোচ্ছে 104 টাকা 67 পয়সা। পাশাপাশি ডিজেলের দর রয়েছে প্রতি লিটারে 89 টাকা 79 পয়সা । দিল্লিতে পেট্রল-ডিজেলের দাম (Petrol in New Delhi) কলকাতার মতো দিল্লিতেও গত 25 দিনে পেট্রল-ডিজেলের দামে হেরফের হয়নি। কিন্তু কলকাতার চেয়ে দিল্লিতে জ্বালানির দাম রয়েছে বেশ কিছুটা কম। তুলনামূলক ভাবে দেখলে পেট্রল-ডিজেল উভয় জ্বালানির দামই রয়েছে কলকাতার থেকে কম। দিল্লিতে প্রতি লিটার পেট্রল বিক্রি হচ্ছে 103 টাকা 97 পয়সা । অন্যদিকে ডিজেলের দর রয়েছে 86 টাকা 67 পয়সা। মুম্বইয়ে পেট্রল (Petrol Diesel Price in Mumbai) মুম্বইয়ে লিটার প্রতি রয়েছে প্রায় 110 টাকা। কেন্দ্র দীপাবলির আগে এক্সাইজ ডিউটিতে ছাড় দেওয়ায় পেট্রলের দাম রয়েছে প্রতি লিটার 109 টাকা 98 পয়সা । অন্যদিকে ডিজেলের দর রয়েছে প্রতি লিটারে 94 টাকা 14 পয়সা। চেন্নাইতে পেট্রল-ডিজেলের দাম (Petrol Diesel Price in Chennai) পেট্রল-ডিজেলের দাম বাড়েনি চেন্নাইতেও। এখানে অবশ্য 25 দিন ধরে জ্বালানির দাম স্থির না থাকলেও গত বেশ কয়েকদিনে পেট্রল-ডিজেলের দামে কোনও নড়নচড়ন হয়নি। দক্ষিণের এই মেট্রো শহরে পেট্রলের দাম রয়েছে প্রতি লিটারে 101 টাকা 40 পয়সা। পাশাপাশি পাশাপাশি ডিজেলের দাম রয়েছে 91 টাকা 43 পয়সা। তবে দাম স্থির থাকা নিয়েও বেশ কিছু প্রশ্ন উঠেছে। ইউরোপের একাধিক দেশে ফের কোভিড শঙ্কা দেখা দেওয়ায় আন্তর্জাতিক বাজারে পড়ছে অপরিশোধিত তেলের দাম। শনিবারে রেকর্ড হারে দামে পতন হয়েছিল আন্তর্জাতিক বাজারে। গত কয়েকদিন দাম সামান্য বা়ড়লেও তা রয়েছে কমই। আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও কেন ভারতে পেট্রল-ডিজেলের দাম সস্তা হচ্ছে না, তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। সোমবারে আন্তর্জাতিক বাজারে তেলের দর রয়েছে তুলনামূলক সস্তাই। ব্রেন্ট ক্রুড অয়েলের দাম রয়েছে প্রতি ব্যারেল প্রতি 75.76 ডলার। WTI ক্রুড অয়েলের দাম রয়েছে প্রতি ব্যারেল প্রতি 71.59 ডলার।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3lgKgsY
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads