বিজেপির চাপে নতি স্বীকার, অন্তর্বাসে মঙ্গলসূত্রের বিজ্ঞাপন প্রত্যাহার সব্যসাচীর https://ift.tt/3brhGQr - MAS News bengali

বিজেপির চাপে নতি স্বীকার, অন্তর্বাসে মঙ্গলসূত্রের বিজ্ঞাপন প্রত্যাহার সব্যসাচীর https://ift.tt/3brhGQr

এই সময় ডিজিটাল ডেস্ক: শেষ পর্যন্ত ফ্যাব ইন্ডিয়া (Fab India) এবং ডাবরের (Dabur) পথেই হাঁটলেন ()। মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর হুঁশয়ারির পরই অন্তর্বাসে মঙ্গলসূত্রের 'বিতর্কিত' বিজ্ঞাপন তুলে নিলেন জনপ্রিয় এই ফ্যাশন ডিজাইনার। নিজের ইনস্টাগ্রামে একটি বিবৃতি দিয়ে সব্যসাচী লেখেন, 'আমাদের বহুমুখী ঐতিহ্য এবং সংস্কৃতির প্রেক্ষাপটে দাঁড়িয়ে মঙ্গলসূত্রের এই বিজ্ঞাপন নারী ক্ষমতায়নের প্রচার ছিল। আমরা গভীরভাবে দুঃখিত যে এই বিজ্ঞাপন সমাজের একাংশের ভাবাবেগে আঘাত করেছে। ফলে এই বিজ্ঞাপন আমরা প্রত্যাহার করে নিচ্ছি।' প্রসঙ্গত, নিজের নয়া কালেকশন লঞ্চ করে মহা বিপাকে পড়েন সব্যসাচী। ইনস্টাগ্রামে সেই কালেকশনের বিজ্ঞাপন সব্যসাচী শেয়ার করতেই নেটপাড়ায় তুমুল বিতর্ক। বিতর্কের কারণ, বিজ্ঞাপনে মডেলের পরনে কালো ব্রা। অন্তর্বাস পরিহিতা মডেলের গলাতেই সেলেব ডিজাইনারের ডিজাইন করা মঙ্গলসূত্র (Mangalsutra)। বিজ্ঞাপনে দেখানো হয়েছে অন্তর্বাসেই পুরুষের বুকে মাথা রেখে দাঁড়িয়ে আছেন মডেল। আরেকটি বিজ্ঞাপনী ফটোশ্যুটে দেখা যাচ্ছে পুরুষ মডেলের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছেন এক মহিলা। তাঁর গলায় সব্যসাচীর নয়া কালেকশন। বিজ্ঞাপনটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই হিন্দু ধর্মাবলম্বী একাংশের রোষের মুখে পড়েন ডিজাইনার। একাধিক নেটিজেনের তরফে বিজ্ঞাপনটির প্রসংশা করা হলেও একাধারে আক্রমণের শিকার হন সব্যসাচী। অন্তর্বাস পরিহিত মডেলের গলায় মঙ্গলসূত্রের মতো পবিত্র বস্তু কেন থাকবে, এই নিয়ে ডিজাইনারকে তুলোধনা করেন নেটপাড়ার একাংশ। বিতর্ক চরমে ওঠে যখন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র সব্যসাচীকে আলটিমেটাম দেন। তিনি বলেন, 'এই বিজ্ঞাপন অস্বস্তিকর এবং অশালীন।' বিবাহিত মহিলাদের অন্যতম পরিচিতি এই মঙ্গলসূত্র নিয়ে ছেলেখেলা করা হয়েছে বলেও তকমা সাঁটিয়ে দেন তিনি। পাশাপাশি কার্যত হুঁশিয়ারির সুরে বলেন, '২৪ ঘণ্টার মধ্যে এই বিজ্ঞাপন প্রত্যাহার না করা হলে ফ্যাশন ডিজাইনারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।' উল্লেখ্য, করবা চৌথ উপলক্ষ্যে ডাবরের লেটেস্ট বিজ্ঞাপন ঘিরে শুরু হয়েছিল জোর চর্চা। একটি সমকামী যুগলকে করবা চৌথের রীতি পালন করার বিজ্ঞাপন দেখে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছিল নেটপাড়ায়। অধিকাংশ সোশ্যাল মিডিয়ায় ব্যবহারকারী ডাবরের এই ছক ভাঙা বিজ্ঞাপনকে পছন্দ করলেও আক্রমণ শানিয়েছিলেন বেশ কিছু মানুষ। হিন্দুদের অনুষ্ঠান, সংস্কৃতিতে লেসবিয়ানদের দেখানোয় ধর্মীয় ভাবাবেগে আঘাত আনার অভিযোগ তুলেছিলেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী। আর তারপরই তড়িঘড়ি নিজেদের বিজ্ঞাপনটি তুলে নেয় ডাবর।


from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3bqZWo6
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads