'মোদী ভারতের অলঙ্কার', গ্লাসগোয় পৌঁছতেই প্রধানমন্ত্রীকে ঘিরে উচ্ছাস ভারতীয়দের https://ift.tt/2ZDs8BJ - MAS News bengali

'মোদী ভারতের অলঙ্কার', গ্লাসগোয় পৌঁছতেই প্রধানমন্ত্রীকে ঘিরে উচ্ছাস ভারতীয়দের https://ift.tt/2ZDs8BJ

এই সময় ডিজিটাল ডেস্ক: COP26 সামিটে অংশগ্রহণে সোমবার স্কটল্যান্ডের গ্লাসগোয় পৌঁছলেন PM Narendra Modi। কংগ্রেস অফ পার্টিজ অর্থাৎ COP26-এ অংশ নিতে গ্লাসগোয় নামতেই ইটালির মতোই উষ্ণ অর্ভ্যথনায় ভেসে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংবাদ সংস্থা সূত্রে খবর, সেখানে উপস্থিত প্রবাসী ভারতীয়রা গান গেয়ে মোদীকে স্বাগত জানান। তারা বলেন, 'মোদী ভারতের অলঙ্কার।' বিমানবন্দরেই অপেক্ষারত প্রবাসী ভারতীয়রা ত্রিরঙা নিয়ে স্বাগত জানান প্রধানমন্ত্রীকে। মোদীকে দেখা মাত্রই হাততালি, গানে ফেটে পড়ে উচ্ছ্বসিত জনতা। 'ভারত মাতা কী জয়' স্লোগানের সঙ্গে চলে গানও। 'মোদীজী কা ক্যায়া কহেনা, মোদী ভারত কা গহেনা...'। প্রবাসী ভারতীয়দের সঙ্গে এদিন কথাও বলতে দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। G-20 Summit-এর পর তিনদিনের ইটালি সফর সেরে এবার গ্লাসগোয় প্রধানমন্ত্রী। ২০১৫-এর সালের প্যারিস জলবায়ু চুক্তি বাস্তবায়নের দিকে বিশ্বের দেশগুলি কতটা এগোল তা নিয়ে ফের রিভিউ বৈঠকে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। রবিবার থেকেই গ্লাসগোয় শুরু হয়েছে COP26-এর পরিবেশ সম্মেলন। এরা আগে রোমের ভ্যাটিকানে পোপের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।রোম সফরের দ্বিতীয় দিনেই নির্ধারিত কর্মসূচি অনুযায়ী Pope Francis-এর সঙ্গে দেখা করতে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রী নিজেই জানিয়েছেন, বিভিন্ন বিষয়ে পোপের সঙ্গে আলোচনা হয়েছে তাঁর। পোপ ফ্রান্সিসকে ভারতে আমন্ত্রণও জানিয়েছেন মোদী। একথা নিজেই টুইটে জানান তিনি। ১৯৯৯ সালে অটলবিহারী বাজপেয়ীর পর পঞ্চম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে রোমান ক্যাথলিক শীর্ষ ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ মোদীর। G20 Summit-এ অংশ গ্রহণের জন্য শুক্রবারই রোমে যান প্রধানমন্ত্রী। ইতালির প্রধানমন্ত্রী Mario Draghi-এর আমন্ত্রণেই ভ্যাটিকানে যান প্রধানমন্ত্রী।ভ্যাটিকানে সাদর অভ্যর্থনা জানানো হয় সহ বাকি ভারতীয় প্রতিনিধিদের। এদিন নরেন্দ্র মোদীর সঙ্গে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা Ajit Doval এবং External Affairs Minister Dr S Jaishankar। বৈঠকের জন্য ২০ মিনিট সময় ধার্য হলেও পোপ ফ্রান্সিস ও মোদীর আলোচনায় পেরিয়ে যায় ঘণ্টাখানেকেরও বেশি সময়। পোপের সঙ্গে আলোচনার তালিকায় ছিল দারিদ্র্য দূরীকরণ এবং জলবায়ু পরিবর্তন সহ একাধিক বিষয়।


from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3CxQBqz
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads