'বড় স্বপ্ন দেখ, পরীক্ষা-নিরীক্ষা করতে ভয় পেও না', সমাবর্তনে পড়ুয়াদের পরামর্শ বিনীত জৈনের https://ift.tt/3Atw8lr - MAS News bengali

'বড় স্বপ্ন দেখ, পরীক্ষা-নিরীক্ষা করতে ভয় পেও না', সমাবর্তনে পড়ুয়াদের পরামর্শ বিনীত জৈনের https://ift.tt/3Atw8lr

এই সময় ডিজিটাল ডেস্ক: রবিবার মহা সমারোহে অনুষ্ঠিত হল বেনেট ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তন। তবে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে পুরো অনুষ্ঠানটিই আয়োজিত হল ভার্চুয়াল মোডে। এই সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। অনুষ্ঠানের সূচনা করেন বিশ্ববিদ্যালয়ের আচার্য ()। সমাবর্তন অনুষ্ঠানে কয়েক হাজার দর্শক ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পড়ুয়াদের উদ্দ্যেশ্যে আচার্য বিনীত জৈন বলেন, ‘ছাত্রছাত্রীরা মাথায় রেখো পরিশ্রমের কোনও বিকল্প হয় না। তাই পরিশ্রম করো। বড় স্বপ্ন দেখো। পরীক্ষা-নিরীক্ষা করতে ভয় পেও না। ব্যর্থতায় ভেঙে পড়ো না। বরং আত্ম সমালোচনা করো। ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাও।’ পাশাপাশি নতুন গ্র্যাজুয়েট হওয়া পড়ুয়াদের অভিনন্দনও জানান তিনি। এটাই যে পেশাদারিত্বের শুরু তাও মনে করিয়ে দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আচার্য। নিজ নিজ ক্ষেত্রে সকল পড়ুয়ার সাফল্য কামনা করেছেন বিনীত জৈন। উপাচার্য ড. প্রভু আগরওয়াল এদিন সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের অ্যানুয়াল রিপোর্ট উপস্থাপন করেন। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের আচার্য বিনীত জৈন ২০১৬ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ে প্রাণ প্রতিষ্ঠা করেছেন এবং নিজের চিন্তা ও কাজ দিয়ে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে চলেছেন। পাশাপাশি তিনি বলেন, বর্তমানে এই প্রতিষ্ঠানে চারটি ভিন্ন ধারার স্কুল রয়েছে। প্রায় ১৫০-র বেশি অধ্যাপক তিন হাজারের বেশি শিক্ষার্থীকে পড়ানোর কাজ করছে বলে জানিয়েছেন তিনি। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শিক্ষার আঙিনায় বেনেট বিশ্ববিদ্যালয়ের অবদান নিয়ে প্রশংসা করেন তিনি। এ দিনের অনুষ্ঠানে বায়ো টেকনজিতে অসাধারণ ভূমিকার জন্য সাম্মানিক ডক্টর অফ ফিলোজফি ডিগ্রি দেওয়া হয় বায়ো-কনের প্রতিষ্ঠাতা কিরণ মজুমদার শ-কে। এদিন 'গেস্ট অফ অনার' হিসেবে উপস্থিত ছিলেন তিনি।


from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3lK0j3q
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads