সাপ্তাহিক রাশিফল: আর্থিক সমস্যা মিথুনের, সুনাম বৃদ্ধি কর্কটের! জেনে নিন সবার ভাগ্য https://ift.tt/3CrIFYd - MAS News bengali

সাপ্তাহিক রাশিফল: আর্থিক সমস্যা মিথুনের, সুনাম বৃদ্ধি কর্কটের! জেনে নিন সবার ভাগ্য https://ift.tt/3CrIFYd

এই সময় অ্যাস্ট্রো ডেস্ক: সোমবার ৯ অগাস্ট থেকে শুরু হল আরও একটি সপ্তাহ। ৯ - ১৫ অগাস্ট পর্যন্ত এই সপ্তাহটি চলবে। এই সপ্তাহে উল্লেখযোগ্য দিন হিসেবে রয়েছে মহরম এবং স্বাধীনতা দিবস। এই সময় মেষ থেকে মীন, রাশিচক্রের ১২টি রাশির এই সপ্তাহটা কেমন কাটবে তা নিয়েই এবার আলোচনা করব আমরা। এই সপ্তাহের টোটকা: প্রত্যেকদিন স্নানের জলে নুন ও গোলাপজল মিশিয়ে স্নান করলে মনের মধ্যে সব সময় পজিটিভ চিন্তা-ভাবনা আসবে। মেষ রাশি কর্মে ব্যস্ততা বৃদ্ধি। যোগ্য ক্ষেত্রে হঠাৎ বিয়ের যোগাযোগ। রান্নার হাত আরও ভালো হবে। সম্পত্তিগত শুভ। কোনও নতুন সম্পত্তি প্রাপ্তি। সন্তানের সাফল্যে গর্ববোধ। যোগ্য ক্ষেত্রে সন্তানলাভ। দীর্ঘদিনের আটকে থাকা কাজ হয়ে যাবে। তৃতীয় পক্ষের উপস্থিতির জন্য দাম্পত্যে ভুল-বোঝাবুঝি। কর্মক্ষেত্রে সাফল্য লাভ ও পদোন্নতি। কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা। ছাত্র-ছাত্রীদের শুভ। স্বামী-স্ত্রীর মধ্যে ছোটখাটো ভুলত্রুটি থাকলেও মিটে যাবে। চর্মরোগ ও যৌন রোগে কষ্ট লাভ। বৃষ রাশি কোনও আনন্দ অনুষ্ঠান অতিথি সমাগম। শিল্পীদের আর্থিক শুভ। ডাক্তারবাবু, নার্সিংহোম, ওষুধ ব্যবসায় লাভ। প্রত্যাশা মাফিক পাওনা অর্থ উদ্ধার। বাবার সঙ্গে সম্পর্কের উন্নতি। স্বামী স্ত্রীর মধুর সম্পর্ক। প্রেমে ভুল বোঝাবুঝি। রন্ধনশিল্পীদের শুভ। আপনার আদর্শে অনুপ্রাণিত হবে অন্য লোকে। রাজনীতিতেও শুভ। গৃহে ধর্মীয় অনুষ্ঠানে অতিথি সমাগম। মায়ের শরীর চিন্তার কারণ হতে পারে। বেকারদের চাকরি মিলতে পারে। সাবধান, কোনও আত্মীয়ের ব্যবহারে মনোকষ্ট পাবেন। পুরনো সমস্যার সমাধান। পুরনো রোগ থেকে মুক্তি। মিথুন রাশি মামলা-মোকদ্দমা এড়িয়ে চলুন। যে কোনও সমস্যায় পরিবারের লোকজনদের সহায়তা লাভ। উকিলবাবুদের শুভ ফল। আর্থিক উন্নতি কিন্তু বেহিসেবি খরচ বা খুব দামী কিছু কেনার জন্য হঠাৎ আর্থিক সমস্যা দেখা দিতে পারে। কর্মস্থলে কর্মচারীদের নিয়ে কোনও সমস্যা থাকতে পারে। বেকারদের অস্থায়ী চাকরি লাভ। মিশ্র শুভ ফল তবে মনোযোগী হলে নিশ্চয়ই সাফল্য পাবেন। স্বামী স্ত্রীর ভুল বোঝাবুঝি মিটে যাবে। শেয়ার ব্যবসায় ক্ষতির আশঙ্কা। শত্রুতা বৃদ্ধি কিন্তু কিছুই করতে পারবে না। বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে। চোখ ও চর্মরোগে কষ্ট পাবেন। কর্কট রাশি জনহিতকর কাজে সাফল্য। সুনাম বৃদ্ধি। রাজনীতিতে শুভ। সাংবাদিকদের সাফল্য লাভ। ব্যবসায় লাভ। মাঝেমধ্যে একটু একাকীত্ব অনুভব করবেন। পড়ে গিয়ে আঘাত পেতে পারেন। যানবাহন সাবধানে চালান। কর্ম ব্যস্ততা বৃদ্ধি। অর্থলাভ। পাওনা অর্থ উদ্ধার। আর্থিক শুভ। ব্যবসায়ে শ্রীবৃদ্ধি। স্বামী স্ত্রীর মধুর সম্পর্ক বজায় থাকবে। সন্তানের সাফল্যে আনন্দলাভ। তীর্থস্থান দর্শনে যেতে পারেন। ইউরিনাল ইনফেকশন বা হাঁটুর ব্যথায় কষ্ট পাবেন। প্রেম সুপারহিট। আপনার শত্রুরা পরাজিত হবে। কোনও মনোরম স্থান সপরিবারে ভ্রমণযোগ। কোনও হোটেল বা রেস্তোঁরায় খেতে যাওয়ার যোগ। উপহার প্রাপ্তি। সিংহ রাশি নিকটাত্মীয় সঙ্গে মনোমালিন্য তবে সপ্তাহের মাঝখান থেকে শুভ। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য। খেলোয়াড়দের শুভ। গৃহে শুভ অনুষ্ঠান। স্বামী বা স্ত্রীর জন্য মানসিক কষ্ট। তীর্থভ্রমণ বা ধর্মীয় স্থান দর্শনে আনন্দলাভ। হওয়া কাজ শেষ মুহূর্তে আটকে যাওয়ায় কষ্ট। যে কোনও ধরনের বেআইনি কাজ এড়িয়ে চলুন। পরিশ্রমের দ্বারা কর্মক্ষেত্রে সাফল্য ও বসের প্রশংসা প্রাপ্তি। ব্যবসায় মধ্যম লাভ। ছাত্র-ছাত্রীদের শুভ। প্রেমে ভুল-বোঝাবুঝি। পেট সংক্রমণ হতে পারে। নতুন গৃহ বা যানবাহন কেনার ইচ্ছে হবে। কন্যা রাশি কর্মে সাফল্য। উপহার প্রাপ্তি। কর্মক্ষেত্রে প্রশংসা প্রাপ্তি। সঙ্গীতশিল্পীদের শুভ। গান-বাজনায় আগ্রহ বৃদ্ধি ও সংস্কারের যোগ। ইন্টেরিয়র ডেকরেশন, ফ্যাশন ডিজাইনিংয়ে সাফল্য। সপ্তাহের মাঝখানটা একটু অসুবিধাজনক। মনোযোগের অভাব যার জন্য কর্মে ব্যাঘাত ও লেখাপড়ায় ক্ষতি। অসন্তোষ বৃদ্ধি। পারিবারিক জীবনে আত্মীয়দের সঙ্গে ভুল বোঝাবুঝি। ধর্মীয় স্থান দর্শনে মানসিক শান্তি। শরীরের দিকে বিশেষ যত্ন নিন। বিশেষত ইএনটি সমস্যায় ভুগতে পারেন। প্রেমিক-প্রেমিকার মধ্যে হালকা মতভেদ হতে পারে। তুলা রাশি পরিশ্রম বৃদ্ধি। পরিশ্রমের দ্বারা কর্মে সাফল্য। সন্তানের মতিগতি চিন্তার বিষয় হতে পারে। স্বামী বা স্ত্রীর স্বাস্থ্য নিয়ে চিন্তা। রাজনীতিতে সাফল্য। কোনও হোটেল বা রেস্তোরাঁয় খেতে যাওয়ার যোগ। গৃহে আনন্দ অনুষ্ঠান। ধর্মীয় স্থান দর্শনে মানসিক আনন্দ। বিপদে বন্ধুদের সহায়তা লাভ। ছাত্র-ছাত্রীদের শুভ ফল। গুরুজন স্থানীয় ব্যক্তির হঠাৎ শরীর খারাপ। প্রেমিক প্রেমিকার এক মধুর সপ্তাহ। কর্মক্ষেত্রে সাফল্য। পার্টনারশিপ ব্যবসায় লাভ। যানবাহন সাবধানে চালান ।দাঁত ও রক্ত সম্পর্কীয় অসপখ থেকে ভোগান্তি। তবে ভাগ্য আপনার সঙ্গেই থাকবে। বৃশ্চিক রাশি খরচা বৃদ্ধি। কোনও আনন্দ অনুষ্ঠানে যোগদান। কাউকে উপহার প্রদান। বাদামি কিছু জিনিস কেনার জন্য খরচা বৃদ্ধি। কর্মসূচিতে ভ্রমণযোগ। কোনও দীর্ঘদিনের আটকে থাকা কাজ হয়ে যাবে। কেউ আপনার অজান্তে ঢোকার চেষ্টা করতে পারে। সাবধানে থাকুন। গৃহে ধর্মীয় অনুষ্ঠানে কোনও আত্মীয়র ব্যবহারে কষ্ট পাবেন। রাজনীতিতে শুভ। কোনও সভামঞ্চে বক্তৃতায় সম্মান লাভ। আর্থিক শুভ। পাওনা অর্থ উদ্ধার। আপনার আন্তরিক ব্যবহারে প্রতিবেশীরাও খুশি থাকবেন। চর্মরোগে কষ্ট পাবেন। ধনু রাশি স্বাস্থ্যের যত্ন নিন। অনিয়মিত জীবনযাপনে ক্ষতি। খাবার-দাবার বুঝে না খেলে একাধিক শারীরিক সমস্যা বিশেষত পেটের গোলমাল ভোগাবে। হাঁটুর সমস্যায় কষ্ট। প্রেমের জন্য সাংসারিক কাজে অমনোযোগিতা। লেখাপড়ায় বিঘ্ন। সন্তানের শিক্ষা নিয়ে চিন্তা বৃদ্ধি। কর্মসূচিতে ভ্রমণযোগ। আলসেমির জন্য হাতে আসা সুযোগ কাজে লাগাতে পারবেন না। সপ্তাহের শেষে খরচা বৃদ্ধির জন্য আর্থিক কষ্ট। কোনও নিকটজনের ব্যবহারে কষ্ট। পাওনা অর্থ উদ্ধার। ছাত্র-ছাত্রীদের শুভ মিশ্র ফল। ব্যবসায়ী, শিক্ষকদের, পুলিশ, মিলিটারিদের কাজের চাপ বৃদ্ধি। মকর রাশি যানবাহন সাবধানে চালাবেন। রাস্তাঘাট দেখে পার হবেন, নয়তো বিপদের সম্ভাবনা। গাড়ির কাগজপত্র দেখে নিন। মূল্যবান দ্রব্যাদি সাবধানে রাখুন। নিকটজনের সঙ্গে ভুল বোঝাবুঝি। প্রেমে ঝামেলা। শিক্ষকতার সঙ্গে যুক্ত ব্যক্তিদের শুভ। ইউরিন ইনফেকশন থেকে কষ্ট। জায়গা জমির কারবারে বা প্রোমোটারি ব্যবসায় লাভ। ভাই বোনের সঙ্গে ভুল বোঝাবুঝি। ছাত্র-ছাত্রীদের ক্ষতি। ব্যবসায় বাড়তি মূলধন বিনিয়োগ না করাই ভালো। কর্মক্ষেত্রে শত্রুতা বৃদ্ধি। স্বামী স্ত্রীর ভুল বোঝাবুঝি। রক্তসম্পর্কীয় অসুখে কষ্ট লাভ। কুম্ভ রাশি মূল্যবান দ্রব্য সাবধানে রাখুন। সম্পত্তি রক্ষণাবেক্ষণে মনোযোগী হন। চুরি বা পকেটেমারিতে ক্ষতি। কোনও প্রয়োজনীয় জিনিস দরকারের সময় খুঁজে পাবেন না। উপহার প্রাপ্তি। ব্যবসায় শুভ। রাজনৈতিক মতপার্থক্য বা বিভাগ এড়িয়ে চলুন। খরচা বৃদ্ধি। কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি। ভোগ বিলাসিতায় বন্ধু-বান্ধবসহ আনন্দলাভ। কোনও হোটেল বা রেস্তোরাঁয় খেতে যাওয়ার যোগ। দুস্থ ব্যক্তিকে সাহায্য দান। ছাত্র-ছাত্রীদের আরও মনোযোগী হতে হবে। ব্যবসায় ব্যস্ততা বৃদ্ধি। কর্মচারী সংক্রান্ত সমস্যা আসতে পারে। বিপদের স্বামী বা স্ত্রীর সাহায্যপ্রার্থীবন্ধুরাও খুব মনোযোগী হবেন। শিক্ষক ডাক্তারদের শুভ। কোনও গুরুজনস্থানীয় ব্যক্তির স্বাস্থ্যহানিতে মানসিক চিন্তা। যানবাহন সাবধানে চালান। গাড়ির কাগজপত্র ঠিক করে দেখে নিন। মীন রাশি সৎসঙ্গে আনন্দলাভ। প্রিয়জনের দুঃসংবাদে মানসিক কষ্ট বা প্রিয়জনের স্বাস্থ্য নিয়ে চিন্তা। বিপদে বন্ধুরা সহায়ক হবে। যে কোনও কাজ একবারের জায়গায় দুইবার ভেবে করুন। পাওনা অর্থ আংশিক উদ্ধার। যানবাহন সাবধানে চালান। দুস্থ ব্যক্তিকে সাহায্য করে মানসিক আনন্দলাভ। প্রেমিক-প্রেমিকার ভুল বোঝাবুঝির সম্ভাবনা। ভাই-বোনের স্বাস্থ্য নিয়ে চিন্তা। ছাত্র-ছাত্রীর শুভ ফল। ব্যবসায়ে ক্ষতির সম্ভাবনা, সাবধানে থাকুন। কর্মক্ষেত্রে ব্যস্ততা বৃদ্ধি। বেকারদের কাজের যোগাযোগ। রক্ত সম্পর্কীয় ও ইউরিনাল সমস্যা আসতে পারে


from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/2VFV1vb
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads