তৃতীয় ঢেউয়ের ভ্রুকুটির মাঝেই দেশে ফের দৈনিক আক্রান্ত ৪০ হাজার https://ift.tt/37bNwyi - MAS News bengali

তৃতীয় ঢেউয়ের ভ্রুকুটির মাঝেই দেশে ফের দৈনিক আক্রান্ত ৪০ হাজার https://ift.tt/37bNwyi

এই সময় ডিজিটাল ডেস্ক: রবিবারের রিপোর্টের তুলনায় সোমবারের প্রকাশিত রিপোর্টে একটু নামল সংক্রমণ। সোমবার সকালে সামনে আসা, কেন্দ্রের রিপোর্ট মোতাবেক, শেষ ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ১৩৪ জন। এই সময়ের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৩৬ হাজার ৯৪৬ জন। শেষ ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪২২ জনের। গতকালের রিপোর্টের নিরিখে এদিন সংক্রমণ কিছুটা কমেছে। পাশাপাশি কমেছে মৃত্যু সংখ্যাও। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট মোতাবেক, দেশে মোট করোনা আক্রান্ত হয়েছেন এমন মানুষের সংখ্য়া ৩ কোটি ১৬ লাখ ৯৫ হাজার ৯৫৮। এরমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ৮ লাখ ৫৭ হাজার ৪৬৭ জন। দেশে করোনার জেরে মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ২৪ হাজার ৭৭৩ জনের। দেশে এই মুহূর্তে করোনার অ্য়াক্টিভ আক্রান্তের সংখ্যা রয়েছে ৪ লাখ ১৩ হাজার ৭১৮। করোনার তৃতীয় ঢেউ রুখতে এখন ভ্যাকসিনকেই পাখির চোখ করছে সকলে। রিপোর্ট মোতাবেক সোমবার সকাল পর্যন্ত দেশে ভ্য়াকসিন নেওয়া মানুষের সংখ্যা ৪৭ কোটি ২২ লাখ ২৩ হাজার ৬৩৯ জন। এরমধ্যে শেষ ২৪ ঘণ্টায় ভ্যাকসিন নিয়েছেন ১৭ লাখ ৬ হাজার ৫৯৮ জন। বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন, অগস্টে ফের একবার ঊর্ধ্বমুখী হবে করোনার গ্রাফ। এক থেকে দেড় লাখ মানুষ প্রতিদিন আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবাবেই হানা দেবে করোনার তৃতীয় ঢেউ (Third wave)! হায়দরাবাদ IIT-র গবেষক মাথুকুমাল্লি বিদ্যাসাগর এবং IIT কানপুরের মনীন্দ্র আগরওয়াল জানাচ্ছেন, তৃতীয় ঢেউয় শিখর ছোঁবে আগামী অক্টোবরে। অন্যদিকে নতুন করে উদ্বেগের কথা শুনিয়েছেন AIIMS-এর প্রধান রণদীপ গুলেরিয়া। তিনি জানিয়েছেন, দেশে করোনার 'আর ভ্যালু' বাড়ছে। যা অত্যন্ত চিন্তার কারণ। তিনি জানিয়েছেন, প্রথমে দেশে করোনার 'আর ভ্যালু' ছিল ০.৯৬ যা এখন বেড়ে দাঁড়িয়েছে ১। আর এই বৃদ্ধিই চিন্তার অন্যতম কারণ। অর্থাৎ একজন ব্যক্তির থেকে অন্যজনের মধ্যে করোনা সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা অনেক বাড়ছে। এই সংকট থেকে মুক্তি পাওয়ার জন্য তিনটি 'T'-র প্রসঙ্গ উল্লেখ করেন তিনি- টেস্ট (পরীক্ষা করা), ট্র্যাক (চিহ্নিত করা) এবং ট্রিট (চিকিৎসা করা)।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3iitvMV
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads