চলতি মাসেই করোনার তৃতীয় ঢেউ! শিখর ছোঁবে পুজোর সময়!! https://ift.tt/3xcUkX2 - MAS News bengali

চলতি মাসেই করোনার তৃতীয় ঢেউ! শিখর ছোঁবে পুজোর সময়!! https://ift.tt/3xcUkX2

এই সময় ডিজিটাল ডেস্ক: চলতি মাসেই ধেয়ে আসছে করোনার তৃতীয় ঢেউ ()! এমনটাই আশঙ্কা প্রকাশ করেছেন গবেষকরা। তাঁরা জানাচ্ছেন, অগাস্ট মাসে ফের একবার ঊর্ধ্বমুখী হবে করোনার গ্রাফ। এক থেকে দেড় লাখ মানুষ প্রতিদিন আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, হায়দরাবাদ IIT-র গবেষক মাথুকুমাল্লি বিদ্যাসাগর এবং IIT কানপুরের মনীন্দ্র আগরওয়াল জানাচ্ছেন, তৃতীয় ঢেউয় শিখর ছোঁবে আগামী অক্টোবরে। মাথুকুমাল্লি বিদ্যাসাগরের মতে কেরালা এবং মহারাষ্ট্রে ফের নতুন করে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এটাই তৃতীয় ঢেউয়ের প্রথম লক্ষণ বলে মনে করছেন তিনি। দ্বিতীয় ঢেউয়ের মতো ভয়ংকর হবে এবারের পরিস্থিতিও। এবারেও চার লাখের কাছাকাছি পৌঁছতে পারে দৈনিক সংক্রমণ। গাণিতিক মডেলের উপর ভর করেই এই হিসেব দিচ্ছেন গবেষকরা। মাথুকুমাল্লি বিদ্যাসাগর আরও বলেন, 'আর কয়েকদিনের মধ্যেই তৃতীয় ঢেউ শুরু হয়ে যাবে দেশে। এক সপ্তাহ আগেও এই অনুমান করা সম্ভব হয়নি। কিন্তু, মহামারী দ্রুত তার গতিবিধি বদলাচ্ছে।' নিয়ে দেশবাসীকে সতর্ক করেছেন AIIMS-এর ডিরেক্টর রণদীপ গুলেরিয়া। তিনি জানিয়েছেন, লকডাউন সম্পর্কিত বিধিনিষেধে শিথিলতা এবং করোনার ডেল্টা ভ্যারিয়্যান্ট, এই দুই কারণের জন্য তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে। টিকা নেওয়ার বিষয়ে বিশেষ জোর দিয়েছেন AIIMS-এর ডিরেক্টর। তিনি জানিয়েছেন, অন্যান্য যেসব দেশে করোনার তৃতীয় ঢেউ শুরু হয়ে গিয়েছে সেখানে দেখা যাচ্ছে যাঁদের শরীরে টিকা রয়েছে তাঁদের কয়েকজন করোনায় আক্রান্ত হলেও তাঁদের হাসপাতালে ভর্তি করতে হচ্ছে না। এরফলে এটা স্পষ্ট যে কাজ করছে কোভিড টিকা। পাশাপাশি কোভ্যাক্সিন, কোভিশিল্ড এবং স্পুটনিক ভি-এর পাশাপাশি আরও একাধিক টিকা শীঘ্রই পাওয়া যাবে ভারতে, এমনই ইঙ্গিত দিয়েছেন রণদীপ গুলারিয়া। এদিকে, দরজায় কড়া নাড়ছে করোনার তৃতীয় ঢেউ, সম্প্রতি এমনই বার্তা দিয়েছিল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (IMA)। কিন্তু ভারতে ইতিমধ্যেই হয়তো আছড়ে পড়েছে, এবার এমনই চাঞ্চল্যকর দাবি জানালেন এক বর্ষীয়ান পদার্থবিদ(Physicist)। হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সহ উপাচার্য ড. বিপিন শ্রীবাস্তব জানিয়েছেন, ভারতে ৪ জুলাই থেকেই হয়তো শুরু হয়ে গিয়েছে করোনার 'থার্ড ওয়েভ'। বিগত ৪৬৩ দিনে ভারতে সংক্রমণের একটি গ্রাফ তৈরি করেছেন এই বিশেষজ্ঞ। তিনি বলেন, 'ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে দেশে দৈনিক মৃত্যুর (Daily Death Load) পরিসংখ্যান নেমেছিল ১০০ বা তারও নীচে। এরপরেই অনেকে মনে করেছিলেন করোনার প্রকোপ শেষ। কিন্তু তারপরেই আছড়ে পড়েছিল করোনার তৃতীয় ঢেউ। একইরকম বিষয় দেখা গিয়েছে ৪ জুলাই থেকেও।'


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/37bLtu6
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads