অভিষেক পৌঁছনোর আগেই উত্তপ্ত ত্রিপুরা, ছেঁড়া হল তৃণমূলের ফ্লেক্স-পোস্টার https://ift.tt/3ijayts - MAS News bengali

অভিষেক পৌঁছনোর আগেই উত্তপ্ত ত্রিপুরা, ছেঁড়া হল তৃণমূলের ফ্লেক্স-পোস্টার https://ift.tt/3ijayts

এই সময় ডিজিটাল ডেস্ক: ত্রিপুরায় 'যুবরাজের অভিষেক' হওয়ার আগেই উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি। মধ্যরাতে তৃণমূলের ফ্লেক্স-পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল। অভিযোগের আঙুল সে রাজ্যের শাসকদল BJP-র দিকে। দলীয় কর্মীদের মনোবল ভাঙতেই এমন কাজ বলে মনে করছে তৃণমূল। ইতিমধ্যেই ত্রিপুরার উদ্দেশ্যে রওনা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ()। পূর্বঘোষিত সূচি অনুযায়ী, সোমবার বেলা ১১টা নাগাদ ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিয়ে সফর শুরু করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২০ মাস বাদে বিধানসভা ভোট ত্রিপুরায়। সেইদিকেই টার্গেট করে এই সফর শুরু করছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিয়ে আবার আগরতলায় ফিরবেন তিনি। এরপর বিকেল সাড়ে ৩টে নাগাদ সাংবাদিক সম্মেলন করবেন অভিষেক। সাংগঠনিক বিষয়ে রাজ্য নেতৃত্বের সঙ্গে আলোচনা করবেন। অভিষেকের পাশাপাশি আগরতলায় আসছেন বাংলার দুই মন্ত্রী ব্রাত্য বসু, মলয় ঘটক এবং শ্রমিক সংগঠনের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে ত্রিপুরায় রয়েছেন দেবাংশু ভট্টাচার্য, জয়া দত্ত, সুদীপ রাহার মতো TMCP-র তরুণ সদস্যরা। সূত্রের খবর, এদিন সন্ধেবেলাই কলকাতা ফিরে আসবেন অভিষেক। ইতিমধ্যেই ত্রিপুরয়া ভাইরাল হয়েছে ‘ত্রিপুরা কইতাসে মমতাদিদি আইতাসে’ গানটি। গানের তালে তালেই বহু সংখ্যক ছাত্র-যুবদের এদিন অভিষেকের উপস্থিতিতে তৃণমূলে যোগদান কর্মসূচিও রয়েছে বলে খবর। অভিষেক বরণে প্রস্তুত আগরতলা। বিমানবন্দর থেকে ২২ মিনিটের রাস্তায় অভিষেককে স্বাগত জানাতে ফ্লেক্স, ব্যানার, পোস্টারে ছয়লাপ।‘ত্রিপুরা দিদিকেই চায়’ ফ্লেক্সে হাত জোড় করে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখা যাচ্ছিল। আর এইরকম একাধিক ফ্লেক্স-পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3j9A97y
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads