অন্ধ্রপ্রদেশে ৩০০ সারমেয়কে বিষ খাইয়ে খুনের অভিযোগ https://ift.tt/2TOXdzN - MAS News bengali

অন্ধ্রপ্রদেশে ৩০০ সারমেয়কে বিষ খাইয়ে খুনের অভিযোগ https://ift.tt/2TOXdzN

এই সময় ডিজিটাল ডেস্ক: ফের নিন্দনীয় ঘটনা। অন্ধ্রপ্রদেশের পশ্চিম গোদাবরী জেলায় যে নক্ক্যারজনক ঘটনা ঘটেছে, তাতে হতভম্ব হয়ে পড়েছেন সকলে! এই জেলার এক গ্রামে ৩০০ সারমেয়কে বিষ খাইয়ে খুনের অভিযোগ উঠেছে। এক পশুপ্রেমী সরব হয়ে পুলিশের দ্বারস্থ হওয়ার পরেই গোটা ব্যাপারটা প্রকাশ্যে আসে। ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। জানা গিয়েছে, এঘটনা ঘটেছে পশ্চিম গোদাবরী জেলার লিঙ্গাপালেম গ্রামে। এখানেই ৩০০টি পথসারমেয়কে বিষ খাওয়ানোর অভিযোগ ঘিরে রাজ্য জুড়ে শোরগোল পড়েছে। অ্যানিমাল রাইটের কর্মী ললিতা, তিনি এই কুকুরগুলিকে খুনের জন্য গ্রামের পঞ্চায়েতের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন। ওই মহিলা অ্যানিমাল রাইটের কর্মীর দাবি, পথসারমেয়দের নির্বীজকরণেরকাজ না করে, গ্রাম পঞ্চায়েত সারমেয়গুলিকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয় ও বিষ খাইয়ে সেগুলিকে খুন করে। তাঁর দাবি, তিনি ৩০০টিরও বেশি সারমেয়কে কবর দিতে দেখেছেন। তাঁর কাছে সেই ভিডিও রয়েছে বলেও দাবি করেছেন তিনি। এই অভিযোগ সামনে আসার পরেই নক্ক্যারজনক ঘটনার নিন্দায় সরব হয়েছেন সকলে। ধর্মাজিগুডেম থানায় অভিযোগ দায়ের করেছেন ললিতা। তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি ও সরপঞ্চের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করেছে। ঘটনার তদন্ত চলছে। উল্লেখ্য, এর আগে কেরালার মালাপ্পুরমে বাজিভরা আনারস খাইয়ে হত্যা করা হয় এক মা হাতি ও তাঁর গর্ভে থাকা সন্তানকে। সেই ঘটনা প্রকাশ্যে আসতেই গর্জে উঠেছিল গোটা দেশ। এবার ৩০০ সারমেয়কে বিষ খাইয়ে খুনের ঘটনায় ফের একবার একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেকেই প্রশ্ন করছেন, কুকুরের উৎপাত বেশি হলে তা বন্ধ করার জন্য বিকল্প ব্যবস্থা যখন রয়েছে, তখন তাঁদের মেরে ফেলা হল কেন?


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3A1ec12
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads