Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3lmBgn4
আধ্যাত্মিক পরিবেশে প্রভাব, পুরীর সমুদ্রতটে মিলবে না গোয়ার আনন্দ https://ift.tt/3liAPKf
এই সময় ডিজিটাল ডেস্ক: আধ্যাত্মিক পরিবেশে প্রভাব পড়বে। ফলে পুরীর সমুদ্রতটে ( Beach) গোয়ার ন্যয় ''-এর অনুমতি দিল না ওড়িশা সরকার। গোয়া বিচের অনুকরণে পুরীতেও বিনোদনের নানা উপকরণ ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিয়েছিল প্রশাসন। পর্যটকদের আরও বেশি করে আকর্ষণ করতেই এই বিচ শ্যাকের (Beach Shack) চিন্তাভাবনা চলছিল। তবে এই সিদ্ধান্তে আপত্তি তোলেন আধ্যাত্মিক গুরুরা। যার জেরে পিছিয়ে এল ওড়িশা সরকার। জানা গিয়েছে, বিচ শ্যাক তৈরির করার সিদ্ধান্তে ঘোর আপত্তি রয়েছে গোবর্ধন পীঠের শংকরাচার্য এবং স্বামী নিশ্চলানন্দ সরস্বতীর। প্রাথমিক ভাবে পুরী ও কোনারক বিচের মাঝে গোয়ার ন্যয় বিচ শ্যাক অর্থাৎ রেস্তোরাঁ তৈরির সিদ্ধান্তের কথা ঘোষণা করেছিলেন পুরীর জেলাশাসক তথা কালেক্টর সমর্থ ভর্মা। রাজ্য সরকার এবং ওড়িশা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের উদ্যোগে পুরী এবং গোপালপুর বিচে এই ধরণের পাঁচটি শ্যাক তৈরির পরিকল্পনা ছিল। সমর্থ ভর্মা এও জানিয়েছিলেন, পুরীর মতো হেরিটেজ শহরের কথা মাথায় রেখেই শ্যাক তৈরি হবে। কোনওভাবেই পুরীর ঐতিহ্যে নেতিবাচক প্রভাব ফেলা হবে না। যদিও গত শুক্রবার সরকারের এই সিদ্ধান্তে আপত্তি জানান স্বামী নিশ্চলানন্দ সরস্বতী সহ ৫০টি সংগঠন। তাদের আপত্তি রয়েছে পুরীর বিচে মদ্যপান নিয়ে। সংগঠনগুলির কথায়, পুরী হল জগন্নাথের ধাম। এর একটি আধ্যাত্মিক মাহাত্ম রয়েছে। এখানে কোনওভাবেই মদ বিক্রি বা পান করার অনুমতি দেওয়া উচিত নয়। বদলে তাদের পরামর্শ, পরীর বিচ সংলগ্ন তিন কিলোমিটার অঞ্চলে ভজন-কীর্তন এবং জগন্নাথের নামগান করা উচিত। বিচ শ্যাক নিয়ে আপত্তি রয়েছে কিছু মহিলা সংগঠনেরও। তাদের দাবি, এই ধরণের শ্যাক মহিলাদের বিরুদ্ধে অপরাধের ঘটনা বাড়াবে। উল্লেখ্য, সমুদ্রের ধারে শ্যাকের সামনে ছাতার নিচে আধশোয়া হয়ে প্রাণ ভরে সমুদ্রের আনন্দ উপভোগ করার সুযোগ মেলে। রাতে এসব শ্যাকই আলোয় ভরে ওঠে। রঙিন হয়ে ওঠে রাতের সমুদ্রতট। এই দৃশ্যই দেখা যায় গোয়ায়। এখানেই অন্য সমুদ্রসৈকতের থেকে এগিয়ে গোয়া। যা পর্যটকদের আকর্ষণ করে। সেই রাস্তায় হাঁটার সিদ্ধান্ত নিয়েছিল ওড়িশাও। আরব পাড়ের গোয়ার সঙ্গে টক্কর দিতে বঙ্গোপসাগরের পাড়েও ওড়িশা জুড়ে তৈরি হওয়ার কথা ছিল শ্যাকের। কী এই শ্যাক? শ্যাক হল এক ধরণের রেস্তোরাঁ ও বিনোদন ক্ষেত্রের মিশেল। সমুদ্রতটে বালির উপরই তৈরি হয় এগুলি। যা সাধারণত টালি, খড় বা স্থানীয় কোনও গাছের পাতাকে কাজে লাগিয়ে এর চাতাল নির্মিত হয়। মোটা গাছের গুঁড়ি বা বাঁশ দিয়ে তৈরি হয় পুরো শ্যাক। যা দোতলাও হয় আবার তিন তলাও। সেখানে থাকে বসে খাওয়ার ব্যবস্থা। বিনোদনের সুবিধা। এই শ্যাকগুলি আধুনিক বিনোদনের সবরকম পসরা সাজিয়ে হাজির হয় পর্যটকদের সামনে। সেই পথে হেঁটে পুরী থেকে কোনারকের মধ্যে পাঁচটি শ্যাক, গোপালপুর সমুদ্রতটে পাঁচটি শ্যাক, তালসারি-উদয়পুর সমুদ্র সৈকতে তিনটি শ্যাক, পারাদ্বীপ সমুদ্রতটে তিনটি শ্যাক, চণ্ডীপুর সমুদ্রতটে দু'টি শ্যাক ও পাতি সোনাপুর সমুদ্রতটে দু'টি শ্যাক তৈরির পরিকল্পনা নিয়েছিল ওড়িশা সরকার। তবে আধ্যাত্মিকতার বেড়াজালে গোয়ার মতো লাস্যময়ী হওয়া হল না পুরী বিচের।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3lmBgn4
Previous article
Next article
Leave Comments
Post a Comment