Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3fhmKJ9
মাসুদের গোপন ডেরার হদিস 'টাইমস নাও নবভারত'-এ https://ift.tt/37iPZXC
এই সময়: 'এ বার বদলাবে ভারত, তৈরি হবে নবভারত'। এই স্লোগানকে পাথেয় করেই পথ চলা শুরু করল নতুন হিন্দি নিউজ চ্যানেল 'টাইমস নাও নবভারত'। বস্তুনিষ্ঠ খবর যে সমাজকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে, প্রথম দিনেই তার প্রমাণ দিল 'টাইমস নাও নবভারত'। পাকিস্তানের বুকে জৈশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজহারের গুপ্ত ডেরার সন্ধান নিয়ে প্রথম দিনই হাজির ব্র্যান্ড নিউ এই হিন্দি নিউজ চ্যানেল। কোনও সূত্রের খবরের ভিত্তিতে নয়, একেবারে হাতে গরম ছবি, লাইভ ফুটেজ-সহ 'টাইমস নাও নবভারত'-এর এক্সক্লুসিভ পর্ব প্রমাণ করে দিল, পাকিস্তানের বিরুদ্ধে ভারতের এতদিনের তোলা অভিযোগ একবর্ণও ভুল নয়! পাক মিলিটারি হেডকোয়ার্টার থেকে ঢিল ছোড়া দূরত্বে, অ্যাবোটাবাদে আল কায়দা প্রধান ওসামা বিন লাদেনের গুপ্তডেরার সন্ধান মিলেছিল। সেখানে আমেরিকার গোপন অপারেশন 'নেপচুন স্পিয়ার' প্রকাশ্যে এনে দিয়েছিল পাকিস্তানের মিথ্যাচার। বিশ্বের দরবারে ফাঁস হয়ে গিয়েছিল, কী ভাবে ৯/১১-এর মূলচক্রী, বিশ্বের 'মোস্ট ওয়ান্টেড' জঙ্গিকে কড়া নিরাপত্তার ঘেরাটোপে রেখেছিল ! ইসলামাবাদ অবশ্য দাবি করেছিল, লাদেনের উপস্থিতির কথা তারা জানত না! শুধু তাই নয়, লাদেন নিহত হওয়ার পর থেকে পাকিস্তান বিশ্বের দরবারে নিজেদের স্বচ্ছ ভাবমূর্তি তুলে ধরার চেষ্টা করছে। অর্থনৈতিক নিষেধাজ্ঞা এড়াতে বার বার প্রমাণের চেষ্টা করছে, আর কোনও সন্ত্রাসবাদী বা জঙ্গিগোষ্ঠীতে মদত জোগায় না তারা। কিন্তু করল নতুন হিন্দি চ্যানেল। ঠিক কী বলছে 'টাইমস নাও নবভারত'-এর এক্সক্লুসিভ খবর? ২০০১-এর সংসদ হানা থেকে শুরু করে ২০১৯-এ পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ের উপর হামলা- সন্ত্রাসের মূল চক্রী মাসুদ আজহার। জৈশ প্রধান পাকিস্তানেই রয়েছেন, সূত্র মারফত সে খবর মিলছিল। কিন্তু এ বার হাতেগরম প্রমাণ। 'টাইমস নাও নবভারত'-এর ভিডিয়ো ফুটেজ বলছে, পাকিস্তানের ভাওয়ালপুরে মাসুদের দু'টি গোপন ডেরা রয়েছে। অ্যাবোটাবাদের লাদেন-পর্ব থেকে শিক্ষা নিয়ে এ বার সম্ভবত স্ট্র্যাটেজি বদল করেছে পাকিস্তান। আর কোনও পাণ্ডববর্জিত এলাকায় নয়, বরং জনবহুল, অভিজাত এলাকাতেই মাসুদের গোপন ডেরা তৈরি করা হয়েছে। একটি ঘাঁটি ওসমান-ও-আলি মসজিদের একবারে পাশে। সেখানের আরও একটি ল্যান্ডমার্ক 'দ্য ন্যাশনাল অর্থোপেডিক অ্যান্ড জেনারেল হাসপাতাল'। বাসভবনের সামনে পাহারায় নিযুক্ত পাক সেনা! বিশেষজ্ঞদের মতে, অনেক ভেবেই আজহারের এই গোপন ঘাঁটি বানানো হয়েছে। একদিকে মসজিদ, অন্যদিকে হাসপাতাল- এখানে লাদেন-মিশনের মতো কোনও সেনা অভিযান চালানো মুশকিল। আর যদি কোনও ভাবে হামলা চালানোও হয়, মাসুদ ও সঙ্গীসাথীদের ভিড়ে মিশে যাওয়ার সুযোগ তো থাকছেই। মাসুদের দ্বিতীয় ঘাঁটি প্রথমটি থেকে মাত্র চার কিলোমিটার দূরে, জামিয়া মসজিদের পাশে। আর মজার ব্যাপার হল, লাহোর হাইকোর্টের বাহওয়ালপুর বেঞ্চ থেকে মাসুদের এই দ্বিতীয় বাড়ির দূরত্ব এক কিলোমিটারও নয়! জেলাশাসকের অফিসও তিন কিলোমিটারের মধ্যে। এক কথায়, অভিজাত পাড়ায় মাসুদের দ্বিতীয় বাড়ি, থুড়ি বাংলো, যার বাইরেও সশস্ত্র পাক জওয়ান! এত ভিআইপিদের বাস যেখানে, সেখানে বাংলোর বাইরে পাক জওয়ানের উপস্থিতি জনসাধারণের সন্দেহের উদ্রেকও করে না। 'টাইমস নাও নবভারত'-এর এক্সক্লুসিভ কভারেজে এটা স্পষ্ট, ভারত যে এত দিন মাসুদকে আশ্রয় দেওয়া নিয়ে পাকিস্তানকে কাঠগড়ায় তুলছে, তাতে কোনও ভুল নেই। 'টাইমস নাও নবভারত'-এর সৌজন্যে আরও একবার ফাঁস পাকিস্তানের মিথ্যাচার।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3fhmKJ9
Previous article
Next article
Leave Comments
Post a Comment