Bengali News: বাংলা সংবাদ
Breaking Bengali News
Latest Bangla News
Latest Bengali News | Eisamay
বাংলার আজকের খবর
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3lH4Kfq
ইতিহাস লেখার পুরস্কার, নীরজকে ১ কোটি টাকা দেবে BCCI https://ift.tt/3fKi3rQ

এই সময় ডিজিটাল ডেস্ক: টোকিয়ো অলিম্পিক্সে ভারতের প্রথম সোনাজয়ীর জন্য পুরস্কার ঘোষণা করল দেশের ক্রিকেট নিয়ামক সংস্থা BCCI। গতকাল নীরজ চোপড়ার সোনা জেতার খবর আসার পর জানায় তারা নীরজকে এক কোটি টাকা পুরস্কার হিসেবে দেবে। পাশাপাশি জয় শাহ একটি টুইট করে জানান, যারা রূপোর পদক পেয়েছে তাদের ৫০ লাখ টাকা ও যারা ব্রোঞ্জ পেয়েছে তাদের ২৫ লাখ টাকা করে দেওয়া হবে। BCCI-এর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর। দুর্দান্ত পারফরমেন্সে গতকাল জ্যাভলিন থ্রো-তে সোনা জেতেন ২৩ বছর বয়সি নীরজ। ব্যক্তিগত ইভেন্টে অভিনব বিন্দ্রার পর দ্বিতীয় ভারতীয় হিসেবে এই কৃতিত্ব অর্জন করেন তিনি। পাশাপাশি অ্যাথলিট হিসেবে দেশের হয়ে প্রথম সোনা জেতেন। অধরা স্বপ্ন পূরণ করেন প্রয়াত মিলখা সিং, পিটি ঊষা ও অঞ্জু ববি জর্জের। পদক জিতে তা প্রয়াত মিলখা সিংকে উৎসর্গ করেন তিনি। টোকিয়ো অলিম্পিক্সে এখনও পর্যন্ত ৭টা পদক পেয়েছে ভারত। যা অলিম্পিক্সে দেশের ইতিহাসে সর্বোচ্চ। ভারোত্তলনে মীরাবাই চানু রুপো জিতে দেশের হয়ে প্রথম পদক জেতেন। দেশের হয়ে দ্বিতীয় রুপো জেতেন কুস্তিতে রবি কুমার দাহিয়া। এরআগে কুস্তিতে রুপো জিতেছিলেন সুশীল কুমার (২০১২ সালে)। এঁদের প্রত্যেককেই ৫০ লাখ টাকা করে দেবে BCCI। অন্যদিকে ব্যক্তিগত ইভেন্টে ব্রোঞ্জ জেতেন, বজরং পুনিয়া, লভলিনা বরগোঁহাই, পিভি সিন্ধু। এঁরা প্রত্যেকেই পাবেন ২৫ লাখ টাকা করে। পাশাপাশি ৪১ বছর পর পদক জেতা ভারতীয় পুরুষ হকি দলকে BCCI দেবে ১ কোটি ২৫ লাখ টাকা। এর আগে চেন্নাই সুপার কিংস নীরজ চোপড়ার জন্য এক কোটি টাকা পুরস্কার ঘোষণা করে। একটি বিবৃতিতে IPL-এর এই ফ্র্যাঞ্চাইজি জানায়, ‘ওর সাফল্যকে কুর্নিশ ও সম্মান জানিয়ে, সিএসকে নীরজ চোপড়াকে ১ কোটি টাকা দিয়ে পুরস্কৃত করবে।’ সঙ্গে আরও বলা হয়, ‘সিএসকে ৮৭৫৮ নম্বরের একটা জার্সি বানাবে নীরজকে সম্মান জানিয়ে।’ উল্লেখ্য গতকাল ৮৭.৫৮ মিটার দূরে জ্যাভলিন থ্রো করেন নীরজ।
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3lH4Kfq
Previous article
Next article
Leave Comments
Post a Comment