ইমেজ রক্ষায় গরিব-কল্যাণ প্রচারে মোদী! https://ift.tt/2VAM32f - MAS News bengali

ইমেজ রক্ষায় গরিব-কল্যাণ প্রচারে মোদী! https://ift.tt/2VAM32f

নয়াদিল্লি: কৃষক ও পড়ুয়া-সহ নানা গোষ্ঠীর সঙ্গে আগেই কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার সরকারি প্রকল্পের সাহায্যপাপ্ত গোষ্ঠীর সঙ্গেও ভিডিয়ো কনফারেন্সিংয়ে মোলাকাত সেরে নিলেন প্রধানমন্ত্রী। সঙ্গে তুলে ধরলেন তাঁদের দেওয়া সাহায্যের খতিয়ানও। শনিবার মধ্যপ্রদেশে 'প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা'র উপভোক্তাদের সঙ্গে কথা বলতে গিয়ে মোদী বললেন, 'কোভিড-মোকাবিলার প্রথম দিন থেকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে গরিব-কল্যাণের উপরে। এই অতিমারি আবহে ৮০ কোটিরও বেশি মানুষকে বিনামূল্যে রেশন দেওয়া হয়েছে। বিনামূল্যে রান্নার গ্যাস পেয়েছেন ৮ কোটি মানুষ।' এই সময়ের মধ্যে ২০ কোটি মহিলার জনধন অ্যাকাউন্টে অন্তত ৩০ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে বলেও দাবি করেন মোদী। বিরোধীদের একাংশ অবশ্য প্রধানমন্ত্রীর এই দাবি মানতে নারাজ। তাঁদের বক্তব্য, আগামী বছর উত্তরপ্রদেশ আর চব্বিশে লোকসভা ভোটের আগে জমি পোক্ত করতেই নিজেদের ভাবমূর্তি ফেরাতে গরিব-কল্যাণের ঢাক পেটাচ্ছেন প্রধানমন্ত্রী। কোভিড-মোকাবিলায় ব্যর্থতা নিয়ে আগেই সুর চড়িয়েছিলেন বিরোধীরা। করোনার দ্বিতীয় ঢেউয়ে অক্সিডেন-বেড থেকে শুরু করে সম্প্রতি টিকার আকালও ভোগাচ্ছে দেশবাসীকে। ঘুরেফিরে আঙুল উঠছে সেই সরকারের দিকেই। হালে আবার সংসদের বাদল অধিবেশন শুরু ঠিক মুখে পেগ্যাসাস অস্ত্র হাতে পেয়েছে বিরোধী শিবির। সংসদে এ নিয়ে একটা দিনও আলোচনা করতে দেয়নি কেন্দ্র। উল্টে অভিযোগ, বিরোধী সাংসদরা কিছু বলতে গেলেই মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। প্রশ্ন তবু উঠছেই। সূত্রের খবর, অধিবেশেনর শেষ সপ্তাহে কৃষি আইন থেকে শুরু করে দ্রব্যমূল্য বৃদ্ধি, নারী নির্যাতন-সহ একাধিক ইস্যুতে কেন্দ্রকে কোণঠাসা করার কৌশল নিয়েছে বিরোধী শিবির। কেন্দ্রের ডিফেন্স মজবুত করতে তাই মাঠে এ বার খোদ প্রধানমন্ত্রী। অস্ত্র সেই জনসংযোগ।


from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3jCDGLC
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads