Bengali News: বাংলা সংবাদ
Breaking Bengali News
Latest Bangla News
Latest Bengali News | Eisamay
বাংলার আজকের খবর
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3xuEib9
'শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব', আগরতলায় পৌঁছেই বললেন অভিষেক https://ift.tt/3jFv1IC

এই সময় ডিজিটাল ডেস্ক: ত্রিপুরায় পৌঁছে বিপ্লল দেবকে তোপ দাগলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন, 'আইনের শাসন নয়, শাসনের আইন চলছে ত্রিপুরায়। গুন্ডারাজ চলছে। গণতন্ত্রের কী অবস্থা তা তো দেখাই যাচ্ছে। বিরোধীরা রাস্তায় হাঁটতে পর্যন্ত পারছে নাবিরোধীদের কথা বলতে দেওয়া হচ্ছে না। আসলে BJP মডিউল মেনে চলে সরকার। গুজরাট, উত্তরপ্রদেশের মডিউল মেনে চলা হয়'! রবিবার ভোররাতে দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহা, জয়া দত্ত সহ ১১ জন তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে ত্রিপুরা পুলিশ। খবর পেয়েই এ দিন সকালে ত্রিপুরায় উড়ে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ দিন আগরতলা বিমানবন্দরে নেমে অভিষেক বলেন, 'ত্রিপুরার মানুষ দেখছে ঠিক কী হচ্ছে এখানে। আজ এখানে কী অবস্থা মানুষ দেখছে, দেশ দেখছে। BJP-কে এক ছটাক জমি ছাড়ব না। ত্রিপুরায় বিরোধীদের রাস্তায় নামতে দেওয়া হচ্ছে না। ত্রিপুরায় গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, যাঁরা আক্রান্ত, তাঁদের আটকে রাখা হচ্ছে। অথচ যাঁরা আক্রমণ করল, তাঁদের ধরার কোনও চেষ্টা হল না। এই তো অবস্থা'। বিস্তারিত আসছে... আপডেটেড তথ্য পেতে ক্লিক করুন...
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3xuEib9
Previous article
Next article
Leave Comments
Post a Comment