Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/2UjGQea
বাজারে এল করোনার নয়া ওষুধ, ট্রায়াল কলকাতাতেও https://ift.tt/3qIgSgw
এই সময়: ওষুধটা মৃদু থেকে মাঝারি অসুস্থ করোনা রোগীদের জন্য। দাবি, পাঁচ দিনে একেবারে কোভিড নেগেটিভ করে দেওয়ার ক্ষমতা রাখে মোলনুপিরাভির নামের এই অ্যান্টিভাইরাল ওষুধ। মার্কিন বহুজাতিক সংস্থা মার্ক-এর তৈরি অভিনব সেই ওরাল ওষুধটির এ বার ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়েছে ভারতে। তার অংশ হলো কলকাতাও। দেশের মোট ২৫টি কেন্দ্রের মধ্যে রুবি জেনারেল, কস্তুরী দাস মেমোরিয়াল এবং এনআরএস- শহরের তিনটি হাসপাতালে এই ট্রায়াল হওয়ার কথা। হায়দরাবাদের ওষুধ প্রস্তুতকারক সংস্থা ডক্টর রেড্ডিজ এই ওষুধ তৈরি করছে এ দেশে। প্রি-ক্লিনিক্যাল ট্রায়ালে মোলনুপিরাভির ইতিমধ্যেই আরএনএ ভাইরাসকে কাবু করে ফেলার সাফল্য দেখিয়েছে। চিকিৎসকদের আশা, উপসর্গযুক্ত করোনা রোগী এই ট্যাবলেটটি খেলে ২৪ ঘণ্টার মধ্যেই ভাইরাস সংক্রমণে রাশ টানা যাবে। ফলে, ঠেকানো যাবে হাসপাতালে ভর্তি হওয়ার মতো অবনতি। দেশের ওষুধ নিয়ামক সংস্থা ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (ডিসিজিআই) আগেই মোলনুপিরাভিরকে এ দেশে ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য ছাড়পত্র দিয়েছে। দেশের মোট ১২১৮ জনের মধ্যে কলকাতায় ১৫০ জনের উপর পাঁচ দিনের এই ওরাল থেরাপির পরীক্ষামূলক প্রয়োগ চলবে। বাংলায় এই ট্রায়ালটি সম্পন্ন করার দায়িত্বে থাকা বেসরকারি ক্লিনিক্যাল ট্রায়াল ফেসিলিটেটর সংস্থার পূর্বাঞ্চলীয় কর্তা স্নেহেন্দু কোনার বলেন, 'ইতিমধ্যেই রুবি-র এথিক্স কমিটি এই ট্রায়ালকে সবুজ সঙ্কেত দিয়ে দিয়েছে। চিকিৎসক রিমিতা দে ও অর্পণ দত্তরায়ের তত্ত্বাবধানে আগামী সোমবার স্বেচ্ছাসেবকদের স্ক্রিনিং-ও শুরু হবে সেখানে। এনআরএসের এথিক্স কমিটির বৈঠকও শীঘ্র হবে।' কী ভাবে হবে ট্রায়ালটি? স্নেহেন্দু জানাচ্ছেন, সদ্য করোনা পজিটিভ হয়েছেন এবং মৃদু থেকে মাঝারি উপসর্গ নিয়ে বাড়িতেই আছেন, এমন স্বেচ্ছাসেবকরা কেবল একদিন ডাক্তার এবং রিসার্চ স্টাফদের কাছে এই ট্রায়ালে অংশগ্রহণের সম্মতি দিতে হাসপাতালে আসবেন। এবং যদি তাঁরা ট্রায়ালে অংশগ্রহণ করার মাপকাঠি পেরোতে পারেন, তা হলে পাঁচ দিন ধরে তাঁরা বাড়িতে বসে দিনে ২টি করে ট্যাবলেটটি খাবেন। ষষ্ঠ দিনে তাঁদের আরটি-পিসিআরে করোনা পরীক্ষা করে দেখা হবে, তাঁরা নেগেটিভ হয়েছেন কি না। তার পর সেই রিপোর্ট ডিসিজিআই-কে পাঠিয়ে জরুরি ভিত্তিতে আপৎকালীন ওষুধ হিসেবে মোলনুপিরাভিরকে অনুমোদন দেওয়ার জন্য আবেদন করা হবে। ছাড়পত্র পেলে রেড্ডিজ-সহ দেশের পাঁচটি ওষুধ কোম্পানি ১০০টি অনুন্নত ও উন্নয়নশীল দেশে ওষুধটি সরবরাহ করবে।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/2UjGQea
Previous article
Next article
Leave Comments
Post a Comment