Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3hpBKFn
ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া অফিসিয়ালি লঞ্চ হল, কী ভাবে ডাউনলোড করবেন? https://ift.tt/2V0QOSj
এই সময় ডিজিটাল ডেস্ক: লঞ্চ করে গেল। প্রশ্ন উঠতেই পারে, একটা গেম আর কত বার লঞ্চ করবে? আসলে, এর আগের বার গেমের বিটা ভার্সন অর্থাৎ গেমটি টেস্টিংয়ের জন্য ডাউনলোডে উপলব্ধ করা হয়েছিল গেমারদের জন্য। আর সেই টেস্টিংয়েই বিপুল সাড়া মেলার পরই এবার অফিসিয়ালি হাজির হল ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া। Google Play Store-এ গিয়েই আপনি এই গেম ডাউনলোড করতে পারবেন। পাশাপাশিই আবার যাঁরা এই গেমের আর্লি ভার্সন ডাউনলোড করেছিলেন, তাঁরা অ্যাপে গিয়েই আপডেট করিয়ে নিতে পারবেন Battlegrounds Mobile India-র অফিসিয়াল ভার্সন। গত মাসে বিটা টেস্টারদের জন্য গেমটি উপলব্ধ করা হয়েছিল, আর সেই কারণেই সব মানুষ যে প্রাথমিক ভাবে খেলতে পেরেছেন বা বিটা ভার্সন টেস্ট করতে পেরেছেন এমনটা নয়। এদিন Krafton-এর তরফে অফিসিয়ালি ঘোষণা করা হয়েছে যে, Battlegrounds Mobile India এবার যে কেউ Google Play Store থেকে ডাউনলোড করে খেলতে পারবেন। যদিও, আপাতত শুধু মাত্র Android ইউজারদের জন্য গেমটি উপলব্ধ করা হয়েছে। সেই কারণেই iOS ইউজারদের আরও কয়েকটা দিন অপেক্ষা করে যেতে হবে। যেহেতু গেমটি একবার অফিসিয়ালি লঞ্চ করে গিয়েছে, তাই মনে করা হচ্ছে, iOS ইউজারদের জন্য খুব একটা দেরি করা হবে না। ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া অফিসিয়াল ভার্সন ডাউনলোড করবেন কী ভাবে - এবার থেকে আর ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া গেমের APK ভার্সন ডাউনলোড করার জন্য আপনাকে আর থার্ড পার্টি স্টোর্সের অপেক্ষায় বসে থাকতে হবে না। পাশাপাশিই, আপনি যদি Battlegrounds Mobile India Early Access ডাউনলোড না করে থাকেন, তাহলে Google Play Store-এ গিয়ে গেমের নাম দিয়ে সার্চ করুন। তার পরে ইনস্টল বাটনে ক্লিক করুন এবং গেমটি ইনস্টল হওয়ার জন্য অপেক্ষা করুন। ইনস্টল হয়ে গেলেই তা খেলতে শুরু করে দিন। আরও পড়ুন: ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়ার আর্লি অ্যাকসেস ভার্সন থেকে অফিসিয়াল ভার্সন আপডেট করবেন কী ভাবে - এখন আপনি যদি Battlegrounds Mobile India গেমের Early Access ভার্সন ডাউনলোড করে থাকেন, তাহলেও চিন্তার কোনও কারণ নেই। অফিসিয়াল ভার্সনে আপডেট করিয়ে নিতে আপনার মাত্র কয়েক মুহূর্ত সময় লাগবে। সোজা Google Play Store-এ চলে যান। তার পরে Battlegrounds Mobile India পেজটি খুলুন। পেজ খুলে গেলেই 'Update' বাটনে ক্লিক করুন। ব্যস! তাহলেই আপনার কাজ সারা। খেলতে শুরু করে দিন। আরও পড়ুন: ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া পুরস্কার - ব্যাটলগ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া গেমের অফিসিয়াল ভার্সন ডাউনলোড করে ফেললেই আপনি Constable Set সংগ্রহ করতে পারবেন। Krafton-এর তরফে 10 মিলিয়ন ডাউনলোড সেলিব্রেট করতে প্রত্যেক গেমারকে এই পুরস্কার দেওয়া হচ্ছে। এছাড়াও, ইন-গেম ইভেন্ট সেকশন থেকেও আপনি ডাউনলোড করতে পারবেন Battlegrounds Mobile India Constable Set। পাশাপাশিই আবার, এই রিওয়ার্ড সংগ্রহ করার দিনক্ষণও Kraton-এর তরফে বাড়িয়ে 19 অগাস্ট করে দেওয়া হয়েছে। অফিসিয়াল ভার্সন ডাউনলোড বা আপডেট করলেই, ইন-গেম ইভেন্টস সেকশন থেকে এই সব আপনি অ্যাকসেস করতে পারবেন।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3hpBKFn
Previous article
Next article
Leave Comments
Post a Comment