'পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নয় কেন?' মানবাধিকার কমিশনকে 'বাধা'র ঘটনায় প্রশ্ন ক্ষুব্ধ হাইকোর্টের https://ift.tt/2UkhkFX - MAS News bengali

'পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নয় কেন?' মানবাধিকার কমিশনকে 'বাধা'র ঘটনায় প্রশ্ন ক্ষুব্ধ হাইকোর্টের https://ift.tt/2UkhkFX

এই সময় ডিজিটাল ডেস্ক: নিয়ে রাজ্যের অবস্থানে অখুশি কলকাতা হাইকোর্ট। যাদবপুরে মানবাধিকার কমিশনকে বাধার অভিযোগের ঘটনায় ক্ষুব্ধ আদালতের প্রশ্ন, কেন ওই ঘটনায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করা হবে না? জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্ট পেয়ে একগুচ্ছ কড়া নির্দেশ পাঁচ বিচারপতির বেঞ্চের। জাতীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে মানবাধিকার কমিশনের চার সদস্যের একটি প্রতিনিধি দল বাংলার পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে এসেছেন। মানবাধিকার কমিশনের রিপোর্টের ভিত্তিতে যত অভিযোগ আছে সব FIR হিসেবে নথিভুক্তের নির্দেশ বিচারপতিদের। একইসঙ্গে যারা আক্রান্ত হয়েছেন, তাদের গোপন জবানবন্দি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ আধিকারিকদের। অন্যদিকে, কেন পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে রুল ইস্যু করা হবে না, তার ব্যাখ্যা চেয়ে যাদবপুর কাণ্ডে ডিসি রশিদ মুনির খানকে শোকজ করা হয়েছে। ভোট পরবর্তী হিংসার অভিযোগে আদালতে দায়ের ১১টি জনস্বার্থ মামলার একসঙ্গে চলছে শুনানি। সেই মামলায় যেসব পরিবার ক্ষতিগ্রস্ত তাদের রেশনের ব্যবস্থা করতে হবে বলে নির্দেশ আদালতের। কলকাতায় সেনা হাসপাতাল থেকে বেলেঘাটা মৃত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের দেহের দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে কোর্ট । এছাড়া পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চ ভোট-পরবর্তী হিংসা সংক্রান্ত যাবতীয় নথি রাজ্যের মুখ্য সচিবকে সংরক্ষণ করতে হবে। কমিশনের মেয়াদ ১৩ জুলাই পর্যন্ত বাড়ল হাইকোর্ট। রাজ্যে পরিদর্শনে এসে হামলার শিকার হলেন National Human Rights Commission-এর প্রতিনিধিরা। অভিযোগ, মঙ্গলবার যাদবপুরে কমিশনের প্রতিনিধিদের লক্ষ্য করে হামলা চালায় একদল দুষ্কৃতী। সংবাদ সংস্থাকে আতিফ রসিদ নামে এক প্রতিনিধি বলেন, 'যাদবপুর এলাকায় ভোট পরবর্তী অবস্থা পরিদর্শন চলছিল। এলাকার প্রায় ৪০টি বাড়ি ভেঙে দেওয়া হয়েছে। পরিদর্শন চলাকালীনই আমাদের উপর হামলা চালায় একদল দুষ্কৃতী।'


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3jOlukb
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads