'দেবাঞ্জন তৃণমূল নেতা', চাঞ্চল্যকর অভিযোগ দিলীপের https://ift.tt/3dBg1ZU - MAS News bengali

'দেবাঞ্জন তৃণমূল নেতা', চাঞ্চল্যকর অভিযোগ দিলীপের https://ift.tt/3dBg1ZU

এই সময় ডিজিটাল ডেস্ক: দেবাঞ্জন দেবের সঙ্গে রাজ্যপালের যোগসূত্র নিয়ে সরব হয়েছিল তৃণমূল। এবার পালটা তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুললেন রাজ্য BJP সভাপতি দিলীপ ঘোষ। তৃণমূলের সঙ্গে যুক্ত ছিল, এমনই দাবি তাঁর। কসবা ভুয়ো টিকাকরণ কাণ্ড নিয়ে রাজ্যজুড়ে চলছে তোলপাড়। গতকাল বৃহস্পতিবারই রাজ্যপাল এবং দেবাঞ্জন দেবের নিরাপত্তারক্ষীর ছবি সামনে এনেছিল তৃণমূল। রাজ্যপাল এবং কসবার ভুয়ো টিকাকরণ কেন্দ্রের মূল অভিযুক্তের সঙ্গে রাজ্যপালের কী যোগ সূত্র রয়েছে?প্রশ্ন তুলেছিল তৃণমূল। এবার পাল্টা আসরে দিলীপ ঘোষ। একটি টুইটে তিনি লিখেছেন, 'দেবাঞ্জন দেব দক্ষিণ কলকাতা তৃণমূলের তথ্য প্রযুক্তি সেলের আহ্বায়কের দায়িত্বে ছিলেন বলে খবর পেয়েছি। সংগঠন থেকে সরকার সব জায়গায় জড়িত ছিলেন তিনি। সর্বোচ্চ নেতারা জানতেন। তাঁরা জানতেন বলেই এতদিন তিনি এসব করতে পেরেছেন।' এখানেই শেষ নয়, আরও দাবি করেন, 'শুধু দেবাঞ্জন নন, আরও অনেকে আছেন যাঁরা গাড়ি, নীলবাতি, ভুয়ো সরকারি লোগো ইত্যাদি ব্যবহার করেন।' ভুয়ো অফিসাররা নির্বাচনকে প্রভাবিত করেছেন কিনা , সেই বিষয়েও সন্দেহ প্রকাশ করেছেন দিলীপ। দিলীপ ঘোষের এই মন্তব্যকে কেন্দ্র করে চলছে তোলপাড়। সরাসরি রাজ্য শাসক দলকে আক্রমণ করেছেন তিনি। এমনকী, দেবাঞ্জন তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন এমনই গুরুতর অভিযোগ এনেছেন রাজ্য BJP সভাপতি। এদিকে দিলীপ ঘোষের এই যাবতীয় মন্তব্যের পালটা সরব হয়েছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষও। তিনি বলেন, 'আজগুবি অভিযোগ করছেন দিলীপ ঘোষ। এই ধরনের কোনও ব্যক্তি দলে ছিল বলে জানা নেই। সবার আগে দিলীপ ঘোষ এই প্রশ্নের জবাব দিন, নারদা কাণ্ডে যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে , যাঁর সহায়কের বিরুদ্ধে ত্রিপল চুরির অভিযোগ রয়েছে সেই শুভেন্দু অধিকারীকে কীভাবে বিরোধী দলনেতা করা হল! এই সব বড় বড় কথা দিলীপ ঘোষের গলায় মানায় না।' প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুরে তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করেন সাংসদ সুখেন্দু শেখর রায়। এদিন একটি ছবিকে সামনে রেখে রাজ্যপালকে নিশানা করেন তৃণমূল কংগ্রেসের এই সাংসদ। তাঁর দাবি, কসবা ভুয়ো টিকাকাণ্ডের অন্যতম অভিযুক্ত দেবাঞ্জন দেবের নিরাপত্তারক্ষী অরবিন্দ বৈদ্যের সঙ্গে একটি ছবিতে দেখা যাচ্ছে রাজ্যপাল জগদীপ ধনখড়কে। সুখেন্দু শেখর রায় অভিযোগ করেন, 'এই নিরাপত্তা রক্ষীর মাধ্যমে অনেকের কাছে খাম যেত। যদি দেখা যায় এই নিরাপত্তারক্ষীর সঙ্গে ধনখড়ের কোনও সম্পর্ক রয়েছে তাহলে তা ভয়ানক।' তিনি আরও বলেন, ' প্রতারকের নিরাপত্তা রক্ষী রাজ্যপালের বৃত্তে গেল কী করে, এই নিয়ে প্রশ্ন উঠছে। তদন্ত করে সত্যটা জানা প্রয়োজন। '


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3jCqisC
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads