হাফ প্যান্ট পরে বসে থাকেন পুরুষরা! ‘শালীন’ পোশাকের ফতোয়া জারি পুরসভার https://ift.tt/3hqQGCX - MAS News bengali

হাফ প্যান্ট পরে বসে থাকেন পুরুষরা! ‘শালীন’ পোশাকের ফতোয়া জারি পুরসভার https://ift.tt/3hqQGCX

এই সময় ডিজিটাল ডেস্ক: 'শালীন' পোশাক পরার পরামর্শ দিয়ে নোটিশ টাঙাল রাজপুর-সোনারপুর পুরকর্তৃপক্ষ। পুরসভার গেটে ঝোলানো হয়েছে নোটিশটি। আর এই নিয়েই শুরু হয়েছে তোলপাড়। পুরসভা কীভাবে পোশাক ফতোয়া জারি করতে পারে উঠছে প্রশ্ন। কিন্তু কেন হঠাৎ এই নোটিশ টাঙানো হল? সূ্ত্রের খবর, রাজপুর-সোনারপুর পুরসভার কার্যালয়ে সম্প্রতি বেশ কয়েকজন পুরুষ হাফপ্যান্ট, বার্মুন্ডা পরে কার্যালয়ে আসছেন বিভিন্ন ধরনের নাগরিক পরিষেবা নিতে। এই অবস্থাতেই তাঁরা চেয়ারে বসে পায়ের উপর পা তুলে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকছেন। এতে শুধু পুরকর্মীরা নন, পরিষেবা নিতে আসা মহিলারাও বিস্তর অস্বস্তিতে পড়ছেন। মহিলাদের যাতে কোনও অস্বস্তিকর পরিস্থিতি সম্মুখীন না হলে হয়, সেই জন্যই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে। কিন্তু পুরপরিষেবা নিতে আসা আম জনতার বিরুদ্ধে পোশাক ফতোয়া জারি করা যায় কিনা তা নিয়ে শুরু হয়েছে তোলপাড়। দক্ষিণ ২৪ পরগনার(পূর্ব) BJP সভাপতি সুনীপ দাস বলেন, ‘পুরকর্তৃপক্ষ এইভাবে পোশাক নিয়ে ফতোয়া জারি করতে পারে না। তালিবানিরা এইভাবে ফতোয়া দেয়। বরং পুরসভা নিজের কাজটা ঠিক করে করুক। নিকাশি পরিষেবা, এলাকার উন্নয়ন করা যায় কীভাবে সেদিকে নজর দিক।‘ এদিকে, বিরোধীদের মন্তব্যের কড়া সমালোচনা করেন রাজপুর-সোনারপুর পুরসভার প্রশাসক পল্লব দাস। তিনি বলেন, 'এমন কিছু পোশাক না পরেই আসা উচিত যা দৃষ্টিকটু লাগে। আগামীদিনে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য রাজপুর সোনারপুর বাজার অফিস এই উদ্যোগ নিয়েছে।' এদিকে এই উদ্যোগ প্রসঙ্গে আম জনতার মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। পুরসভায় পরিষেবা নিতে আসা উমা নাথ জানান, পোশাক মানুষের রুচিবোধের পরিচয় দেয়। এক্ষেত্রে সঠিকভাবে পোশাক পরলে সম্মান করার সুযোগ থাকে।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3jzd4N8
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads