ফের ইডির থাবা বলিউডে, সম্পত্তি বাজেয়াপ্ত তিন তারকার! https://ift.tt/3dCe6Em - MAS News bengali

ফের ইডির থাবা বলিউডে, সম্পত্তি বাজেয়াপ্ত তিন তারকার! https://ift.tt/3dCe6Em

Bollywood And ED: ফের একবার নজরে বলিউড। শুক্রবার ফের তোলপাড় হল টিনসেল টাউন। অভিনেতা , Sanjay Khan এবং DJ Aqeel-এর বেশ কিছু সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। এই তালিকায় রয়েছেন কংগ্রেস নেতা আহমেদ পটেলের জামাইয়ের নামও। ঠিক কী হয়েছিল? এঁদের সবার বিরুদ্ধে অভিযোগ গুজরাট ফার্মা কোম্পানি Sterling Biotech সংস্থায় টাকা তছরুপ। জানা গিয়েছে চার জনের বিরুদ্ধে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের অধীনে প্রায় ৮ কোটি ৭৯ লাখ টাকার সম্পত্তি অ্যাটাচ করেছে ED। এরই মধ্যে সঞ্জয় খানের বাজেয়াপ্ত হওয়া সম্পত্তির মূল্য ৩ কোটি টাকা, ডিনো মোরিয়ার ১.৪ কোটি টাকা এবং আকিল আব্দুলখালিল বাচোয়ালি ওরফে ডিজে আকিলের সম্পত্তির মূল্য ১.৯৮ কোটি টাকা। আহমেদ পটেলের জামাই ইরফান আহমেদ সিদ্দিকির সম্পত্তির পরিমাণ ২.৪১ কোটি টাকা। এই সব তথ্যই জানানো হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের প্রেস বিজ্ঞপ্তিতে। ইডি-র তরফে বলা হয়েছে স্টার্লিং বায়োটেকের দুই প্রোমোটার নিতীন সান্দেসারা এবং চেতন সান্দেসারা তছরুপের টাকা এই চার জনের অ্যাকাউন্টে ট্রান্সফার করেছিল। ১৪ হাজার ৫০০ কোটি টাকার যে ব্যাংক ফ্রডের সঙ্গে স্টার্লিং বায়োটেকের প্রোমোটার ও ডিরেক্টরদের নাম জড়িয়েছিল, সেই মামলাতেই এবার নাম জড়াল বলিউডের। আর্থিক দুর্নীতির ঘটনায় এবার অভিনেত্রী ইয়ামি গৌতমকে তলব করল ED। সূত্রের খবর, ভিকি ডোনার খ্যাত অভিনেত্রীর বিরুদ্ধে Foreign Exchange Management Act (FEMA) উলঙ্ঘন করার অভিযোগ রয়েছে। আর সেই কারণেই শুক্রবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। সম্প্রতি চিত্র নির্মাতা আদিত্য ধরের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন ইয়ামি। জানা গিয়েছে, ED-র জোন ২ ওই মামলার তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই। উল্লেখ্য, এই নিয়ে দ্বিতীয়বার তলব করল অভিনেত্রীকে। আর্থিক তছরূপের অভিযোগে বর্তমানে অনেক বড় বড় প্রযোজক সংস্থাও ED-র র্যাডারে রয়েছে। এ লিস্টার অভিনেতা, প্রযোজক কিংবা ডিজাইনারদেরও তলব করা হচ্ছে মাঝেমধ্যেই। উল্লেখ্য, গত মাসেই উরির পরিচালক আদিত্য ধরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন ইয়ামি। ক্লোজ ডোর অনুষ্ঠানেই বিয়ে হয় তাঁদের। সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোড করে খবরটি জানিয়েছিলেন ইয়ামি। এদিকে গত ২৩ জুন , , ঋতু কুমারকে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দেশের প্রথম সারির তিন ফ্যাশন ডিজাইনারকে তলব করায় চাঞ্চল্য ছড়িয়েছিল। জানা গিয়েছে, পঞ্জাবের এক রাজনীতিকের সঙ্গে নগদে লেনদেন করার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্যই তাঁদের কাছে নোটিশ পাঠানো হয়েছিল। পৃথক দিনেই দিল্লির ED অফিসে তলব করা হয়েছিল তিনজনকে।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3yhGOSX
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads