লকডাউন বাড়ল তামিলনাড়ুতে, থাকছে কিছুটা ছাড় https://ift.tt/368L234 - MAS News bengali

লকডাউন বাড়ল তামিলনাড়ুতে, থাকছে কিছুটা ছাড় https://ift.tt/368L234

এই সময় ডিজিটাল ডেস্ক: করোনা রুখতে দৃঢ় প্রতিজ্ঞ সরকার। কিছুটা ছাড় দিয়ে বাড়ানো হল লকডাউনের সময়সীমা। ১২ জুলাই পর্যন্ত বাড়ল তামিলনাডুতে। তবে বিধি কিছুটা শিথিল করা হয়েছে। রেস্তোঁরাগুলিতে ৫০ শতাংশ গ্রাহকদের পরিবেশন করার অনুমতি দেওয়া হয়েছে। পাশপাশি, হোটেল, লজ এবং গেস্ট হাউসগুলিও চালু করা হচ্ছে। তবে সব ক্ষেত্রেই মানতে হবে কড়া কোভিড বিধি। এমনকি দীর্ঘদিন বন্ধ থাকার পরে খুলছে বিনোদন পার্কগুলিও। তবে ৫০ শতাংশ লোককেই প্রবেশ করতে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সমস্ত মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। কোথায় কোভিড পরিস্থিতি কেমন, তা দেখে তামিলনাড়ু সরকার ৩৮টি জেলাকে তিনটি বিভাগে ভাগ করেছে। প্রথম বিভাগে রয়েছে ১১ টি হটস্পট জেলা। দ্বিতীয়টিতে অ্যাক্টিভ কেস নামছে। তৃতীয়টিতে চেন্নাই সহ চারটি জেলা রয়েছে, যেখানে পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে। এর আগে দ্বিতীয় ও তৃতীয় বিভাগের জেলাগুলিতে বিধিনিষেধে একাধিক শিথিলতা এনেছিল রাজ্য সরকার। এবার পুরো রাজ্যেই শিথিলতার ঘোষণা করা হল। বর্তমানে রাজ্যে বাস চালানোর অনুমতি দেওয়া হয়েছে। তবে মোট সংখ্যার মাত্র ৫০ শতাংশ যাত্রী নিয়ে চালাতে হবে বাস। আইটি সেক্টরের অফিসগুলিও খুলে দেওয়া হয়েছে। ৫০ শতাংশ কর্মী অফিস যেতে পারে। তবে সিনেমা হল, বার, সুইমিং পুল, স্কুল, কলেজ এবং চিড়িয়াখানা বন্ধই থাকছে। পাশাপাশি, সমস্ত রকম রাজনৈতিক ও সামাজিক সমাবেশও নিষিদ্ধ রয়েছে। রাজ্যে বিয়ে ও অন্তিম সংস্কার অনুষ্ঠানের আয়োজন করা যেতে পারে। কিন্তু এক্ষেত্রে সীমাবদ্ধতা থাকছে। বিয়ের অনুষ্ঠানে সর্বাধিক ৫০ জন উপস্থিত থাকতে পারে। অন্তিম যাত্রায় থাকতে পারেন সর্বাধিক ২০ জন।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3hsxQvn
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads