Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3qKNGpa
রাস্তা নিয়ে বিতর্কের জের, অরুণাচলের মুখ্যমন্ত্রী-ক্রীড়া প্রতিমন্ত্রীর বিরুদ্ধে FIR https://ift.tt/3AnM09z
এই সময় ডিজিটাল ডেস্ক: রাস্তা তৈরির জন্য অরুণাচল প্রদেশের () একটি জায়গাকে অসমের অন্তর্ভূক্ত বলে দাবি করা হয়। আর তাতেই শুরু যাবতীয় বিতর্ক। অরুনাচলের মুখ্যমন্ত্রী (Arunachal Pradesh) পেমা খান্ডুর () বিরুদ্ধে সরব হয়েছে এলাকার একাধিক সংগঠন। বিতর্কের জেরে ক্ষমাও চেয়েছিল বর্ডার রোড অর্গানাইজেশন (Border Road Organization)। কিন্তু তাতেও বিতর্ক থামেনি। এবার সরাসরি থানায় অভিযোগ দায়ের হল মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডু এবং কেন্দ্রীয় ক্রীড়া প্রতিমন্ত্রী কিরন রিজিজুর বিরুদ্ধে। কংগ্রস, জনতা দল (ইউনাইটেড), জনতা দল (সেকুলার) এবং People's Party of Arunachal এই চারটি দলের পক্ষ থেকে পাপুমপারে জেলার থানায় FIR করা হয়েছে। দায়ের করা অভিযোগে জানানো হয়েছে, কেন্দ্রীয় ক্রীড়া প্রতিমন্ত্রী এবং অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী ইচ্ছাকৃতভাবে আইন, সংবিধান লঙ্ঘন করেছেন এবং রাজ্যের সীমানা বদল করার চেষ্টা করেছেন। তাঁরা অরুণাচল রাজ্য আইন (Arunachal Pradesh Statehood Act of 1987 , এই রাজ্যের জমি আইনও (Land Settlement & Record Act of 2000 ) লঙ্ঘন করেছেন। অভিযোগ, গত মাসে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, ২০ কিলোমিটার লম্বা কিমিন-পটিন রাস্তা সহ আরও ১১টি প্রকল্পের যে উদ্বোধন করেন। সেই সময় পেমা খান্ডু এবং কিরন রিজিজুর মদতেই ওই রাস্তা নির্মাণকারী সংস্থা কিমিনকে অসমের বিলগড় হিসাবে দেখায়। দুই রাজ্যের সীমানায় অবস্থিত কিমিনকে অসমের এলাকা হিসাবে দেখানো হয়। সেখানেই শেষ নয়। শুধুমাত্র যে রাজ্যের সীমানা বদলানোর চেষ্টা হয়েছে তা নয়, অভিযোগ উঠেছে এলাকায় অশান্তি তৈরির চেষ্টারও। অনুষ্ঠানের দিন, বিতর্ক এড়াতে ‘ইচ্ছাকৃতভাবে’ কিমিন লেখাটি মুড়ে ফেলা হয়েছিল। অভিযোগকারীদের দাবি, ওই এলাকাকে বিলগড় হিসাবে দেখানো হয় এবং পুরো বিষয়টি মুখ্যমন্ত্রী এবং জানতেন । মুখ্যমন্ত্রীর মদতে রাজ্যের এলাকা বিকৃত করা হচ্ছে আগেই অভিযোগ করে All Arunachal Pradesh Students' Union (AAPSU) , All Nyishi Students' Union (ANSU) সহ অন্যান্য ছাত্র সংগঠন।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3qKNGpa
Previous article
Next article
Leave Comments
Post a Comment