ভবানীপুরে মমতার বিরুদ্ধে ফের মীনাক্ষী? নিজেই জবাব দিলেন বামনেত্রী https://ift.tt/3yTtqp8 - MAS News bengali

ভবানীপুরে মমতার বিরুদ্ধে ফের মীনাক্ষী? নিজেই জবাব দিলেন বামনেত্রী https://ift.tt/3yTtqp8

রূপসা ঘোষাল | এই সময় ডিজিটাল ২১-এর বিধানসভা নির্বাচনে () এপিসেন্টার ছিল ()। প্রচার থেকে শুরু করে ফলাফলের শেষ সময় পর্যন্ত দুই হেভিওয়েটের হাড্ডাহাড্ডি লড়াই চলে। যদিও তারই মধ্যে নিঃসন্দেহে নজর কেড়েছিলেন বামেদের তরুণ প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্য়ায় ()। কার্যত শেষ মুহূর্তে প্রার্থী হিসেবে নাম ঘোষণা হওয়ার পর মীনাক্ষী যেন বাঘের খাঁচায় গিয়ে পড়েছিলেন। () বনাম শুভেন্দু অধিকারির (Suvendu Adhikari) যুযুধান লড়াইয়ে মীনাক্ষীর ঝুলিতে এসেছিল কেবলমাত্র ৬১৯৮টি ভোট। গোহারা হারের পরও কি নবীন প্রজন্মের উপরই ভরসা রাখতে চলেছে আলিমুদ্দিন? শোনা যাচ্ছে ভবানীপুর উপনির্বাচনে মমতা বন্দ্য়োপাধ্যায়ের বিরুদ্ধে ফের তাঁকেই প্রার্থী করতে পারে সংযুক্ত মোর্চা। কী জানাচ্ছেন ? নন্দীগ্রামের 'টাফ ফাইট'-এর পর থেকেই প্রচারের আলোয় চলে আসেন DYFI-এর সভানেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। কেবলমাত্র বাম কর্মী-সমর্থকরাই নয়, গোটা রাজ্যের কাছেই পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। ভোটের প্রচার পর্বে এই মীনাক্ষীই হয়ে উঠেছিলেন বামেদের 'পোস্টার গার্ল'। ভোট পরবর্তী পর্যায়ে তাই ধরাশায়ী বাম ব্রিগেড সেই তরুণ প্রজন্মের উপরই ভরসা রাখতে চাইছে। এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। শুভেন্দু অধিকারীর কাছে নন্দীগ্রামে হারলেও রাজ্যে তৃতীয়বারের জন্য় মুখ্যমন্ত্রীর আসনে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর চিরাচরিত আসন ভবানীপুর থেকে ফের ভোটে দাঁড়াচ্ছেন তিনি। ইতিমধ্যেই সেই আসন থেকে পদত্যাগ করেছেন জয়ী তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। মনে করা হচ্ছে নিয়মরক্ষার এই লড়াইয়ে ফের বামপ্রার্থী হতে পারেন DYFI সভানেত্রী। এই সময় ডিজিটালের পক্ষ থেকে মীনাক্ষী মুখোপাধ্যায়কে সরাসরি এই প্রশ্ন করা হলে তিনি বলেন, এটা পার্টি বলছে না। এটা সোশ্যাল মিডিয়া বলছে। সংযুক্ত মোর্চা যথাসময়ে প্রার্থীর নাম গোষণা করবেন।' তাঁর আরও সংযোজন, 'আমরা তো পার্টি কর্মী। পার্টি বলেছে নবান্ন অভিযান করতে, রেড ভলান্টিয়ারের কাজ করতে, করেছি। তেমনই পার্টি নন্দীগ্রামের প্রার্থী হিসেবে আমার মনোনিত করেছিল। সেই দায়িত্বও পালন করেছি।' মীনাক্ষীকে ভবানীপুর থেকে প্রার্থী হিসেবে দাঁড় করানোর জোর গুঞ্জন শুরু হলেও, CPIM-এর তরফে এখনও খোলসা করে কিছু বলা হয়নি। যদিও দলীয় সূত্রে খবর, ভবানীপুর সহ বাকি উপনির্বাচনগুলির জন্য তরুণ ব্রিগেডের প্রার্থীদেরই মনোনিত করা হবে। এ ক্ষেত্রে এককভাবে নয়, সংযুক্ত মোর্চা হিসেবেই ভোটে লড়বে জোট শরিকরা। যদিও ভবানীপুর আসনটি বরাবরই কংগ্রেসের। সে ক্ষেত্রে, বামপ্রার্থীকে দাঁড় করানো নিয়ে ফের কোনও কোন্দল শুরু হবে কিনা, তা নিয়েও প্রশ্ন রয়েছে। এদিকে, হেরে গেলেও ইয়াস পরবর্তী পরিস্থিতে নন্দীগ্রামের একাধিক এলাকায় দেখা যায় মীনাক্ষীকে। তাঁর কথায়, 'প্রশাসন যা ভূমিকা নেওয়ার তা নিচ্ছে না। অনেক ভোটে জিতেছেন তাঁরা। মানুষ তাঁদের পাশে আছে। কিন্তু, তাঁরা কি মানুষের পাশে আছেন? আমরা একটা পার্টি, বিরোধী দলের জায়গাতেও নেই। আমরা আমাদের মতো করে চেষ্টা করছি। সরকারের ভূমিকা পালন করার ক্ষমতা তো আমাদের নেই।' মীনাক্ষীর কথায়, 'হেরে গিয়েছি বলে তৃণমূল যে SSC-PSC তে চাকরি দিতে পারেনি, কিংবা দুর্নীতি করেছে, সেটা তো মিথ্যে হয়ে যাবে না। হেরেছি বলে সারদা-নারদে চুরি করেছিল, সেটা মিথ্যে হয়ে গিয়েছে নাকি?' হারের ব্যবধান অনেকটাই বেশি। দলের গ্রহণযোগ্যতা কার্যত তলানিতে। এমত অবস্থায় তরুণদের উপর আস্থা রেখেই ময়দানে টিকে থাকতে চাইছে বাম শিবির। কলকাতার আরও খবরের জন্য প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন লে।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3fNN8v1
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads