না বলে বাগান থেকে আম পাড়ায় কিশোরকে পিটিয়ে খুনের অভিযোগ https://ift.tt/3fOsD1b - MAS News bengali

না বলে বাগান থেকে আম পাড়ায় কিশোরকে পিটিয়ে খুনের অভিযোগ https://ift.tt/3fOsD1b

এই সময় ডিজিটাল ডেস্ক: না বলে বাগান থেকে আম পাড়ায় এক কিশোরকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল মালিকের বিরুদ্ধে। বৃহস্পতিবার এই অমানবিক ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পুরসভার ১ নং ওয়ার্ডের বেলকুরিয়া এলাকায়। পুলিস ও স্থানীয় সুত্রে জানা গিয়েছে, মৃত ওই কিশোরের নাম আসাদুর রহমান(৮)। ঘটনায় তার আরও দুই বন্ধু জখম।গঙ্গারামপুর হাসপাতালে ভর্তি রয়েছে। জানা গিয়েছে, স্কুল বন্ধ থাকায় ঘর বন্দী রয়েছে পড়ুয়ারা। এদিন দুপুরের পরিবারের সকলের ঘুমিয়ে গেলে আসাদুর রহমান ও তার দুই বন্ধু খেলা করতে করতে বাড়ির পাশে এক আম বাগানে যায়। গাছ থেকে পাকা আম ঢিল দিয়ে পারতে থাকে। বিষয়টি মালিক মোক্তেয়ার রহমানের নজরে পরতে তিন কিশোরকে ধরে ফেলে। অভিযোগ প্রথমে তিনজন কিশোরকে চড় থাপ্পার মারে অভিযুক্ত মোক্তেয়ার রহমান। দুই জন কোনওক্রমে পালিয়ে গেলেও মৃত আসাদুর রহমান পালাতে সক্ষম হয়নি। তাকে মাটিতে ফেলে লাথি মারা হয় এমনকি পিঠে কিল ঘুষি চলে লাগাতার। ঘটনাস্থলে জখম হলে খোদ অভিযুক্ত মৃতের বাড়িতে খবর দেয়, তাঁদের ছেলে আম বাগানে পরে রয়েছে। তৎক্ষনাৎ পরিবারের সদস্যরা আসাদুর কে রসিদপুর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করে। সেখানে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষনা করে। পরে পরিবাদের সদস্যরা বাকি দুই বন্ধুর কাছে পুরো ঘটনা জানতেই বংশীহাড়ি থানায় অভিযোগ জমা দায়ের করে। ঘটনার পরে এলাকা ছাড়া অভিযুক্ত। পুরো ঘটনার তদন্তে নেমে পুলিস। এমন অমানবিক ঘটনায় জেলার জুড়ে নিন্দার ঝড় উঠেছে। বংশীহাড়ি থানার IC মনজিৎ সরকার বলেন,পুলিস পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতের পিসি জিন্নাতুম বিবি বলেন, ‘আমরা চাই এই ঘটনায় যুক্ত অভিযুক্তের ফাঁসি চাই। তাদের পরিবারের বাচ্চা রয়েছে। গাছের আম পারবে বলে এমন শান্তি কোন ভাবে কাম্য নয়।’


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3g5AXsl
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads