Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3uPM6CU
ছক ভেঙে রাতারাতি ভাইরাল শহরের Zomato গার্ল সঙ্গীতা https://ift.tt/3fOFxMF

এই সময় ডিজিটাল ডেস্ক: 'ম্যায় উড়না চাহতা হু, দৌড়না চাহতা হু, গিরনা ভি চাহতা হু, রুকনা নেহি চাহতা...' জিন্দেগি না মিলেগি ছবিতে রণবীর কাপুরের এই ডায়লগগুলোই যেন সঙ্গীতার জীবনের মূল মন্ত্র। বেলঘড়িয়ার এই মেয়েটি রাতারাতি সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল। সমাজের মধ্যে থেকেও ছক ভাঙার সাহস দেখিয়েছে সে। নিজের জেদের বসেই ভালোলাগাকে পেশা বানিয়ে ফেলেছে। লাল হেলমেট আর টি-শার্ট পরে এখন বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেয়। হ্যাঁ, সঙ্গীতা Zomato ডেলিভারির (Delivery) কাজ করে। আর ছক ভেঙে তাঁর পেশা বেছে নেওয়ার জেরেই নেটিজেনদের কাছে সঙ্গীতা এখন পরিচিত হয়ে উঠেছে কলকাতার Zomato গার্ল হিসেবে। কিন্তু, সব বাদ দিয়ে কলেজ পড়ুয়া সঙ্গীতা এই পেশাই কেন বেছে নিলেন? এই সময় ডিজিটালকে সঙ্গীতা জানালেন তাঁর Zomato ডেলিভারি গার্ল হয়ে ওঠার আসল রহস্য। তাঁর কথায়, 'ছেলেবেলা থেকেই গতিময় জীবন পছন্দ আমার। দু'চাকার সওয়ারি বরাবরের নেশা। তাই ভাবলাম নেশাকেই যদি কোনওভাবে পেশায় রূপান্তরিত করা যায়। তখনই মাথায় এসেছিল ডেলিভারির কাজের বিষয়টি। যোগাযোগ করতেই কাজটি পেয়ে যাই। এখন খুব এনজয় করেই এই কাজ করছি।' কলেজ পড়ুয়া সঙ্গীতা আচমকা এই পেশায় কেন? জবাবে সঙ্গীতা বলেন, 'আমি একজন থিয়েটার কর্মী। ছিয়েটার নিয়েই রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর পড়ছি। থিয়েটার করে যা রোজগার করতাম তাতে নিজেরটুকু দিব্যি চলে যেত। কিন্তু, সমস্যা শুরু হল লকডাউন পর্বে। দেখলাম, ফোনের রিচার্জের জন্যও বাবার কাছে হাত পাততে হচ্ছে। খুব অস্বস্তিবোধ হচ্ছিল। তাই কিছু একটা করতেই হত। আর এই কাজের থেকে ভালো অপশন হয়তো পেতাম না। পছন্দ মতো কাজ অথচ সময়টাও অনেক বেঁচে যাচ্ছে। পড়াশুনোর সময় পেয়ে যাচ্ছি।' এই রোজগারের টাকা কী করছেন সঙ্গীতা? বর্তমানে তিনি বহুরূপী দলের সঙ্গে যুক্ত। তাঁদের নাটকের দল কিংবা বিশ্ববিদ্যালয়ের জুনিয়র-সিনিয়র অনেকেরই থিয়েটারের টাকায় সংসার চলে। কিন্তু, লকডাউনের জেরে কার্যত রোজগারহীন তাঁরা। তাঁদের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন সঙ্গীতা। Zomato ডেলিভারি থেকে প্রাপ্য টাকা থেকে নিজের হাতখরচ টুকু রেখে বাকি তিনি তুলে দিচ্ছেন দুঃস্থদের। এভাবেই থিয়েটারের কলা-কুশলীদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছেন তিনি। কতটা এনজয় করছেন এই পেশাতে এসে? সঙ্গীতার কথায়, 'একমাস হল আমি দমদম এলাকাতে খাবার ডেলিভারির কাজ করছি। নিজের স্কুটি নিয়ে পৌঁছে যাই কখনও অফিস, কখনও বা কারও বাড়িতে। আমার থিয়েটার গুরু দেবেশে রায় চৌধুরী সবসময় বলেন, মানুষকে পর্যবেক্ষণ করতে। থিয়েটারের অন্যতম রুল এটা। এই কাজের মাধ্যমে নানা রকমের মানুষকে পর্যবেক্ষণ করার সুযোগ পাচ্ছি। এটা বড় পাওনা। থিয়েটার বন্ধ থাকলেও সেই অনুশীলনটা হয়ে যাচ্ছে আমার।' এভাবেই পছন্দসই খাবারগুলি মানুষের হাতে পৌঁছে দিতে পেরে তাঁদের উজ্জ্বল চোখের অনুভূতি দেখে শিখছেন সঙ্গীতা। আর শহরবাসী তাঁকে দেখে শিখছেন লড়াই করার মানসিকতাকে। গোড়া সমাজের মুখের সামনে থেকেই Zomato-র খাবার প্যাকেট নিয়ে বাইক চালিয়ে সঙ্গীতা ভেঙে দিচ্ছেন অনেক চিরাচরিত পিছিয়ে থাকা মানসিকতাকে। তাঁর সাহসকে তাই কুর্নিশ জানাচ্ছেন নেটিজেনরা।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3uPM6CU
Previous article
Next article
Leave Comments
Post a Comment