Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3swkDFa
সবুজ থেকে গোলাপি থিম পরিবর্তনের WhatsApp মেসেজ পেয়েছেন? এখনই পড়ুন... https://ift.tt/2P4Znca

এই সময় ডিজিটাল ডেস্ক: WhatsApp-এর থিম সবুজ থেকে গোলাপি হয়ে যাবে! এমন কোনও WhatsApp মেসেজ আপনার কাছে এসেছে নাকি? যদি এসে থাকে, তাহলে কিন্তু ভুলেও ক্লিক করবেন না। এটি একটি ভাইরাস এবং ক্লিক করলেই সাইবার অপরাধীদের হাতে চলে যেতে পারে আপনার স্মার্টফোনের নিয়ন্ত্রণ। পাশাপাশিই আপনার WhatsApp অ্যাকাউন্টটিও চিরতরে হারাতে পারেন। ' থেকে এখনই সাবধান হয়ে যান! একটি APK লিঙ্ক ডাউনলোড করতে বলে, বিভিন্ন গ্রুপে একটি ভাইরাস ছড়িয়ে দেওয়া হচ্ছে। খবরদার ভুলেও #WhatsAppPink নামে ক্লিক করবেন না। তাহলে আপনার ফোনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ আপনি হারিয়ে ফেলতে পারেন', সাইবার সিকিওরিটি বিশেষজ্ঞ রাজশেখর রাজহারিয়া স্প্যামের আক্রমণ থেকে বাঁচাতে ঠিক এই মর্মে একটি টুইট করেছেন। তিনিই প্রথম এই বিষয়টি লক্ষ্য করে ইউজারদের সজাগ করেন। আশ্চর্যজনক ভাবে, এই ম্যালিশিয়াস WhatsApp Pink হুবহু মেইন অ্যাপ্লিকেশনের মতোই দেখতে। তফাৎ রয়েছে শুধুই রঙে। এছাড়াও সেটিংস মেনুও সাধারণ WhatsApp-এর থেকে একটু অন্যরকম, যা দেখলেই ইউজারদের মনে সর্বপ্রথম খটকা লাগবে। যাঁরা WhatsApp-এর রেগুলার ইউজার, তাঁরা এই গোলাপি রঙের WhatsApp থিম একটু খুঁটিয়ে লক্ষ্য করলেই, তার গলদ ধরে ফেলতে পারবেন। পাশাপাশিই আপনাদের নজর রাখতে হবে, যাতে কোনও APK বা মোবাইল অ্যাপস যেন ডাউনলোড না করেন, যাতে অফিশিয়াল অ্যাপটিকে বাইপাস করে। যেমন, গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর। সেই সঙ্গে এ-ও নজর রাখতে হবে, কন্ট্যাক্টসের কাউকে যেন এই ধরনের ভুয়ো মেসেজ ফরোয়ার্ড না করা হয়। তাতে যাঁকে পাঠাচ্ছেন, তাঁর তো বিপদ বটেই, সেই সঙ্গে আপনার WhatsApp প্রোফাইলও কেউ বাঁচাতে পারবে না! PTI-এর একটি রিপোর্টে জানানো হয়েছে যে, বহু ইউজারই ইতিমধ্যে এই ভুয়ো গোলাপি রঙের WhatsApp থিম বদলের মেসেজ ফরোয়ার্ড করেছেন। ভারতে WhatsApp-এর এক মুখপাত্র সংবাদমাধ্যম PTI-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলছেন, 'যে কোনও মাধ্যমে, তা হতে পারে কোনও ইমেল বা অন্য কোনও মাধ্যমে, যে কোনও অস্বাভাবিক, অচিরাচরিত বা সন্দেহজনক বার্তা পেলে ইউজারদের সেখানে ক্লিক করার আগে খুব ভালো করে যাচাই করে নেওয়া জরুরি। পাশাপাশিই WhatsApp-এ এই ধরনের কোনও বার্তা পেলে, আমাদের অ্যাপের মধ্যেই যে রিপোর্ট অপশন রয়েছে, সেখানে ক্লিক করে আমাদের দ্রুত রিপোর্ট করুন। এই ধরনের বার্তা যে বা যারা পাঠাচ্ছেন, তাদেরও ব্লক করুন।' আরও পড়ুন: চলতি বছরের শুরু থেকেই একাধিক ম্যালিশিয়াস মেসেজের খপ্পড়ে পড়ছেন ইউজারেরা। তার মধ্যে এ বছরের শুরুতেই ইউজারদের WhatsApp-এ এসেছিল মুম্বইয়ের তাজ হোটেলে বিনামূল্যে নিশিযাপনের মেসেজ, একটি সার্ভে পূরণ করার মধ্যে দিয়ে ফ্রি-তে অ্যামাজন উপহার পেয়ে যাওয়ার মেসেজ - এমনই একাধিক স্ক্যাম মেসেজ। এই ধরনের মেসেজগুলিতে ইউজারদের 5 থেকে 20টি গ্রুপে ফরোয়ার্ড করার বার্তা দেওয়া হয়। এই ধরনের মেসেজ কখনই ক্লিক করা উচিত নয়। পাশাপাশিই কাউকে ফরোয়ার্ডও করা উচিত নয়। এমনতর ম্যালিশিয়াস মেসেজ পেলেই প্রথমে রিপোর্ট করুন।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3swkDFa
Previous article
Next article
Leave Comments
Post a Comment