Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3dqYUua
মেসির সঙ্গে ছবি তুলে জল্পনা বাড়ালেন সতীর্থরা https://ift.tt/3n2N1xQ

এই সময়: যাওয়ার আগে কি বার্সেলোনাকে রাঙিয়ে দিয়ে গেলেন লিওনেল মেসি (Leo )? শনিবার রাতে সেবিয়ার মাঠে কোপা দেল রেইয়ের ফাইনালে আতলেতিক বিলবাওয়ের বিরুদ্ধে গোল করলেন, করালেন মেসি। ৪-০ জিতে ট্রফিও হাতে নিলেন। বার্সেলোনার হয়ে হয়তো এটাই শেষ ট্রফি জেতাও হয়ে গেল তাঁর। কারণ জুন মাসেই ৩৩ বছরের আর্জেন্তিনীয় তারকার সঙ্গে চুক্তি শেষ হয়ে যাচ্ছে কাম্প নৌয়ের ক্লাবের। নতুন চুক্তি করতে এখনও রাজি হননি মেসি। কোপা দেল রেই জেতার পর মেসির মন্তব্যে আরও জল্পনা। লিও বলেছেন, 'এই ট্রফি জেতাটা আমার কাছে খুবই স্পেশ্যাল। কারণ আমি যে টিমের ক্যাপ্টেন হিসেবে হয়ে এই ট্রফিটা জিতলাম, সেই ক্লাবেই আমি আমার সারাটা জীবন প্রায় কাটিয়ে ফেললাম।' মেসি বার্সেলোনার হয়ে সপ্তমবার কোপা দেল রেই জিতলেন। এই ক্লাবের হয়ে এটা তাঁর ৩৫ তম ট্রফি জয়। ম্যাচের পর দেখা যায়, সতীর্থরা সকলেই আলাদা করে মেসির সঙ্গে ছবি তুলছেন। যা তাঁর ক্লাব ছাড়ার পক্ষে খুবই ইঙ্গিতবহ। কোচ রোনাল্ড কোমানের কাছেও বার্সার হয়ে কোচিংয়ে এটাই প্রথম ট্রফি। ক্লাবের নতুন প্রেসিডেন্ট খুয়ান লাপোর্তা পরের মরসুমে কোমানের থাকা নিয়ে কোনও মন্তব্য করতে না চাইলেও জানিয়েছেন, 'আমরা মেসিকে রেখে দেওয়ার জন্য সবরকম চেষ্টা চালাচ্ছি।' এ দিন আতলেতিকের বিরুদ্ধে বার্সেলোনা ১২ মিনিটের একটা ঝড় তুলেই চার গোল তুলে নিল। ৬০ থেকে ৭২ মিনিটে চার গোল। যার প্রথমটা গ্রিয়াজমানের। পরেরটা ফ্রেঙ্কি দে জংয়ের। তৃতীয়টা মেসির একক কৃতিত্বে। নিজেদের অর্ধ থেকে দে জংয়ের সঙ্গে ওয়ান টু ওয়ান খেলে বলটা নিয়ে গিয়ে গোল করেন। চতুর্থ গোলও তাঁর। টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের পেজে। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3dqYUua
Previous article
Next article
Leave Comments
Post a Comment